ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

এমপি ছেলুন চুয়াডাঙ্গাকে রোল মডেলে পরিণত করেছেন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
  • / ১৪৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার রুইতনপুরে মসজিদের ভিত্তি প্রস্তুর উদ্বোধনকালে টোটন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের রুইতনপুর পূর্বপাড়ায় বাইতুন নূর জামে মসজিদের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাইতুন নূর জামে মসজিদের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশটাকে স্বাধীন করে সোনার বাংলায় রুপান্তিত করতে চেয়েছিলেন। কিন্তু হায়েনারা তাঁকে হত্যা করে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে না দিলেও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশ আজ ডিজিটাল বাংলাদেশে রুপান্তিত হয়েছে। বিশ্বের দরবারে আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত পেয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলছে, কৃষককে লাইনে দাঁড়িয়ে সার-তেলের জন্য অপেক্ষা করতে হয় না। গ্রাম শহরে পরিণত হতে চলেছে, প্রায় সকল রাস্তা এখন পাঁকাকরণ হয়েছে। সারা দেশেই উন্নয়নের জোয়ার চলছে। এমন কোনো খাত নেই, যেখানে উন্নয়ন হয়নি। দেশের এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, ঘাপটি মেরে থাকা বিএনপি-জামায়াত বিভিন্নভাবে চক্রান্ত করে সফল হতে না পেরে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটে ঢুকে নিজেদের ভেতরে দ্বন্দ্ব-চক্রান্ত করছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
টোটন জোয়ার্দ্দার বলেন, বিএনপি-জামায়াতের আমলে রাস্তাঘাট ছিল না, বিদ্যুত ছিল না, গ্রাম বা শহরের মানুষ শান্তিতে ঘুমাতে পারত না, সন্ত্রাসীর রাম-রাজত্ব ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আজ মানুষ সব জায়গাতেই শান্তিতে বসবাস করছে। আমাদের অভিভাবক জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি চুয়াডাঙ্গাকে রোল মডেলে পরিণত করতে সার্থক হয়েছেন।
চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি শাহ্ আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, জমিদাতা হাজি লুৎফর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদত মোজাম্মেল হক, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, রবিউল ইসলাম ঝণ্টু, কাউছার বিশ্বাস, শমসের আলী, নজরুল ইসলাম, আবু সিদ্দিক, তহিদুল ইসলাম মেম্বার, আপান আলী, আতাউর রহমান, আশুতোষ, মজিবার রহমান, মহাসিন আলী, জুলফিকার রহমান ভুট্টো, মনিরুল ইসলাম মনি, মসজিদ কমিটির সভাপতি আব্দুল জলিল মোল্লা, সেক্রেটারি জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ ও মসজিদের ইমাম হাফেজ নিজাম উদ্দীন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

এমপি ছেলুন চুয়াডাঙ্গাকে রোল মডেলে পরিণত করেছেন

আপলোড টাইম : ১০:০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০

আলমডাঙ্গার রুইতনপুরে মসজিদের ভিত্তি প্রস্তুর উদ্বোধনকালে টোটন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের রুইতনপুর পূর্বপাড়ায় বাইতুন নূর জামে মসজিদের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাইতুন নূর জামে মসজিদের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশটাকে স্বাধীন করে সোনার বাংলায় রুপান্তিত করতে চেয়েছিলেন। কিন্তু হায়েনারা তাঁকে হত্যা করে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে না দিলেও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশ আজ ডিজিটাল বাংলাদেশে রুপান্তিত হয়েছে। বিশ্বের দরবারে আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত পেয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলছে, কৃষককে লাইনে দাঁড়িয়ে সার-তেলের জন্য অপেক্ষা করতে হয় না। গ্রাম শহরে পরিণত হতে চলেছে, প্রায় সকল রাস্তা এখন পাঁকাকরণ হয়েছে। সারা দেশেই উন্নয়নের জোয়ার চলছে। এমন কোনো খাত নেই, যেখানে উন্নয়ন হয়নি। দেশের এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, ঘাপটি মেরে থাকা বিএনপি-জামায়াত বিভিন্নভাবে চক্রান্ত করে সফল হতে না পেরে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটে ঢুকে নিজেদের ভেতরে দ্বন্দ্ব-চক্রান্ত করছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
টোটন জোয়ার্দ্দার বলেন, বিএনপি-জামায়াতের আমলে রাস্তাঘাট ছিল না, বিদ্যুত ছিল না, গ্রাম বা শহরের মানুষ শান্তিতে ঘুমাতে পারত না, সন্ত্রাসীর রাম-রাজত্ব ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আজ মানুষ সব জায়গাতেই শান্তিতে বসবাস করছে। আমাদের অভিভাবক জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি চুয়াডাঙ্গাকে রোল মডেলে পরিণত করতে সার্থক হয়েছেন।
চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি শাহ্ আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, জমিদাতা হাজি লুৎফর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদত মোজাম্মেল হক, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, রবিউল ইসলাম ঝণ্টু, কাউছার বিশ্বাস, শমসের আলী, নজরুল ইসলাম, আবু সিদ্দিক, তহিদুল ইসলাম মেম্বার, আপান আলী, আতাউর রহমান, আশুতোষ, মজিবার রহমান, মহাসিন আলী, জুলফিকার রহমান ভুট্টো, মনিরুল ইসলাম মনি, মসজিদ কমিটির সভাপতি আব্দুল জলিল মোল্লা, সেক্রেটারি জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ ও মসজিদের ইমাম হাফেজ নিজাম উদ্দীন প্রমুখ।