ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

উভয় পক্ষে আহত ৮, পুলিশের লাঠিচার্জ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
  • / ২৫৬ বার পড়া হয়েছে

হরিণাকু-ুতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার শাখারীদহ বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সদ্য সমাপ্ত কাপাশহাটীয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচন নিয়ে সরকারি দল আওয়ামী লীগের ভিপি আলম ও ঝন্টু গ্রুপের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় ইটপাটকেল ও লাঠির আঘাতে উভয় পক্ষের আটজন আহত হন। পুলিশ সংঘর্ষ থামাতে লাঠিচার্জ করে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাপাশহাটীয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে গত বৃহস্পতিবার নৌকা প্রতীকের প্রার্থী শরাফত দৌলা ঝন্টু জয়লাভ করেন। এ নির্বাচনে ঝন্টুর পক্ষে কাজ করেন শাখারীদহ বাজারের আনোয়ার সরদার। এ নিয়ে গতকাল শুক্রবার শাখারীদহ বাজারে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাঁকে মারধর করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ভিপি আলমের সমর্থকেরা। এ খবর ছড়িয়ে পড়লে ঝন্টুর সমর্থকেরা জোটবদ্ধ হয়ে ভিপি আলমের সমর্থকদের ওপর হামলা চালান। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে পিন্টু মাতুব্বর, কুটি ম-ল, ইনজালসহ সাত-আটজন আহত হন। তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হরিণাকু-ু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান খবরের সত্যতা স্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদের উপনির্বাচন নিয়ে আওয়ামী লীগের ঝন্টু ও ভিপি আলম গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই-একজন আহত হতে পারেন। তিনি আরও বলেন, দ্রুত পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

উভয় পক্ষে আহত ৮, পুলিশের লাঠিচার্জ

আপলোড টাইম : ১০:৫২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯

হরিণাকু-ুতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার শাখারীদহ বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সদ্য সমাপ্ত কাপাশহাটীয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচন নিয়ে সরকারি দল আওয়ামী লীগের ভিপি আলম ও ঝন্টু গ্রুপের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় ইটপাটকেল ও লাঠির আঘাতে উভয় পক্ষের আটজন আহত হন। পুলিশ সংঘর্ষ থামাতে লাঠিচার্জ করে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাপাশহাটীয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে গত বৃহস্পতিবার নৌকা প্রতীকের প্রার্থী শরাফত দৌলা ঝন্টু জয়লাভ করেন। এ নির্বাচনে ঝন্টুর পক্ষে কাজ করেন শাখারীদহ বাজারের আনোয়ার সরদার। এ নিয়ে গতকাল শুক্রবার শাখারীদহ বাজারে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাঁকে মারধর করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ভিপি আলমের সমর্থকেরা। এ খবর ছড়িয়ে পড়লে ঝন্টুর সমর্থকেরা জোটবদ্ধ হয়ে ভিপি আলমের সমর্থকদের ওপর হামলা চালান। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে পিন্টু মাতুব্বর, কুটি ম-ল, ইনজালসহ সাত-আটজন আহত হন। তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হরিণাকু-ু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান খবরের সত্যতা স্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদের উপনির্বাচন নিয়ে আওয়ামী লীগের ঝন্টু ও ভিপি আলম গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই-একজন আহত হতে পারেন। তিনি আরও বলেন, দ্রুত পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেছে।