ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

এবার সর্বস্ব খোয়ালেন নওগার ব্যবসায়ী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
  • / ১৭৪ বার পড়া হয়েছে

পূর্বাশা পরিবহনে বেড়েছে অজ্ঞান পার্টি সদস্যদের দৌরাত্ম্য
নিজস্ব প্রতিবেদক:
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬০ হাজার টাকা, মোবাইলফোন, ব্যাগসহ সর্বস্ব খুইয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাজশাহীর নওগা জেলার ব্যবসায়ী জামাল উদ্দীন (৩৫)। গতকাল সোমবার রাত সাড়ে ৮ টার দিকে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে ভর্তি করেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ ব্যক্তি নওগা জেলার পৌর এলাকার জামির আলীর ছেলে। মাঝেমধ্যেই পূর্বাশা পরিবহনের যাত্রীরা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বলে জানা গেছে।
জানা যায়, পূর্বাশা পরিবহনযোগে গতকাল সকালে নওগা থেকে ব্যবসার কাজে চুয়াডাঙ্গা আসছিলেন জামাল উদ্দীন। পথের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। খোয়া যায় সঙ্গে থাকা ৬০ হাজার টাকা, মোবাইল ফোনসহ ব্যাগপত্র। গতকাল রাত ৮ টার দিকে পূর্বাশা পবিহনের বাসটি চুয়াডাঙ্গা পূর্বাশা কাউন্টারে পৌছালে আংশিক অচেতন অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন।
এ বিষয়ে জানতে চাইলে আংশিক অচেতন অবস্থায় জামাল উদ্দীন জানান, নওগা থেকে চুয়াডাঙ্গা আসার পথে কেউ তাঁকে পেয়োরা খেতে দেন। তার পরে আর কিছু বলতে পারেননি তিনি। ব্যবসার কাজের জন্য চুয়াডাঙ্গাতে আসছিলেন। তবে কি ব্যবসা করেন সে বিষয়ে জিজ্ঞাসা করলে, উত্তর দেওয়ার আগেই আবার ঘুমিয়ে পড়েন।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া জামাল উদ্দীনের বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, রাত সাড়ে ৮ টার দিকে কয়েকজন ব্যক্তি আংশিক অচেতন এক ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। তাঁকে তাৎক্ষনিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। তিনি অল্প অল্প কথা বলতে পারলেও তাঁর চেতনা পুরোপুরি ফেরেনি। তাঁর পুরোপুরি চেতনা ফিরতে আরও কিছু সময় লাগতে পারে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

এবার সর্বস্ব খোয়ালেন নওগার ব্যবসায়ী

আপলোড টাইম : ০৯:৪৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০

পূর্বাশা পরিবহনে বেড়েছে অজ্ঞান পার্টি সদস্যদের দৌরাত্ম্য
নিজস্ব প্রতিবেদক:
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬০ হাজার টাকা, মোবাইলফোন, ব্যাগসহ সর্বস্ব খুইয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাজশাহীর নওগা জেলার ব্যবসায়ী জামাল উদ্দীন (৩৫)। গতকাল সোমবার রাত সাড়ে ৮ টার দিকে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে ভর্তি করেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ ব্যক্তি নওগা জেলার পৌর এলাকার জামির আলীর ছেলে। মাঝেমধ্যেই পূর্বাশা পরিবহনের যাত্রীরা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বলে জানা গেছে।
জানা যায়, পূর্বাশা পরিবহনযোগে গতকাল সকালে নওগা থেকে ব্যবসার কাজে চুয়াডাঙ্গা আসছিলেন জামাল উদ্দীন। পথের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। খোয়া যায় সঙ্গে থাকা ৬০ হাজার টাকা, মোবাইল ফোনসহ ব্যাগপত্র। গতকাল রাত ৮ টার দিকে পূর্বাশা পবিহনের বাসটি চুয়াডাঙ্গা পূর্বাশা কাউন্টারে পৌছালে আংশিক অচেতন অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন।
এ বিষয়ে জানতে চাইলে আংশিক অচেতন অবস্থায় জামাল উদ্দীন জানান, নওগা থেকে চুয়াডাঙ্গা আসার পথে কেউ তাঁকে পেয়োরা খেতে দেন। তার পরে আর কিছু বলতে পারেননি তিনি। ব্যবসার কাজের জন্য চুয়াডাঙ্গাতে আসছিলেন। তবে কি ব্যবসা করেন সে বিষয়ে জিজ্ঞাসা করলে, উত্তর দেওয়ার আগেই আবার ঘুমিয়ে পড়েন।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া জামাল উদ্দীনের বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, রাত সাড়ে ৮ টার দিকে কয়েকজন ব্যক্তি আংশিক অচেতন এক ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। তাঁকে তাৎক্ষনিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। তিনি অল্প অল্প কথা বলতে পারলেও তাঁর চেতনা পুরোপুরি ফেরেনি। তাঁর পুরোপুরি চেতনা ফিরতে আরও কিছু সময় লাগতে পারে।