ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

এ মৌসুমে লক্ষ্যমাত্রা ১৩৮৪ মেট্রিক টন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
  • / ১৬৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহে লটারি অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় সরকারিভাবে কৃষকদের নিকট থেকে বোরো ধান ক্রয়ের জন্য লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেল কৃষি অফিসে এ লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আইয়ুব হোসেন বলেন, ‘সরকার সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের জন্য ঘোষণা দেয়। সেই লক্ষে আমরা উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করতে চাই। এ মৌসুমে আমাদের লক্ষ্যমাত্রা ১ হাজার ৩৮৪ মেট্রিক টন। মানে প্রত্যেক কৃষক ১ মেট্রিক টন করে ধান বিক্রয় করতে পারবেন। লক্ষ্যমাত্রার চেয়ে বিক্রেতার সংখ্যা বেশি হওয়ায় আজ আমরা লটারির মাধ্যমে বিক্রেতা সিলেকশন করে দেব। তাঁরা নির্ধারিত সময়ে খাদ্যগুদামে ধান সরবরাহ করবেন।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদীর গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা খাদ্য কর্মকর্তা মোফাখাইরুল ইসলাম, গুদামরক্ষক মিয়াজান হোসেন, খাদ্যপরিদর্শক রাবিবুল ইসলাম, কৃষি সম্প্রসার কর্মকর্তা, সোহেল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, আবু সাইদ পিণ্ট, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান ফারুক, প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম, সহসভাপতি জামসিদুল হক মুনি, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা মৎসজীবী লীগের সভাপতি শাহাবুল ইসলাম, মিজানুর রহমান, সাইফুর রহমান পিণ্টু প্রমুখ। এ সময় শতাধিক কৃষকের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

এ মৌসুমে লক্ষ্যমাত্রা ১৩৮৪ মেট্রিক টন

আপলোড টাইম : ১০:২৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০

আলমডাঙ্গায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহে লটারি অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় সরকারিভাবে কৃষকদের নিকট থেকে বোরো ধান ক্রয়ের জন্য লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেল কৃষি অফিসে এ লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আইয়ুব হোসেন বলেন, ‘সরকার সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের জন্য ঘোষণা দেয়। সেই লক্ষে আমরা উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করতে চাই। এ মৌসুমে আমাদের লক্ষ্যমাত্রা ১ হাজার ৩৮৪ মেট্রিক টন। মানে প্রত্যেক কৃষক ১ মেট্রিক টন করে ধান বিক্রয় করতে পারবেন। লক্ষ্যমাত্রার চেয়ে বিক্রেতার সংখ্যা বেশি হওয়ায় আজ আমরা লটারির মাধ্যমে বিক্রেতা সিলেকশন করে দেব। তাঁরা নির্ধারিত সময়ে খাদ্যগুদামে ধান সরবরাহ করবেন।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদীর গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা খাদ্য কর্মকর্তা মোফাখাইরুল ইসলাম, গুদামরক্ষক মিয়াজান হোসেন, খাদ্যপরিদর্শক রাবিবুল ইসলাম, কৃষি সম্প্রসার কর্মকর্তা, সোহেল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, আবু সাইদ পিণ্ট, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান ফারুক, প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম, সহসভাপতি জামসিদুল হক মুনি, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা মৎসজীবী লীগের সভাপতি শাহাবুল ইসলাম, মিজানুর রহমান, সাইফুর রহমান পিণ্টু প্রমুখ। এ সময় শতাধিক কৃষকের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়।