ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ইয়াবা-বাংলা মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
  • / ১৪৯ বার পড়া হয়েছে

দামুড়হুদা ও দর্শনার বিভিন্ন স্থানে র‌্যাবের পৃথক অভিযান
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবা, ৯০ লিটার বাংলা মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার ভিন্ন ভিন্ন সময়ে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন- দর্শনা ঠাকুরপুর গ্রামের মোসলেম মণ্ডলের ছেলে সোহাগ মণ্ডল (২২), দর্শনা থানাপাড়ার মৃত ইসলাম মীরের ছেলে ইউনুস মীর (৪২) ও কুন্দিপুরের মৃত আয়নালের ছেলে ইমরান (২২)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস অভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি শফিকুর রহমানের নের্তৃত্বে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দামুড়হুদা থানাধীন দুর্গাপুর মোড় পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে সোহাগ মণ্ডল নামের একজনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ও ২টি সিম কার্ড উদ্ধার করা হয়।
অপর দিকে, একই দিন রাত সাড়ে ৮টার দিকে দর্শনা রেলবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইউনুছ মীর ও ইমরান নামের দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দখল হতে ৯০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ইয়াবা-বাংলা মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আপলোড টাইম : ০৮:৫৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০

দামুড়হুদা ও দর্শনার বিভিন্ন স্থানে র‌্যাবের পৃথক অভিযান
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবা, ৯০ লিটার বাংলা মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার ভিন্ন ভিন্ন সময়ে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন- দর্শনা ঠাকুরপুর গ্রামের মোসলেম মণ্ডলের ছেলে সোহাগ মণ্ডল (২২), দর্শনা থানাপাড়ার মৃত ইসলাম মীরের ছেলে ইউনুস মীর (৪২) ও কুন্দিপুরের মৃত আয়নালের ছেলে ইমরান (২২)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস অভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি শফিকুর রহমানের নের্তৃত্বে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দামুড়হুদা থানাধীন দুর্গাপুর মোড় পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে সোহাগ মণ্ডল নামের একজনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ও ২টি সিম কার্ড উদ্ধার করা হয়।
অপর দিকে, একই দিন রাত সাড়ে ৮টার দিকে দর্শনা রেলবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইউনুছ মীর ও ইমরান নামের দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দখল হতে ৯০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।