ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

উ. কোরিয়ার সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
  • / ৩৯৯ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, তার দেশ উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনা শুরু করতে প্রস্তুত। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন কর্তৃক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়-ইনকে দেয়া প্রতিশ্রুতির ভিত্তিতে যুক্তরাষ্ট্র এ আলোচনা পুনরায় শুরু করতে চায়। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। খবরে বলা হয়েছে, কিম জং-উনের সঙ্গে আলোচনা করতে মঙ্গলবার সকাল ১০টার সময় উত্তর কোরিয়ার পিয়ং ইয়ং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মুন জায়ে-ইন ও তার স্ত্রী। এ সময় কিম জং-উন ও তার স্ত্রী তাদেরকে স্বাগত জানান। বৈঠকে কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। কিম জং-উনও এ বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। পম্পেও এ বৈঠকে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছেন। তিনি একে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই আলোচনা কোরীয় উপদ্বীপ পরমাণু নিরস্ত্রীকরণের পথে একটি মাইলফলক। ২০২১ সালের মধ্যেই আমরা এ ক্ষেত্রে পুরোপুরি সফল হয়ে উঠবো আশা করছি। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তিনি আগামী সপ্তাহে তার সঙ্গে বৈঠক করতে নিউ ইয়র্কে যাবেন। এ ছাড়া দেশ দুটির প্রতিনিধিরা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এ বিষয়ে আলোচনা করবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

উ. কোরিয়ার সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র

আপলোড টাইম : ১১:৪৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮

বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, তার দেশ উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনা শুরু করতে প্রস্তুত। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন কর্তৃক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়-ইনকে দেয়া প্রতিশ্রুতির ভিত্তিতে যুক্তরাষ্ট্র এ আলোচনা পুনরায় শুরু করতে চায়। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। খবরে বলা হয়েছে, কিম জং-উনের সঙ্গে আলোচনা করতে মঙ্গলবার সকাল ১০টার সময় উত্তর কোরিয়ার পিয়ং ইয়ং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মুন জায়ে-ইন ও তার স্ত্রী। এ সময় কিম জং-উন ও তার স্ত্রী তাদেরকে স্বাগত জানান। বৈঠকে কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। কিম জং-উনও এ বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। পম্পেও এ বৈঠকে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছেন। তিনি একে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই আলোচনা কোরীয় উপদ্বীপ পরমাণু নিরস্ত্রীকরণের পথে একটি মাইলফলক। ২০২১ সালের মধ্যেই আমরা এ ক্ষেত্রে পুরোপুরি সফল হয়ে উঠবো আশা করছি। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তিনি আগামী সপ্তাহে তার সঙ্গে বৈঠক করতে নিউ ইয়র্কে যাবেন। এ ছাড়া দেশ দুটির প্রতিনিধিরা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এ বিষয়ে আলোচনা করবেন।