ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

করোনা রোধে দামুড়হুদায় উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিলেও স্বাস্থ্যবিধি মানছে না মানুষ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
  • / ৪০৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:
লকডাউন তুলে নেয়ার পর করোনা ভাইরাস একজনের কাছ থেকে আরেক জনের কাছে যেন ছড়াতে না পারে সেই লক্ষ্যে জনগণকে সব সময় সচেতন করছেন দামুড়হুদা উপজেলা প্রশাসন। নিচ্ছেন বিভিন্ন উদ্যোগ তারপরও জনগণ মানছে না নিয়ম। পরছে না মাস্ক। মাস্কবিহীন বাহিরে বের হলেই প্রতিনিয়ত জরিমানা করলেও নিয়ম না মেনেই জনগণ রাস্তা, রাজারে, গাড়িতে চায়ের দোকানে বসে মাস্ক ব্যবহার না করেই নিজের কাজে ব্যাস্ত সময় পার করছে। একদিকে যেমন নিজের ক্ষতি করছে, তেমনি অন্যদেরকে ক্ষতির মুখে ফেলছে এসব সাধারণ জনগণ। সরকারি নির্দেশনা অনুযায়ী শারীরীক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে অথ্যৎ তিন ফুট দুরুত্ব বজায় বাখতে হবে নির্দেশ থাকলেও কে মোনে করা কথা। সিএনজি অটো রিক্সায় গায়ের সাথে গা মিশিয়ে যাওয়া আসা করছে অনেকে। এদিকে চায়ের দোকানে ভিড় জমিয়ে পাশাপাশি বসে চায়ে চুমুক দিচ্ছে আর অড্ডা চলছে অহরহ। যদিও অল্প সংখ্যক মানুষ মাস্ক ব্যবহার করছে তাও আবার মুখের নিচে নামিয়ে রাখছে। আবার কেউ কেউ চশমা কপালে রাখার মত মাস্ক কপালে তুলে রাখছে। মাস্ক ব্যবহারে কেন এত অবহেলা তা বুঝে ওঠা সম্ভব না।
এ নিয়ে এক পথচারিকে জিজ্ঞাস করা হলো আপনি মাস্ক ব্যাবহার করছেন না কেন উত্তরে তিনি জানালেন, মাস্কে কি করোনা ভাইরাস ঠেকাবে? রোগ হলে এমনিই হবে, কেউ ঠেকাতে পারবে না। পাশে থাকা আর একজন বললেন মাস্ক পরে দম ঠেকে যায়, এই জন্য মাস্ক পরি না
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, কেউ মাস্কবিহীন বাহিরে বের হতে পারবেন না কারণ কার শরীরের করোন ভাইরাস আছে তা আমরা পরীক্ষা করা ছাড়া বুঝতে পারবো না। একজন করোনা ভাইরাসে আক্রান্ত হলে, সে যদি মাস্ক ব্যবহার না করে তাহলে পাশে থাকা অন্য জনও আক্রান্ত হয়ে যাবে। এইভাবে একজন থেকে অন্যজন ছড়াতে থাকবে। তাই শারীরিক দুরুত্ব বজায় রাখতে হবে এবং অব্যশই মাস্ক ব্যবহার করতে হবে।
দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) বলেন, আমরা বিভিন্ন গাড়ি চেক করেছি এবং যারা মাস্ক ব্যবহার করেনি তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হচ্ছে। এসময় তিনি মাস্ক বিহীন কেউ বাহিরে বের না হতে অনুরোধ করে। সেই সাথে বের হলেই জরিমানা করা হবে। কোন ছাড় দেওয়া হবে না বলে জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

করোনা রোধে দামুড়হুদায় উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিলেও স্বাস্থ্যবিধি মানছে না মানুষ!

আপলোড টাইম : ০৯:০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০

প্রতিবেদক, দামুড়হুদা:
লকডাউন তুলে নেয়ার পর করোনা ভাইরাস একজনের কাছ থেকে আরেক জনের কাছে যেন ছড়াতে না পারে সেই লক্ষ্যে জনগণকে সব সময় সচেতন করছেন দামুড়হুদা উপজেলা প্রশাসন। নিচ্ছেন বিভিন্ন উদ্যোগ তারপরও জনগণ মানছে না নিয়ম। পরছে না মাস্ক। মাস্কবিহীন বাহিরে বের হলেই প্রতিনিয়ত জরিমানা করলেও নিয়ম না মেনেই জনগণ রাস্তা, রাজারে, গাড়িতে চায়ের দোকানে বসে মাস্ক ব্যবহার না করেই নিজের কাজে ব্যাস্ত সময় পার করছে। একদিকে যেমন নিজের ক্ষতি করছে, তেমনি অন্যদেরকে ক্ষতির মুখে ফেলছে এসব সাধারণ জনগণ। সরকারি নির্দেশনা অনুযায়ী শারীরীক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে অথ্যৎ তিন ফুট দুরুত্ব বজায় বাখতে হবে নির্দেশ থাকলেও কে মোনে করা কথা। সিএনজি অটো রিক্সায় গায়ের সাথে গা মিশিয়ে যাওয়া আসা করছে অনেকে। এদিকে চায়ের দোকানে ভিড় জমিয়ে পাশাপাশি বসে চায়ে চুমুক দিচ্ছে আর অড্ডা চলছে অহরহ। যদিও অল্প সংখ্যক মানুষ মাস্ক ব্যবহার করছে তাও আবার মুখের নিচে নামিয়ে রাখছে। আবার কেউ কেউ চশমা কপালে রাখার মত মাস্ক কপালে তুলে রাখছে। মাস্ক ব্যবহারে কেন এত অবহেলা তা বুঝে ওঠা সম্ভব না।
এ নিয়ে এক পথচারিকে জিজ্ঞাস করা হলো আপনি মাস্ক ব্যাবহার করছেন না কেন উত্তরে তিনি জানালেন, মাস্কে কি করোনা ভাইরাস ঠেকাবে? রোগ হলে এমনিই হবে, কেউ ঠেকাতে পারবে না। পাশে থাকা আর একজন বললেন মাস্ক পরে দম ঠেকে যায়, এই জন্য মাস্ক পরি না
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, কেউ মাস্কবিহীন বাহিরে বের হতে পারবেন না কারণ কার শরীরের করোন ভাইরাস আছে তা আমরা পরীক্ষা করা ছাড়া বুঝতে পারবো না। একজন করোনা ভাইরাসে আক্রান্ত হলে, সে যদি মাস্ক ব্যবহার না করে তাহলে পাশে থাকা অন্য জনও আক্রান্ত হয়ে যাবে। এইভাবে একজন থেকে অন্যজন ছড়াতে থাকবে। তাই শারীরিক দুরুত্ব বজায় রাখতে হবে এবং অব্যশই মাস্ক ব্যবহার করতে হবে।
দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) বলেন, আমরা বিভিন্ন গাড়ি চেক করেছি এবং যারা মাস্ক ব্যবহার করেনি তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হচ্ছে। এসময় তিনি মাস্ক বিহীন কেউ বাহিরে বের না হতে অনুরোধ করে। সেই সাথে বের হলেই জরিমানা করা হবে। কোন ছাড় দেওয়া হবে না বলে জানান।