ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

করোনা ও ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্তদের সাহায্য দিলেন এসপি জাহিদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
  • / ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম অসহায়, দুস্থ এবং কর্মহীন মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন। গতকাল শুক্রবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সদর থানা প্রাঙ্গণে তিনি এ উপহার-সামগ্রী বিতরণ করেন। জানা গেছে, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউন থাকায় অসহায়, গরীব ও দুস্থ মানুষেরা মানবেতর জীবনযাপন করছে। একই সঙ্গে দিন আনা দিন খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়ায় তাঁদের অবস্থাও কাহিল। এমন পরিস্থিতিতে চুয়াডঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম প্রথম থেকেই এসব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। এর মধ্যে গত বুধবার ঘূর্ণিঝড় আমফান চুয়াডাঙ্গায় আঘাত আনায় আরও বেশি কষ্টে আছে এসব মানুষেরা। এই বিষয়টিই মাথায় রেখে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ ঈদ উপহার বিতরণ করেন। ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, দুধ, বাদাম, মসলাসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। এ সময় চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানসহ চুয়াডাঙ্গা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

করোনা ও ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্তদের সাহায্য দিলেন এসপি জাহিদ

আপলোড টাইম : ১০:১৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম অসহায়, দুস্থ এবং কর্মহীন মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন। গতকাল শুক্রবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সদর থানা প্রাঙ্গণে তিনি এ উপহার-সামগ্রী বিতরণ করেন। জানা গেছে, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউন থাকায় অসহায়, গরীব ও দুস্থ মানুষেরা মানবেতর জীবনযাপন করছে। একই সঙ্গে দিন আনা দিন খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়ায় তাঁদের অবস্থাও কাহিল। এমন পরিস্থিতিতে চুয়াডঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম প্রথম থেকেই এসব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। এর মধ্যে গত বুধবার ঘূর্ণিঝড় আমফান চুয়াডাঙ্গায় আঘাত আনায় আরও বেশি কষ্টে আছে এসব মানুষেরা। এই বিষয়টিই মাথায় রেখে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ ঈদ উপহার বিতরণ করেন। ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, দুধ, বাদাম, মসলাসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। এ সময় চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানসহ চুয়াডাঙ্গা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।