ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

এক দশক পর সিনেমায় ফিরছেন মল্লিকা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
  • / ২১৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদন
সিনেমায় ফিরছেন মল্লিকা শেরওয়াত। প্রায় এক দশক পরে তার প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে। তবে হিন্দি নয়, তা ঘটবে ভাদিভুদাইয়ান পরিচালিত তামিল ছবি ‘পামবাত্তাম’ এর মধ্য দিয়ে। দক্ষিণী ছবিতে মল্লিকার ভক্তের সংখ্যা খুব একটা কম নয়। কমল হাসানের ‘দশবাতরম’ ছবিতে ছোট এক চরিত্রে অভিনয় করলেও, তা দর্শকদের বেশ মনে ধরেছিল। পরে সিম্বুর সঙ্গে তার মডেল হওয়া ‘কালাসালা’ শীর্ষক লোকগীতির একটি মিউজিক ভিডিও বেশ সুপারহিট হয়। কোনো সন্দেহ নেই, দক্ষিণের সংগীতপ্রেমীদের কাছে আজও বড় ভালো লাগার গান এটি। পরিচালক ভাদিভুয়াইয়ানের হরর-কমেডি ছবি ‘পামবাত্তাম’-এ একজন রানির চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মল্লিকা। জানা গেছে, এই ছবিতে সুর দিচ্ছেন দক্ষিণের আর এক জনপ্রিয় সুরকার অমরীশ, কোরিওগ্রাফি করছেন সুরেশ আর সম্পাদনায় থাকছেন হরিশ। ইউনিট সূত্রে খবর, ছবিটি হতে যাচ্ছে ব্যয়বহুল। শুধু তাই নয়, আকাশছোঁয়া সম্মানিও তিনি পাচ্ছেন। ছবিটি হবে তামিল, তেলুগু, হিন্দি, মালায়লাম, কন্নড়সহ নানা ভাষায়। তবে ছবি তৈরির আগেই একে ঘিরে এত খবর জানা গেলেও, এখনো জানা যায়নি ছবির নায়কের নাম। ইউনিট সূত্রই জানাচ্ছে, এই মুহূর্তে খোঁজ চলছে উপযুক্ত কোনো নতুন নায়কের। মল্লিকা বলেন, খুব সুন্দর একটি ছবির মাধ্যমে সিনেমায় ফিরছি। এটা ভালোলাগার একটি ব্যাপার। পরবর্তীতে ভালো প্রস্তাব পেলে বলিউডে কাজ করার বিষয়টিও ভেবে দেখবো।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

এক দশক পর সিনেমায় ফিরছেন মল্লিকা

আপলোড টাইম : ১০:১৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০

বিনোদন প্রতিবেদন
সিনেমায় ফিরছেন মল্লিকা শেরওয়াত। প্রায় এক দশক পরে তার প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে। তবে হিন্দি নয়, তা ঘটবে ভাদিভুদাইয়ান পরিচালিত তামিল ছবি ‘পামবাত্তাম’ এর মধ্য দিয়ে। দক্ষিণী ছবিতে মল্লিকার ভক্তের সংখ্যা খুব একটা কম নয়। কমল হাসানের ‘দশবাতরম’ ছবিতে ছোট এক চরিত্রে অভিনয় করলেও, তা দর্শকদের বেশ মনে ধরেছিল। পরে সিম্বুর সঙ্গে তার মডেল হওয়া ‘কালাসালা’ শীর্ষক লোকগীতির একটি মিউজিক ভিডিও বেশ সুপারহিট হয়। কোনো সন্দেহ নেই, দক্ষিণের সংগীতপ্রেমীদের কাছে আজও বড় ভালো লাগার গান এটি। পরিচালক ভাদিভুয়াইয়ানের হরর-কমেডি ছবি ‘পামবাত্তাম’-এ একজন রানির চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মল্লিকা। জানা গেছে, এই ছবিতে সুর দিচ্ছেন দক্ষিণের আর এক জনপ্রিয় সুরকার অমরীশ, কোরিওগ্রাফি করছেন সুরেশ আর সম্পাদনায় থাকছেন হরিশ। ইউনিট সূত্রে খবর, ছবিটি হতে যাচ্ছে ব্যয়বহুল। শুধু তাই নয়, আকাশছোঁয়া সম্মানিও তিনি পাচ্ছেন। ছবিটি হবে তামিল, তেলুগু, হিন্দি, মালায়লাম, কন্নড়সহ নানা ভাষায়। তবে ছবি তৈরির আগেই একে ঘিরে এত খবর জানা গেলেও, এখনো জানা যায়নি ছবির নায়কের নাম। ইউনিট সূত্রই জানাচ্ছে, এই মুহূর্তে খোঁজ চলছে উপযুক্ত কোনো নতুন নায়কের। মল্লিকা বলেন, খুব সুন্দর একটি ছবির মাধ্যমে সিনেমায় ফিরছি। এটা ভালোলাগার একটি ব্যাপার। পরবর্তীতে ভালো প্রস্তাব পেলে বলিউডে কাজ করার বিষয়টিও ভেবে দেখবো।