ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

উন্নয়ন অব্যাহত রাখতে জামায়াত-শিবিরকে প্রত্যাখান করতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯
  • / ২৮৩ বার পড়া হয়েছে

মেহেরপুরে ওয়াকওয়ে সড়ক নির্মাণ উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
মেহেরপুর অফিস:
জাতীয় নির্বাচন সকল দলের অংশগ্রহনে সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তেমনি উপজেলা নির্বাচনে সকল দল অংশগ্রহন করবে। সেক্ষেত্রে কোন দল অংশগ্রহন না করলে সেই দলের দলীয় সিদ্ধান্ত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় পাঁচ বছর পর যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে সরকারের করার কিছু নেই।
গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর থেকে সদর থানাঘাট পর্যন্ত ওয়াকওয়ে সড়ক নির্মাণ কজের নামফলক উদ্বোধন করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
এ সময় তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে জামায়াত-শিবিরকে প্রত্যাখান করতে হবে। লালন করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ। শক্তিশালী করতে হবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত। জঙ্গীবাদকে যারা আশ্রয়-প্রশ্রয় দেয় তারা দেশে থাকলে উন্নয়ন বাধাগ্রস্থ হবে। দেশের মানুষ জঙ্গীবাদ চায়না, শান্তি চায়। প্রতিমন্ত্রী বলেন, মেহেরপুর হলো বাংলাদেশের প্রথম রাজধানী। সেই মর্যাদায় গড়ে উঠবে মেহেরপুরের উন্নয়ন। স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগরে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স হবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র। তার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৫শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। যোগাযোগের জন্য রেললাইন হবে। এলাকার মৃতপ্রায় নদীগুলো পূর্নখননের জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। এছাড়াও পরিকল্পনা আছে শিক্ষার জন্য কৃষি বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যের জন্য মেডিকেল কলেজ, নার্সিং ইন্সটিটিউট।
মেহেরপুর জেলা প্রশাসশক আতাউল গনির সভাপতিত্বে ওয়াকওয়ে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবুল বিশ্বাস, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে প্রতিমন্ত্রী সদর উপজেলার চকশ্যামনগর থেকে সদর থানা ঘাট পর্যন্ত ভৈরব নদের পূর্ব পাড় দিয়ে প্রায় তিন কিলোমিটার ওয়াকওয়ে সড়ক নির্মাণ কাজের নামফলক উদ্বোধন করেন এবং মোনাজাত করেন। এই সড়কটি নির্মাণ হলে ভৈরব নদের পাড় যেমন সংরক্ষণ হবে পাশাপাশি এলাকার মানুষ সুস্থ পরিবেশে হাটতে পারবে এবং বিনোদনের একটি মাধ্যম তৈরি হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

উন্নয়ন অব্যাহত রাখতে জামায়াত-শিবিরকে প্রত্যাখান করতে হবে

আপলোড টাইম : ১১:১৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯

মেহেরপুরে ওয়াকওয়ে সড়ক নির্মাণ উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
মেহেরপুর অফিস:
জাতীয় নির্বাচন সকল দলের অংশগ্রহনে সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তেমনি উপজেলা নির্বাচনে সকল দল অংশগ্রহন করবে। সেক্ষেত্রে কোন দল অংশগ্রহন না করলে সেই দলের দলীয় সিদ্ধান্ত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় পাঁচ বছর পর যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে সরকারের করার কিছু নেই।
গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর থেকে সদর থানাঘাট পর্যন্ত ওয়াকওয়ে সড়ক নির্মাণ কজের নামফলক উদ্বোধন করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
এ সময় তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে জামায়াত-শিবিরকে প্রত্যাখান করতে হবে। লালন করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ। শক্তিশালী করতে হবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত। জঙ্গীবাদকে যারা আশ্রয়-প্রশ্রয় দেয় তারা দেশে থাকলে উন্নয়ন বাধাগ্রস্থ হবে। দেশের মানুষ জঙ্গীবাদ চায়না, শান্তি চায়। প্রতিমন্ত্রী বলেন, মেহেরপুর হলো বাংলাদেশের প্রথম রাজধানী। সেই মর্যাদায় গড়ে উঠবে মেহেরপুরের উন্নয়ন। স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগরে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স হবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র। তার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৫শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। যোগাযোগের জন্য রেললাইন হবে। এলাকার মৃতপ্রায় নদীগুলো পূর্নখননের জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। এছাড়াও পরিকল্পনা আছে শিক্ষার জন্য কৃষি বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যের জন্য মেডিকেল কলেজ, নার্সিং ইন্সটিটিউট।
মেহেরপুর জেলা প্রশাসশক আতাউল গনির সভাপতিত্বে ওয়াকওয়ে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবুল বিশ্বাস, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে প্রতিমন্ত্রী সদর উপজেলার চকশ্যামনগর থেকে সদর থানা ঘাট পর্যন্ত ভৈরব নদের পূর্ব পাড় দিয়ে প্রায় তিন কিলোমিটার ওয়াকওয়ে সড়ক নির্মাণ কাজের নামফলক উদ্বোধন করেন এবং মোনাজাত করেন। এই সড়কটি নির্মাণ হলে ভৈরব নদের পাড় যেমন সংরক্ষণ হবে পাশাপাশি এলাকার মানুষ সুস্থ পরিবেশে হাটতে পারবে এবং বিনোদনের একটি মাধ্যম তৈরি হবে।