ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ওয়ান শ্যুটার গান, গুলি ও ধারালো অস্ত্রসহ সন্ত্রাসী সাদ্দাম আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
  • / ৩২৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার দূর্লভপুরে গভীর রাতে থানা পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার দূর্লভপুর থেকে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ। গতরাত ২টার দিকে দূর্লভপুর গ্রামে নিজবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় সাদ্দামের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউনাড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিম। আটককৃত সাদ্দামের বিরুদ্ধে অপহরণ, ছিনতাই, বোমাবাজী, চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমানের নেতৃত্বে এসআই একরাম, এসআই টিপু সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দূর্লভপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় দূর্লভপুরের সাদ্দাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি ২৭ ইঞ্চ লম্বা ধারালো চাপাতি উদ্ধার করে পুলিশ। আটককৃত সাদ্দাম হোসেন (২৫) দূর্লভপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, বিশেষ অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দামের বাড়িতে অস্ত্র রয়েছে এমন খবর পেয়ে দূর্লভপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্ত্র, গুলি ও ধারালো চাপাতিসহ সাদ্দামকে আটক করা হয়। তার বিরুদ্ধে অপহরণ, ছিনতাই, বোমাবাজী, চাঁদাবাজীসহ ১১টি মামলা রয়েছে। অস্ত্র, গুলি ও ধারালো চাপাতিসহ আটকের ঘটনায় সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ওয়ান শ্যুটার গান, গুলি ও ধারালো অস্ত্রসহ সন্ত্রাসী সাদ্দাম আটক

আপলোড টাইম : ১০:৩৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭

আলমডাঙ্গার দূর্লভপুরে গভীর রাতে থানা পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার দূর্লভপুর থেকে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ। গতরাত ২টার দিকে দূর্লভপুর গ্রামে নিজবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় সাদ্দামের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউনাড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিম। আটককৃত সাদ্দামের বিরুদ্ধে অপহরণ, ছিনতাই, বোমাবাজী, চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমানের নেতৃত্বে এসআই একরাম, এসআই টিপু সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দূর্লভপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় দূর্লভপুরের সাদ্দাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি ২৭ ইঞ্চ লম্বা ধারালো চাপাতি উদ্ধার করে পুলিশ। আটককৃত সাদ্দাম হোসেন (২৫) দূর্লভপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, বিশেষ অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দামের বাড়িতে অস্ত্র রয়েছে এমন খবর পেয়ে দূর্লভপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্ত্র, গুলি ও ধারালো চাপাতিসহ সাদ্দামকে আটক করা হয়। তার বিরুদ্ধে অপহরণ, ছিনতাই, বোমাবাজী, চাঁদাবাজীসহ ১১টি মামলা রয়েছে। অস্ত্র, গুলি ও ধারালো চাপাতিসহ আটকের ঘটনায় সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।