ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

এসএমই পণ্য মেলা : ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বর্ষসেরা উদ্যোক্তা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯
  • / ৩০৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জনতা ইঞ্জিনিয়ারিংয়ের ওলিউল্লাহ
নিজস্ব প্রতিবেদক: এসএমই ফাউন্ডেশন আয়োাজিত ২০১৯ সালের জন্য দেশের বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা হিসাবে মনোনীত হয়ে পুরস্কার পেয়েছেন জনতা ইঞ্জিনিয়ারিং-এর মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওলি উল্লাহ। গতকাল বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোহাম্মদ ওলি উল্লাহ এর পুরস্কার তুলে দেন। এ অনুষ্ঠানে ৬ টি ক্যাটাগরিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের মাঝে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৯’ প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের মূলধন সহায়তা হিসেবে অর্থের পরিমান আরো বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘এসএমই ফাউন্ডেশন থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা মূলধন হিসেবে যে আর্থিক সহায়তা পান, তা আরও বৃদ্ধি করার পাশাপাশি সহায়তার প্রক্রিয়াও সহজ করা দরকার। এতে এখাতে কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে এবং মানসম্মত পণ্য উৎপাদনও সম্ভব হবে।’
গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৭ম জাতীয় এসএমই পণ্য মেলা-২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প সচিব মো. আবদুল হালিম।
উল্লেখ্য, এ মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, প¬াস্টিক ও অন্যান্য সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ২৮০টি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। আগামী ২২ মার্চ পর্যন্ত এ মেলা চলবে।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গার সরোগঞ্জে অবস্থিত জনতা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরণের কৃষি যন্ত্রপাতি তৈরী করে দেশ-বিদেশে রপ্তানি করে থাকে। এছাড়া জনতা ইঞ্জিনিয়ারিং এর উদ্ভাবিত যন্ত্রপাতি কৃষকদের কাছে কৃষিকাজের জন্য ব্যাপক সমাদৃত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

এসএমই পণ্য মেলা : ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বর্ষসেরা উদ্যোক্তা

আপলোড টাইম : ০৯:২৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯

চুয়াডাঙ্গার জনতা ইঞ্জিনিয়ারিংয়ের ওলিউল্লাহ
নিজস্ব প্রতিবেদক: এসএমই ফাউন্ডেশন আয়োাজিত ২০১৯ সালের জন্য দেশের বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা হিসাবে মনোনীত হয়ে পুরস্কার পেয়েছেন জনতা ইঞ্জিনিয়ারিং-এর মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওলি উল্লাহ। গতকাল বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোহাম্মদ ওলি উল্লাহ এর পুরস্কার তুলে দেন। এ অনুষ্ঠানে ৬ টি ক্যাটাগরিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের মাঝে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৯’ প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের মূলধন সহায়তা হিসেবে অর্থের পরিমান আরো বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘এসএমই ফাউন্ডেশন থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা মূলধন হিসেবে যে আর্থিক সহায়তা পান, তা আরও বৃদ্ধি করার পাশাপাশি সহায়তার প্রক্রিয়াও সহজ করা দরকার। এতে এখাতে কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে এবং মানসম্মত পণ্য উৎপাদনও সম্ভব হবে।’
গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৭ম জাতীয় এসএমই পণ্য মেলা-২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প সচিব মো. আবদুল হালিম।
উল্লেখ্য, এ মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, প¬াস্টিক ও অন্যান্য সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ২৮০টি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। আগামী ২২ মার্চ পর্যন্ত এ মেলা চলবে।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গার সরোগঞ্জে অবস্থিত জনতা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরণের কৃষি যন্ত্রপাতি তৈরী করে দেশ-বিদেশে রপ্তানি করে থাকে। এছাড়া জনতা ইঞ্জিনিয়ারিং এর উদ্ভাবিত যন্ত্রপাতি কৃষকদের কাছে কৃষিকাজের জন্য ব্যাপক সমাদৃত।