ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

এবার আমার জেতার পালা: মিথিলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
  • / ১৯৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:
সব সয়ময় সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বৃহস্পতিবার (৪ জুন) রাতে হলুদ শাড়ি পড়া একটি ছবি ফেসবুকে পোস্ট ক্যাপশন হিসেবে লিখেছেন একটি কবিতা। নিজের মনের কথাগুলো তুলে ধরেছেন কবিতায়। কবিতার লাইনগুলোতে খুঁজে পাওয়া যায় অন্যরকম এক মনস্তত্ব। সব বাঁধা মাড়িয়ে কীভাবে জিততে হয় কবিতায় সেই স্বপ্নই বুনেছেন মিথিলা। মিথিলা লিখেছেন, ‘হলুদ শাড়ি সবুজ বনে, হাঁটছি কেবল উদাস মনে, রাক্ষুসে চোখ গিলছে জানি, রাখবে আমায় নিয়ন্ত্রণে। ভাবছে আমি ত্রস্ত পায়ে, পালিয়ে যাবো শংকা মেনে, অট্টহাসি করবে তাড়া, ধরবে এবার আঁচল টেনে।, কিন্তু এবার করবো হনন, রুখবো তোদের ইতর খেলা, আঁচল ছেড়ে চুল এলিয়ে, এবার আমার জেতার পালা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

এবার আমার জেতার পালা: মিথিলা

আপলোড টাইম : ০৮:৫৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০

বিনোদন ডেস্ক:
সব সয়ময় সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বৃহস্পতিবার (৪ জুন) রাতে হলুদ শাড়ি পড়া একটি ছবি ফেসবুকে পোস্ট ক্যাপশন হিসেবে লিখেছেন একটি কবিতা। নিজের মনের কথাগুলো তুলে ধরেছেন কবিতায়। কবিতার লাইনগুলোতে খুঁজে পাওয়া যায় অন্যরকম এক মনস্তত্ব। সব বাঁধা মাড়িয়ে কীভাবে জিততে হয় কবিতায় সেই স্বপ্নই বুনেছেন মিথিলা। মিথিলা লিখেছেন, ‘হলুদ শাড়ি সবুজ বনে, হাঁটছি কেবল উদাস মনে, রাক্ষুসে চোখ গিলছে জানি, রাখবে আমায় নিয়ন্ত্রণে। ভাবছে আমি ত্রস্ত পায়ে, পালিয়ে যাবো শংকা মেনে, অট্টহাসি করবে তাড়া, ধরবে এবার আঁচল টেনে।, কিন্তু এবার করবো হনন, রুখবো তোদের ইতর খেলা, আঁচল ছেড়ে চুল এলিয়ে, এবার আমার জেতার পালা।