ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

করোনাকে হারানোর জন্য মানসিক শক্তি যোগাতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
  • / ১৮৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত সহকর্মীদের দেখতে হাসপাতালে গেলেন এসপি জাহিদ
নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি করোনাভাইরাসে আক্রান্ত সহকর্মীদের শারীরিক খোঁজখবর নিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল শনিবার ইমিউনিটিবর্ধক উন্নতমানের খাবার, ফল ও ওষুধসামগ্রী নিয়ে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে যান। এ সময় তিনি হাসপাতালে ভর্তি থাকা পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আক্রান্ত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিমূলক কথা বলেন। তিনি পুলিশ সদস্যদের সাহসিকতার প্রশংসা করেন এবং শক্ত থেকে করোনাভাইরাসকে হারানোর জন্য মানসিক শক্তি যোগাতে বলেন।
জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতন করা, লকডাউন কার্যকর, গৃহবন্দী কর্মহীন অসহায়দের বাড়িতে খাদ্য-উপহার পৌঁছানো, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে প্রেরণ, পরিবারের পাশে দাঁড়ানো, মৃতদের জানাজায় অংশগ্রহণ, দাফন করাসহ মাঠপর্যায়ে কাজ করতে যেয়ে চুয়াডাঙ্গার দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৮ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পুলিশ সুপার জাহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে তাঁদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের আইসোলেশনে ভর্তি করান। তিনি এসব সহকর্মীদের নিয়মিত চিকিৎসাসহ যাবতীয় খোঁজখবর নিচ্ছেন। তাঁরা যেন মানসিকভাবে ভেঙে না পড়েন, সে জন্য ইমিউনিটিবর্ধক উন্নতমানের খাবার, ফল, পানীয়সসহ ওষুধসামগ্রীসহ নিয়ে হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসপি জাহিদ বলেন, ‘তোমরা মনোবল দৃঢ় রাখো। অবশ্যই আমরা এই বিপর্যয় থেকে মুক্তি পাব।’ এরপর স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশিত পন্থা অবলম্বনের পরামর্শ দেন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যরা এমন সময়ে চিকিৎসাধীন অবস্থায় জেলা পুলিশের প্রধান পুলিশ সুপারকে কাছে পেয়ে আনন্দিত হয়েছেন। পুলিশ সুপারের নিয়মিত খোঁজখবর নেওয়া এবং সরাসরি দেখতে যাওয়ায় করোনা আক্রান্ত এসব পুলিশ সদস্যদের মানসিক শক্তি আরও বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

করোনাকে হারানোর জন্য মানসিক শক্তি যোগাতে হবে

আপলোড টাইম : ০৯:১৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত সহকর্মীদের দেখতে হাসপাতালে গেলেন এসপি জাহিদ
নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি করোনাভাইরাসে আক্রান্ত সহকর্মীদের শারীরিক খোঁজখবর নিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল শনিবার ইমিউনিটিবর্ধক উন্নতমানের খাবার, ফল ও ওষুধসামগ্রী নিয়ে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে যান। এ সময় তিনি হাসপাতালে ভর্তি থাকা পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আক্রান্ত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিমূলক কথা বলেন। তিনি পুলিশ সদস্যদের সাহসিকতার প্রশংসা করেন এবং শক্ত থেকে করোনাভাইরাসকে হারানোর জন্য মানসিক শক্তি যোগাতে বলেন।
জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতন করা, লকডাউন কার্যকর, গৃহবন্দী কর্মহীন অসহায়দের বাড়িতে খাদ্য-উপহার পৌঁছানো, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে প্রেরণ, পরিবারের পাশে দাঁড়ানো, মৃতদের জানাজায় অংশগ্রহণ, দাফন করাসহ মাঠপর্যায়ে কাজ করতে যেয়ে চুয়াডাঙ্গার দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৮ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পুলিশ সুপার জাহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে তাঁদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের আইসোলেশনে ভর্তি করান। তিনি এসব সহকর্মীদের নিয়মিত চিকিৎসাসহ যাবতীয় খোঁজখবর নিচ্ছেন। তাঁরা যেন মানসিকভাবে ভেঙে না পড়েন, সে জন্য ইমিউনিটিবর্ধক উন্নতমানের খাবার, ফল, পানীয়সসহ ওষুধসামগ্রীসহ নিয়ে হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসপি জাহিদ বলেন, ‘তোমরা মনোবল দৃঢ় রাখো। অবশ্যই আমরা এই বিপর্যয় থেকে মুক্তি পাব।’ এরপর স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশিত পন্থা অবলম্বনের পরামর্শ দেন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যরা এমন সময়ে চিকিৎসাধীন অবস্থায় জেলা পুলিশের প্রধান পুলিশ সুপারকে কাছে পেয়ে আনন্দিত হয়েছেন। পুলিশ সুপারের নিয়মিত খোঁজখবর নেওয়া এবং সরাসরি দেখতে যাওয়ায় করোনা আক্রান্ত এসব পুলিশ সদস্যদের মানসিক শক্তি আরও বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়।