ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কবি নজরুলের প্রতিটি লেখায় জেগে ওঠার আহ্বান রয়েছে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯
  • / ২৩৫ বার পড়া হয়েছে

কার্পাসডাঙ্গায় জাতীয় কবির ৪৩তম প্রয়াণ দিবসের আলোচনা সভায় ইউএনও দীপ্তিময়ী জামান
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা/ আলমডাঙ্গা অফিস:
দামুড়হুদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলার কার্পাসডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় কার্পাসডাঙ্গায় কবির স্মৃতি বিজড়িত আটচালা ঘর-সংলগ্ন কবির প্রতিকৃতিতে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি আ. গফুরের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ্তিময়ী জামান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও দীপ্তিময়ী জামান বলেন, ‘কবি নজরুল ইসলামের মতো এত গান রচনা করেছেন, বিশ্বে এমন আর কোনো কবি আছেন বলে আমার জানা নেই। তিনি ছিলেন একজন স্বতন্ত্র কবি। আমি কবি নজরুলের লেখা যতই পড়ি, ততই তার প্রেমে পড়ি।’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি নজরুলকে ভারত থেকে এনে জাতীয় কবির মর্যাদা দেওয়ায় তিনি বঙ্গবন্ধুর বিদেহী আত্মার প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, ‘কবি নজরুলের আগমনের কারণে এ অঞ্চল আলোকিত হয়েছে। কার্পাসডাঙ্গা কবি নজরুলের তীর্থ কেন্দ্র হতে পারে। কার্পাসডাঙ্গা আন্তর্জাতিকভাবে তীর্থ কেন্দ্র হিসেবে গড়ে উঠুক, এ কামনা করছি।’ দীপ্তিময়ী জামান বলেন, কবি নজরুলের প্রতিটি লেখায় জেগে ওঠার আহ্বান রয়েছে। তিনি বাংলা ভাষার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কবির লেখা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তাঁর লেখাগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাফিক মাস্টার, সাধারণ সম্পাদক নজীর আহমেদ, জেলা কৃষক লীগের মৎস্য ও পশুবিষয়ক সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুর রহমান মুকুল, শ্রী রঘুনাথপাল, কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি, কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর, আটচালা ঘরের মালিক মি. প্রকৃতি বিশ্বাস বকুল, শিক্ষক আহমদ আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সোনিয়া আফরিন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক বখতিয়ার বকুল, ডিউকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুলের ৪৩তম প্রয়াণ দিবস উপলক্ষে নজরুল সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের কার্যালয়ে নজরুল সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আশরাফুল হক লুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আ ফ ম সিরাজ সামজি ও রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পরিষদের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিম রেজা। মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের শিল্পী আতিক বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি হামিদুল ইসলাম আজম, প্রেসক্লাবের সহসভাপতি লেখক রহমান মুকুল, বিশিষ্ট লেখক ও শিক্ষক আনোয়ার রশিদ সাগর, প্রভাষক ও কবি আসিফ জাহান, উপজেলা জাসদের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম সরোয়ার, পিকলু, সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, কবি হাবিবুর রহমান মজুমদার, শিক্ষক জামিরুল ইসলাম প্রমুখ। সংগীত পরিবেশন করেন শিল্পী রেজাউল হক, কমল কান্তি চক্রবর্তী, শিক্ষক পান্না ও মোমিনুর রহমান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কবি নজরুলের প্রতিটি লেখায় জেগে ওঠার আহ্বান রয়েছে

আপলোড টাইম : ০৮:৫২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯

কার্পাসডাঙ্গায় জাতীয় কবির ৪৩তম প্রয়াণ দিবসের আলোচনা সভায় ইউএনও দীপ্তিময়ী জামান
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা/ আলমডাঙ্গা অফিস:
দামুড়হুদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলার কার্পাসডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় কার্পাসডাঙ্গায় কবির স্মৃতি বিজড়িত আটচালা ঘর-সংলগ্ন কবির প্রতিকৃতিতে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি আ. গফুরের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ্তিময়ী জামান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও দীপ্তিময়ী জামান বলেন, ‘কবি নজরুল ইসলামের মতো এত গান রচনা করেছেন, বিশ্বে এমন আর কোনো কবি আছেন বলে আমার জানা নেই। তিনি ছিলেন একজন স্বতন্ত্র কবি। আমি কবি নজরুলের লেখা যতই পড়ি, ততই তার প্রেমে পড়ি।’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি নজরুলকে ভারত থেকে এনে জাতীয় কবির মর্যাদা দেওয়ায় তিনি বঙ্গবন্ধুর বিদেহী আত্মার প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, ‘কবি নজরুলের আগমনের কারণে এ অঞ্চল আলোকিত হয়েছে। কার্পাসডাঙ্গা কবি নজরুলের তীর্থ কেন্দ্র হতে পারে। কার্পাসডাঙ্গা আন্তর্জাতিকভাবে তীর্থ কেন্দ্র হিসেবে গড়ে উঠুক, এ কামনা করছি।’ দীপ্তিময়ী জামান বলেন, কবি নজরুলের প্রতিটি লেখায় জেগে ওঠার আহ্বান রয়েছে। তিনি বাংলা ভাষার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কবির লেখা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তাঁর লেখাগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাফিক মাস্টার, সাধারণ সম্পাদক নজীর আহমেদ, জেলা কৃষক লীগের মৎস্য ও পশুবিষয়ক সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুর রহমান মুকুল, শ্রী রঘুনাথপাল, কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি, কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর, আটচালা ঘরের মালিক মি. প্রকৃতি বিশ্বাস বকুল, শিক্ষক আহমদ আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সোনিয়া আফরিন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক বখতিয়ার বকুল, ডিউকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুলের ৪৩তম প্রয়াণ দিবস উপলক্ষে নজরুল সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের কার্যালয়ে নজরুল সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আশরাফুল হক লুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আ ফ ম সিরাজ সামজি ও রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পরিষদের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিম রেজা। মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের শিল্পী আতিক বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি হামিদুল ইসলাম আজম, প্রেসক্লাবের সহসভাপতি লেখক রহমান মুকুল, বিশিষ্ট লেখক ও শিক্ষক আনোয়ার রশিদ সাগর, প্রভাষক ও কবি আসিফ জাহান, উপজেলা জাসদের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম সরোয়ার, পিকলু, সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, কবি হাবিবুর রহমান মজুমদার, শিক্ষক জামিরুল ইসলাম প্রমুখ। সংগীত পরিবেশন করেন শিল্পী রেজাউল হক, কমল কান্তি চক্রবর্তী, শিক্ষক পান্না ও মোমিনুর রহমান।