ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

করোনায় হাইড্রোক্সিক্লোরোকুইনের কার্যকারিতা নিয়ে হোয়াইট হাউসে উত্তপ্ত বিতর্ক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
  • / ২০৮ বার পড়া হয়েছে

বিশ্ব ডেক্স :
নতুন করোনাভাইরাসের প্রকোপে আক্ষরিক অর্থেই বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। পরিস্থিতি সামাল দিতে কোভিড-১৯ রোগীদের জন্য কার্যকর একটি ওষুধ খুঁজছে প্রশাসন থেকে শুরু করে সবাই। এ অবস্থায় কোভিড-১৯ চিকিৎসায় ম্যালেরিয়া রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইনের কার্যকারিতা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে মার্কিন সিচুয়েশন রুমে। মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা পিটার নাভারো সর্বশেষ এই বিতর্কের জন্ম দেন। একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, করোনাভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন কার্যকর বলে জোর বক্তব্য রাখেন পিটার নাভারো। বিষয়টি প্রমাণিত নয় বলে অন্য কর্মকর্তাদের সঙ্গে তাঁর বিতর্ক শুরু হয়। অবশ্য হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে বিতর্ক এটিই প্রথম নয়। এর আগেও করোনাভাইরাস মোকাবিলায় হোয়াইট হাউস গঠিত টাস্ক ফোর্সের সদস্যদের মধ্যে এ নিয়ে বিতর্ক হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলে আসছেন, হাইড্রোক্সিক্লোরোকুইন করোনাভাইরাসের চিকিৎসায় পরীক্ষিত কোনো ওষুধ নয়। এ কারণে, মোটাদাগে এটি ব্যবহারের পরামর্শ দেওয়া ঝুঁকিপূর্ণ হবে। কিন্তু টাস্ক ফোর্সের বাইরে থাকা বিভিন্ন উপদেষ্টা প্রেসিডেন্টকে বিপরীত পরামর্শটি দিচ্ছেন। এদের মধ্যে পিটার নাভারো একজন, যিনি এখনো টাস্ক ফোর্সের কেউ না হলেও, নিয়মিত সভায় যোগ দিচ্ছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

করোনায় হাইড্রোক্সিক্লোরোকুইনের কার্যকারিতা নিয়ে হোয়াইট হাউসে উত্তপ্ত বিতর্ক

আপলোড টাইম : ০৮:৫৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০

বিশ্ব ডেক্স :
নতুন করোনাভাইরাসের প্রকোপে আক্ষরিক অর্থেই বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। পরিস্থিতি সামাল দিতে কোভিড-১৯ রোগীদের জন্য কার্যকর একটি ওষুধ খুঁজছে প্রশাসন থেকে শুরু করে সবাই। এ অবস্থায় কোভিড-১৯ চিকিৎসায় ম্যালেরিয়া রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইনের কার্যকারিতা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে মার্কিন সিচুয়েশন রুমে। মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা পিটার নাভারো সর্বশেষ এই বিতর্কের জন্ম দেন। একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, করোনাভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন কার্যকর বলে জোর বক্তব্য রাখেন পিটার নাভারো। বিষয়টি প্রমাণিত নয় বলে অন্য কর্মকর্তাদের সঙ্গে তাঁর বিতর্ক শুরু হয়। অবশ্য হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে বিতর্ক এটিই প্রথম নয়। এর আগেও করোনাভাইরাস মোকাবিলায় হোয়াইট হাউস গঠিত টাস্ক ফোর্সের সদস্যদের মধ্যে এ নিয়ে বিতর্ক হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলে আসছেন, হাইড্রোক্সিক্লোরোকুইন করোনাভাইরাসের চিকিৎসায় পরীক্ষিত কোনো ওষুধ নয়। এ কারণে, মোটাদাগে এটি ব্যবহারের পরামর্শ দেওয়া ঝুঁকিপূর্ণ হবে। কিন্তু টাস্ক ফোর্সের বাইরে থাকা বিভিন্ন উপদেষ্টা প্রেসিডেন্টকে বিপরীত পরামর্শটি দিচ্ছেন। এদের মধ্যে পিটার নাভারো একজন, যিনি এখনো টাস্ক ফোর্সের কেউ না হলেও, নিয়মিত সভায় যোগ দিচ্ছেন।