ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন মা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯
  • / ২৬৬ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক:
চিকিৎসা বিজ্ঞানের সকল অনুমান পাল্টে দিয়ে একে একে ছয় নবজাতকের জন্ম দিলেন এক মা। চিকিৎসকদের পূর্ব তথ্য মতে, জন্মানোর কথা ছিল পাঁচ সন্তানের। তাহলেই আধুনিক পঞ্চপা-বের মা হতেন তিনি। কিন্তু ভাগ্যক্রমে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন পোল্যান্ডের এক মা; যাদের মধ্যে দুটি পুত্র এবং চারটি কন্যা সন্তান। এই ঘটনা দেখে হতবাক ছয় নবজাতকের বাবা-মা এবং চিকিৎসকরাও। উল্লেখ্য, পোলান্ডের ইতিহাসে এই প্রথম কোনো মা একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন। স্থানীয় শহর ক্রাকোবের ইউনিভার্সিটি হাসপাতালে সিজার করে জন্ম হয়েছে এই ছয় নবজাতকের, খবর রয়টার্স। হাসপাতাল সূত্রে জানা যায়, আপাতত ছয় বাচ্চা এবং মা সবাই সুস্থ আছেন। হাসপাতালের ক্লিনিক্যাল নিওনেটোলজি বিভাগের প্রধান রাইসজার্ড লটারবাচ এই সিজার অপারেশনটি পরিচালনা করেন। এমন সাড়া জাগানো ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালজুড়ে। কীভাবে এই অসম্ভভ সম্ভব হলো এক্ষুণি তা জানা না গেলেও হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, ছয় সন্তানের মধ্যে চারজন মেয়ে ও দুজন ছেলে। প্রত্যেক বাচ্চার ওজন ৮৯০ গ্রাম থেকে ১.৩ কিলোগ্রাম। গর্ভধারণের ২৯ সপ্তাহ পর সন্তানদের পৃথিবীর আলো দেখিয়েছেন মা। তবে একসঙ্গে সবাই জন্মানোয় ভবিষ্যতে যাতে কোনো বাচ্চার বিকাশে কোনো ত্রুটি বা সমস্যা না তৈরি হয় তার জন্য এখন ছয় নবজাতককেই ইনকিউবেটরে রাখা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন মা!

আপলোড টাইম : ০৯:২৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯

বিশ্ব ডেস্ক:
চিকিৎসা বিজ্ঞানের সকল অনুমান পাল্টে দিয়ে একে একে ছয় নবজাতকের জন্ম দিলেন এক মা। চিকিৎসকদের পূর্ব তথ্য মতে, জন্মানোর কথা ছিল পাঁচ সন্তানের। তাহলেই আধুনিক পঞ্চপা-বের মা হতেন তিনি। কিন্তু ভাগ্যক্রমে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন পোল্যান্ডের এক মা; যাদের মধ্যে দুটি পুত্র এবং চারটি কন্যা সন্তান। এই ঘটনা দেখে হতবাক ছয় নবজাতকের বাবা-মা এবং চিকিৎসকরাও। উল্লেখ্য, পোলান্ডের ইতিহাসে এই প্রথম কোনো মা একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন। স্থানীয় শহর ক্রাকোবের ইউনিভার্সিটি হাসপাতালে সিজার করে জন্ম হয়েছে এই ছয় নবজাতকের, খবর রয়টার্স। হাসপাতাল সূত্রে জানা যায়, আপাতত ছয় বাচ্চা এবং মা সবাই সুস্থ আছেন। হাসপাতালের ক্লিনিক্যাল নিওনেটোলজি বিভাগের প্রধান রাইসজার্ড লটারবাচ এই সিজার অপারেশনটি পরিচালনা করেন। এমন সাড়া জাগানো ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালজুড়ে। কীভাবে এই অসম্ভভ সম্ভব হলো এক্ষুণি তা জানা না গেলেও হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, ছয় সন্তানের মধ্যে চারজন মেয়ে ও দুজন ছেলে। প্রত্যেক বাচ্চার ওজন ৮৯০ গ্রাম থেকে ১.৩ কিলোগ্রাম। গর্ভধারণের ২৯ সপ্তাহ পর সন্তানদের পৃথিবীর আলো দেখিয়েছেন মা। তবে একসঙ্গে সবাই জন্মানোয় ভবিষ্যতে যাতে কোনো বাচ্চার বিকাশে কোনো ত্রুটি বা সমস্যা না তৈরি হয় তার জন্য এখন ছয় নবজাতককেই ইনকিউবেটরে রাখা হয়েছে।