ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

এবার স্থির চিত্রের গল্পে অভিনেত্রী প্রিয়াঙ্কা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯
  • / ৩২৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:
ডায়ালগ নেই, নেই কোনও গল্প। এবার একটু অন্যভাবে একটি মেয়ের গল্পে উঠে আসতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। গল্প বলবেন নামী ফ্যাশান ফটোগ্রাফার তথাগত ঘোষ। আগামী ১০ থেকে ১২ মে পর্যন্ত কলকাতার আইসিসিআরে দুপুর ৩ থেকে ৮ পর্যন্ত চলবে এই ফটোগ্রাফি এক্সিবিশন। যেখানে তথাগত ঘোষের তোলা আলোকচিত্রর কেরামতিতেই একটি মেয়ের সারাদিনের গল্প ফুটে উঠবে। ভারতীয় একটি গণমাধ্যমকে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার জানান, ‘সিনেমায় ডায়ালগ থাকে। নির্দিষ্ট চিত্রনাট্য সেখানে কথা বলে। তবে ফটোগ্রাফির মাধ্যমে গল্প বলাটা মোটেও সহজ নয়। তাও আবার সাদা-কালো ছবিতে। আর এখানে আমরা সেটাই চেষ্টা করেছি। তথাগতর তোলা ৪০টি সাদা-কালো ছবির মাধ্যমেই এখানে একটি মেয়ের গোটা একা দিনের গল্প ফুটে ওঠবে। যেখানে দৈনন্দিন কাজের মধ্যেও তার কারোর জন্য বা কোনও কিছুর জন্য দীর্ঘ প্রতীক্ষার ছবি ফুট উঠবে। এই মেয়েকে রবীন্দ্রনাথের গল্পের কোনও আরবান নারী হিসাবেও দেখা যেতে পারে কিংবা যে কোনও বনেদি পরিবারের মেয়ে বা ৭০ বছরের পুরনো কোনও একটি নারী চরিত্র হিসাবেও দেখা যেতে পারে। তবে গোটা গল্পটাই তৈরি হবে ৪০টি আলোকচিত্রের বুননে। যে গল্পের নায়িকা অবশ্যই আমি। এটাকে একটা ফটো স্টোরি বলা যেতে পারে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

এবার স্থির চিত্রের গল্পে অভিনেত্রী প্রিয়াঙ্কা

আপলোড টাইম : ০৯:১৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯

বিনোদন ডেস্ক:
ডায়ালগ নেই, নেই কোনও গল্প। এবার একটু অন্যভাবে একটি মেয়ের গল্পে উঠে আসতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। গল্প বলবেন নামী ফ্যাশান ফটোগ্রাফার তথাগত ঘোষ। আগামী ১০ থেকে ১২ মে পর্যন্ত কলকাতার আইসিসিআরে দুপুর ৩ থেকে ৮ পর্যন্ত চলবে এই ফটোগ্রাফি এক্সিবিশন। যেখানে তথাগত ঘোষের তোলা আলোকচিত্রর কেরামতিতেই একটি মেয়ের সারাদিনের গল্প ফুটে উঠবে। ভারতীয় একটি গণমাধ্যমকে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার জানান, ‘সিনেমায় ডায়ালগ থাকে। নির্দিষ্ট চিত্রনাট্য সেখানে কথা বলে। তবে ফটোগ্রাফির মাধ্যমে গল্প বলাটা মোটেও সহজ নয়। তাও আবার সাদা-কালো ছবিতে। আর এখানে আমরা সেটাই চেষ্টা করেছি। তথাগতর তোলা ৪০টি সাদা-কালো ছবির মাধ্যমেই এখানে একটি মেয়ের গোটা একা দিনের গল্প ফুটে ওঠবে। যেখানে দৈনন্দিন কাজের মধ্যেও তার কারোর জন্য বা কোনও কিছুর জন্য দীর্ঘ প্রতীক্ষার ছবি ফুট উঠবে। এই মেয়েকে রবীন্দ্রনাথের গল্পের কোনও আরবান নারী হিসাবেও দেখা যেতে পারে কিংবা যে কোনও বনেদি পরিবারের মেয়ে বা ৭০ বছরের পুরনো কোনও একটি নারী চরিত্র হিসাবেও দেখা যেতে পারে। তবে গোটা গল্পটাই তৈরি হবে ৪০টি আলোকচিত্রের বুননে। যে গল্পের নায়িকা অবশ্যই আমি। এটাকে একটা ফটো স্টোরি বলা যেতে পারে।’