ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

করোনা আতঙ্কে প্রবাসের বাংলাদেশি তারকারাও

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
  • / ২০৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:
করোনাভাইরাস তছনছ করে দিয়েছে সারা বিশ্বের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। পাল্টে দিয়েছে জীবনের স্বাভাবিক গতিপথ। কী হচ্ছে, কেউই যেন কিছু বুঝতে পারছেন না। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি তারকারাও আতঙ্কের মধ্যে সময় পার করছেন। তবে রাষ্ট্রের দেওয়া সতর্কতা অক্ষরে অক্ষরে মেনেও চলছেন। প্রবাসে থাকা তারকারা নিজেদের নিয়ে চিন্তিত হওয়ার পাশাপাশি দেশের আত্মীয়-পরিজন ও সহকর্মীদের নিয়ে ভীষণ টেনশনে আছেন। কদিন আগেও তাঁরা কর্মস্থলে যেতেন, আড্ডায় মেতে থাকতেন, সন্তান নিয়ে স্কুলে যাওয়া আসা করতেন, এখন তাঁরা ঘরে বসে দিন পার করছেন। কেউ আবার খাদ্যসংকটের কথা চিন্তা করে এক-দুই মাসের সদাইপাতিও করে রেখেছেন। সংকট কত দিন পর্যন্ত গড়ায়, তাও কেউ বুঝতে পারছেন না। দেশের বাইরে থাকা প্রতিটি শিল্পীর এলাকা লকডাউন করে দেওয়ায় গৃহবন্দী জীবনে ঢুকে গেছেন তাঁরা। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডায় থাকা বাংলাদেশি তারকাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘরটাই এখন তাঁদের সবকিছু। পরিবার নিয়ে তাঁরা সময়টা কাটাচ্ছেন।
নিরাপদ ও উন্নত জীবন, উচ্চশিক্ষা, নিজেকে আরও কয়েক ধাপ এগিয়ে নিতে দেশের বিনোদন অঙ্গনের কেউ প্রবাসজীবন বেছে নিয়েছেন। কেউবা পরের প্রজন্মের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে রুপালি জগতের চূড়ায় থাকা ক্যারিয়ার ছেড়ে চলে যান দেশের বাইরে। কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে থাকা এসব তারকার এখন মন ভালো নেই। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেশে থাকা আত্মীয় পরিজনদের চিন্তায় অনেকের ঘুম উধাও।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

করোনা আতঙ্কে প্রবাসের বাংলাদেশি তারকারাও

আপলোড টাইম : ১১:২৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০

বিনোদন ডেস্ক:
করোনাভাইরাস তছনছ করে দিয়েছে সারা বিশ্বের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। পাল্টে দিয়েছে জীবনের স্বাভাবিক গতিপথ। কী হচ্ছে, কেউই যেন কিছু বুঝতে পারছেন না। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি তারকারাও আতঙ্কের মধ্যে সময় পার করছেন। তবে রাষ্ট্রের দেওয়া সতর্কতা অক্ষরে অক্ষরে মেনেও চলছেন। প্রবাসে থাকা তারকারা নিজেদের নিয়ে চিন্তিত হওয়ার পাশাপাশি দেশের আত্মীয়-পরিজন ও সহকর্মীদের নিয়ে ভীষণ টেনশনে আছেন। কদিন আগেও তাঁরা কর্মস্থলে যেতেন, আড্ডায় মেতে থাকতেন, সন্তান নিয়ে স্কুলে যাওয়া আসা করতেন, এখন তাঁরা ঘরে বসে দিন পার করছেন। কেউ আবার খাদ্যসংকটের কথা চিন্তা করে এক-দুই মাসের সদাইপাতিও করে রেখেছেন। সংকট কত দিন পর্যন্ত গড়ায়, তাও কেউ বুঝতে পারছেন না। দেশের বাইরে থাকা প্রতিটি শিল্পীর এলাকা লকডাউন করে দেওয়ায় গৃহবন্দী জীবনে ঢুকে গেছেন তাঁরা। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডায় থাকা বাংলাদেশি তারকাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘরটাই এখন তাঁদের সবকিছু। পরিবার নিয়ে তাঁরা সময়টা কাটাচ্ছেন।
নিরাপদ ও উন্নত জীবন, উচ্চশিক্ষা, নিজেকে আরও কয়েক ধাপ এগিয়ে নিতে দেশের বিনোদন অঙ্গনের কেউ প্রবাসজীবন বেছে নিয়েছেন। কেউবা পরের প্রজন্মের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে রুপালি জগতের চূড়ায় থাকা ক্যারিয়ার ছেড়ে চলে যান দেশের বাইরে। কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে থাকা এসব তারকার এখন মন ভালো নেই। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেশে থাকা আত্মীয় পরিজনদের চিন্তায় অনেকের ঘুম উধাও।