ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

করোনার দ্বিতীয় ধাক্কায় আতঙ্কে আমেরিকানরা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • / ১০৮ বার পড়া হয়েছে

বিশ্ব প্রতিবেদন
করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা ক্রমান্বয়ে তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার দেশটিতে ৫৮ হাজার ৫০০ জন আক্রান্ত এবং ৯০০ জন মারা যায়, যা মধ্য আগস্টের পর সর্বোচ্চসংখ্যক সংক্রমণের দিন। দেশটির ৯টি স্টেটে উদ্বেগজনকভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে সিডিসি (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) উল্লেখ করেছে। স্টেটগুলো হলো ইন্ডিয়ানা, মিজৌরি, মন্টানা, ওহাইয়ো, ওকলাহোমা, নিউ মেক্সিকো, নর্থ ডেকটা, ওয়েস্ট ভার্জিনিয়া এবং ওয়াইওমিং। আলাস্কা, কলরাযো, আইডাহো, মিনেসোটা, সাউথ ডেকটা, ইউটাহ এবং উইসকনসিন স্টেটে লাগাতার সাত দিনব্যাপী সংক্রমণের হার বেড়েছে বলেও স্বাস্থ্য বিভাগীয় ফেডারেল প্রশাসন জানিয়েছে। নিউইয়র্ক সিটির কুইন্স এবং ব্রুকলীনের কয়েকটি এলাকায় সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে গত ১০ দিন যাবত। এ কারণে ৩০০টি স্কুল খোলার একদিন পরই পুনরায় বন্ধ ঘোষণা করা হয়েছে। অত্যাবশ্যকীয় ব্যবসা-অফিস ছাড়া সবকিছু বন্ধ করা হয়েছে। রেস্টুরেন্টের ভেতরে ও বাইরে খাবারের অনুমতিও বাতিল করা হয়েছে। মসজিদ, মন্দির, চার্চ, সিনেগগে ১০ জনের বেশি লোকের সমাগম নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। এসব এলাকাসহ সমগ্র সিটিতেই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। টহল পুলিশকেও সারাক্ষণ মাস্ক পড়তে বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। এসব নির্দেশ অমান্য করলেই মোটা জরিমানার শিকার হতে হবে বলে স্টেট গভর্নর অ্যান্ড্রু ক্যুমো হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গভর্নরের এই নির্দেশের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন জুইশ সম্প্রদায়ের লোকজন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

করোনার দ্বিতীয় ধাক্কায় আতঙ্কে আমেরিকানরা

আপলোড টাইম : ০৯:২৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০

বিশ্ব প্রতিবেদন
করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা ক্রমান্বয়ে তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার দেশটিতে ৫৮ হাজার ৫০০ জন আক্রান্ত এবং ৯০০ জন মারা যায়, যা মধ্য আগস্টের পর সর্বোচ্চসংখ্যক সংক্রমণের দিন। দেশটির ৯টি স্টেটে উদ্বেগজনকভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে সিডিসি (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) উল্লেখ করেছে। স্টেটগুলো হলো ইন্ডিয়ানা, মিজৌরি, মন্টানা, ওহাইয়ো, ওকলাহোমা, নিউ মেক্সিকো, নর্থ ডেকটা, ওয়েস্ট ভার্জিনিয়া এবং ওয়াইওমিং। আলাস্কা, কলরাযো, আইডাহো, মিনেসোটা, সাউথ ডেকটা, ইউটাহ এবং উইসকনসিন স্টেটে লাগাতার সাত দিনব্যাপী সংক্রমণের হার বেড়েছে বলেও স্বাস্থ্য বিভাগীয় ফেডারেল প্রশাসন জানিয়েছে। নিউইয়র্ক সিটির কুইন্স এবং ব্রুকলীনের কয়েকটি এলাকায় সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে গত ১০ দিন যাবত। এ কারণে ৩০০টি স্কুল খোলার একদিন পরই পুনরায় বন্ধ ঘোষণা করা হয়েছে। অত্যাবশ্যকীয় ব্যবসা-অফিস ছাড়া সবকিছু বন্ধ করা হয়েছে। রেস্টুরেন্টের ভেতরে ও বাইরে খাবারের অনুমতিও বাতিল করা হয়েছে। মসজিদ, মন্দির, চার্চ, সিনেগগে ১০ জনের বেশি লোকের সমাগম নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। এসব এলাকাসহ সমগ্র সিটিতেই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। টহল পুলিশকেও সারাক্ষণ মাস্ক পড়তে বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। এসব নির্দেশ অমান্য করলেই মোটা জরিমানার শিকার হতে হবে বলে স্টেট গভর্নর অ্যান্ড্রু ক্যুমো হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গভর্নরের এই নির্দেশের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন জুইশ সম্প্রদায়ের লোকজন।