ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

উন্নয়ন-অগ্রগতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ : রাষ্ট্রপতি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩৫৬ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: বিশ্বে উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, দীর্ঘমেয়াদী উন্নয়ন যুদ্ধে জয়লাভ করতে কৃষি ও কৃষকের উন্নয়ন অপরিহার্য। সরকারের নিরলস প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তনজনিত বৈরিতা মোকাবিলা করে খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ বিরল দৃষ্টান্ত। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির উজ্জ্বল দৃষ্টান্ত। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখে সরকার দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ অনুসরণ করে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে।
নবীন কৃষি গ্র্যাজুয়েটদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ ও কঠোর সাধনার মাধ্যমে তোমরা স্বপ্নের গন্তব্যে আজ উপনীত। কৃতিত্ব ও সাফল্য দীপ্ত তোমাদের জীবনের এই অধ্যায়। তাই আজ শুধু স্বজন পরিজন নয়, বরাং সমগ্র জাতি তোমাদের নিয়ে গর্ব করে। এতোদিন তারা তোমাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, তোমরা দু’হাত ভরে নিয়েছে। এ সবই সম্ভবপর হয়েছে জনগণের ট্যাক্সের টাকায়। এখন থেকে তোমাদের কাঁধে পড়বে লাঙল-জোয়াল। দায়িত্ব নিতে হবে, জাতির অনেক ঋণ তোমাদের কাছে। এবার ঋণ পরিশোধের পালা, গোটা দেশ আজ তোমাদের দিকে তাকিয়ে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

উন্নয়ন-অগ্রগতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ : রাষ্ট্রপতি

আপলোড টাইম : ০৯:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮

সমীকরণ ডেস্ক: বিশ্বে উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, দীর্ঘমেয়াদী উন্নয়ন যুদ্ধে জয়লাভ করতে কৃষি ও কৃষকের উন্নয়ন অপরিহার্য। সরকারের নিরলস প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তনজনিত বৈরিতা মোকাবিলা করে খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ বিরল দৃষ্টান্ত। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির উজ্জ্বল দৃষ্টান্ত। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখে সরকার দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ অনুসরণ করে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে।
নবীন কৃষি গ্র্যাজুয়েটদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ ও কঠোর সাধনার মাধ্যমে তোমরা স্বপ্নের গন্তব্যে আজ উপনীত। কৃতিত্ব ও সাফল্য দীপ্ত তোমাদের জীবনের এই অধ্যায়। তাই আজ শুধু স্বজন পরিজন নয়, বরাং সমগ্র জাতি তোমাদের নিয়ে গর্ব করে। এতোদিন তারা তোমাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, তোমরা দু’হাত ভরে নিয়েছে। এ সবই সম্ভবপর হয়েছে জনগণের ট্যাক্সের টাকায়। এখন থেকে তোমাদের কাঁধে পড়বে লাঙল-জোয়াল। দায়িত্ব নিতে হবে, জাতির অনেক ঋণ তোমাদের কাছে। এবার ঋণ পরিশোধের পালা, গোটা দেশ আজ তোমাদের দিকে তাকিয়ে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।