ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঈদকে সামনে রেখে গাংনীর মাইলমারীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান : অস্ত্র ও গুলিসহ তালিকাভুক্ত ডাকাত শফি উদ্দীন আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭
  • / ৩৬৪ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি: ঈদকে সামনে রেখে ডাকাতির প্রস্তুতিকালে গাংনী এলাকার চিহ্নিত ডাকাত ও পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী শফি উদ্দীনকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছে থেকে একটি সার্টারগান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। গত শুক্রবার দিনগত মধ্যরাতে গাংনী উপজেলার মাইলমারী প্রাথমিক বিদ্যালয় মোড় থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত শফি উদ্দীন (৩৬) হিন্দা গ্রামের মৃত নুর বক্সের ছেলে। সে এলাকায় ডাকাত হিসেবে চিহ্নিত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে একদল ডাকাত মাইলমারী এলাকায় ডাকাতির চেষ্টা করছে মর্মে গোপন সংবাদ পাই। সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহতাব উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে মাইলমারী প্রাথমিক বিদ্যালয় মোড়ে অবস্থান নেন। একপর্যায়ে সেখান দিয়ে গন্তব্যে যাওয়ার সময় ডাকাতদলের ধাওয়া করলে পুলিশের হাতে আটক হয় শফি। তার কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি একটি সার্টারগান ও দুইটি কার্তুজ। তবে, শফির সাথে কয়েকজন পালিয়ে যায়। তাদেরকে চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে  বলেও জানিয়েছে পুলিশ।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, আটককৃত শফি উদ্দীনের বিরুদ্ধে গাংনী থানায় ডাকাতি, বোমা বিষ্ফোরণ ও চুরির মামলা রয়েছে। অস্ত্রসহ আটকের ঘটনায় গাংনী থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করেছে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ঈদকে সামনে রেখে গাংনীর মাইলমারীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান : অস্ত্র ও গুলিসহ তালিকাভুক্ত ডাকাত শফি উদ্দীন আটক

আপলোড টাইম : ০৬:১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭

মেহেরপুর প্রতিনিধি: ঈদকে সামনে রেখে ডাকাতির প্রস্তুতিকালে গাংনী এলাকার চিহ্নিত ডাকাত ও পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী শফি উদ্দীনকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছে থেকে একটি সার্টারগান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। গত শুক্রবার দিনগত মধ্যরাতে গাংনী উপজেলার মাইলমারী প্রাথমিক বিদ্যালয় মোড় থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত শফি উদ্দীন (৩৬) হিন্দা গ্রামের মৃত নুর বক্সের ছেলে। সে এলাকায় ডাকাত হিসেবে চিহ্নিত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে একদল ডাকাত মাইলমারী এলাকায় ডাকাতির চেষ্টা করছে মর্মে গোপন সংবাদ পাই। সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহতাব উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে মাইলমারী প্রাথমিক বিদ্যালয় মোড়ে অবস্থান নেন। একপর্যায়ে সেখান দিয়ে গন্তব্যে যাওয়ার সময় ডাকাতদলের ধাওয়া করলে পুলিশের হাতে আটক হয় শফি। তার কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি একটি সার্টারগান ও দুইটি কার্তুজ। তবে, শফির সাথে কয়েকজন পালিয়ে যায়। তাদেরকে চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে  বলেও জানিয়েছে পুলিশ।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, আটককৃত শফি উদ্দীনের বিরুদ্ধে গাংনী থানায় ডাকাতি, বোমা বিষ্ফোরণ ও চুরির মামলা রয়েছে। অস্ত্রসহ আটকের ঘটনায় গাংনী থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করেছে পুলিশ।