ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ইসলামের দৃষ্টিতে কৃতজ্ঞতা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
  • / ৭৫৫ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: মানুষ মাত্রই ভুল করতে পারেন। কিন্তু আমাদের উচিত ভুল প্রকাশ পাওয়ামাত্র আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা চেয়ে দুঃখ প্রকাশ করা এবং এটা ইসলামের শিক্ষা। ভুল করার পর সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করা বুদ্ধিমানের কাজ, জ্ঞানীর স্বভাব। ঠিক তেমনি একটি উত্তম ও প্রশংসনীয় স্বভাব ও অভ্যাস হলো, কোনো উপকারীর প্রতি বিনম্রচিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করা। বলা হয়, যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। কৃতজ্ঞতা বিষয়ে অনেক সুন্দর শিক্ষা হাদিস শরীফে আছে। যেখাসে অত্যন্ত গুরুত্বের সঙ্গে রাসুলুল্লাহ (সা.) উম্মতকে এ বিষয়ে শিক্ষা দিয়েছেন। ইরশাদ হচ্ছে, উসামা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমার প্রতি যদি কেউ কৃতজ্ঞতার আচরণ করে তখন যদি তুমি তাকে ‘জাযাকাল্লাহু খাইরান’ বলো, তাহলে তুমি তার যথাযোগ্য প্রশংসা করলে।’-তিরমিজি। অন্য আরেক হাদিসে আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কেউ যদি তোমাদের সঙ্গে কৃতজ্ঞতার আচরণ করে তাহলে তোমরাও তার সঙ্গে কৃতজ্ঞতার আচরণ কর (তাকে কিছু উপহার দাও), যদি কিছু দিতে না পার অন্তত তার জন্য দোয়া কর। যাতে সে বুঝতে পারে যে, তুমি তার প্রতি কৃতজ্ঞ।’-আবু দাউদ। হাদিসে বর্ণিত ‘জাযাকাল্লাহু খায়রান’ শব্দের অর্থ হলো, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। এই শব্দের কাছাকাছি আরেকটি শব্দ হলো-শুকরান। এর অর্থ-আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ বাংলা শব্দ। এটা প্রশংসাবাদ, সাধুবাদ বা কৃতজ্ঞতাজ্ঞাপক উক্তি। আর থ্যাংক ইউ ইংরেজি শব্দ। এর অর্থ আপনাকে ধন্যবাদ, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উল্লেখিত শব্দগুলোর মাঝে কোনটা আরবি, বাংলা বা ইংরেজি-সেদিকে না তাকিয়ে শুধু এ শব্দগুলোর অর্থের দিকে লক্ষ্য করলে দেখা যায়, ‘জাযাকাল্লাহু খায়রান’ বাক্যটি সবচেয়ে সারগর্ভ। কারণ এতে শুধু কৃতজ্ঞতা প্রকাশ নয়, উপকারীর জন্য কল্যাণের প্রার্থনাও আছে। আর যদি বলা হয়, জাযাকাল্লাহু খায়রান ফিদ্দারাইন (আল্লাহ দুনিয়া ও আখেরাতে আপনাকে উত্তম বিনিময় দান করুন) তাহলে তো সোনায় সোহাগা। কেউ জাযাকাল্লাহু বললে উত্তরে ওয়া ইয়্যাকা বা ওয়া ইয়্যাকুম বলা যায় অর্থাৎ আল্লাহ আপনাকেও দান করুন। ঘটনাচক্রে কখনো এমন হতে পারে যে-যাকে জাযাকাল্লাহ বলা হলো, তিনি তা বুঝলেন না। সে ক্ষেত্রে আমরা জাযাকাল্লাহুর সঙ্গে ধন্যবাদও বলতে পারি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ইসলামের দৃষ্টিতে কৃতজ্ঞতা

আপলোড টাইম : ১০:৩০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮

ধর্ম ডেস্ক: মানুষ মাত্রই ভুল করতে পারেন। কিন্তু আমাদের উচিত ভুল প্রকাশ পাওয়ামাত্র আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা চেয়ে দুঃখ প্রকাশ করা এবং এটা ইসলামের শিক্ষা। ভুল করার পর সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করা বুদ্ধিমানের কাজ, জ্ঞানীর স্বভাব। ঠিক তেমনি একটি উত্তম ও প্রশংসনীয় স্বভাব ও অভ্যাস হলো, কোনো উপকারীর প্রতি বিনম্রচিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করা। বলা হয়, যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। কৃতজ্ঞতা বিষয়ে অনেক সুন্দর শিক্ষা হাদিস শরীফে আছে। যেখাসে অত্যন্ত গুরুত্বের সঙ্গে রাসুলুল্লাহ (সা.) উম্মতকে এ বিষয়ে শিক্ষা দিয়েছেন। ইরশাদ হচ্ছে, উসামা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমার প্রতি যদি কেউ কৃতজ্ঞতার আচরণ করে তখন যদি তুমি তাকে ‘জাযাকাল্লাহু খাইরান’ বলো, তাহলে তুমি তার যথাযোগ্য প্রশংসা করলে।’-তিরমিজি। অন্য আরেক হাদিসে আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কেউ যদি তোমাদের সঙ্গে কৃতজ্ঞতার আচরণ করে তাহলে তোমরাও তার সঙ্গে কৃতজ্ঞতার আচরণ কর (তাকে কিছু উপহার দাও), যদি কিছু দিতে না পার অন্তত তার জন্য দোয়া কর। যাতে সে বুঝতে পারে যে, তুমি তার প্রতি কৃতজ্ঞ।’-আবু দাউদ। হাদিসে বর্ণিত ‘জাযাকাল্লাহু খায়রান’ শব্দের অর্থ হলো, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। এই শব্দের কাছাকাছি আরেকটি শব্দ হলো-শুকরান। এর অর্থ-আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ বাংলা শব্দ। এটা প্রশংসাবাদ, সাধুবাদ বা কৃতজ্ঞতাজ্ঞাপক উক্তি। আর থ্যাংক ইউ ইংরেজি শব্দ। এর অর্থ আপনাকে ধন্যবাদ, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উল্লেখিত শব্দগুলোর মাঝে কোনটা আরবি, বাংলা বা ইংরেজি-সেদিকে না তাকিয়ে শুধু এ শব্দগুলোর অর্থের দিকে লক্ষ্য করলে দেখা যায়, ‘জাযাকাল্লাহু খায়রান’ বাক্যটি সবচেয়ে সারগর্ভ। কারণ এতে শুধু কৃতজ্ঞতা প্রকাশ নয়, উপকারীর জন্য কল্যাণের প্রার্থনাও আছে। আর যদি বলা হয়, জাযাকাল্লাহু খায়রান ফিদ্দারাইন (আল্লাহ দুনিয়া ও আখেরাতে আপনাকে উত্তম বিনিময় দান করুন) তাহলে তো সোনায় সোহাগা। কেউ জাযাকাল্লাহু বললে উত্তরে ওয়া ইয়্যাকা বা ওয়া ইয়্যাকুম বলা যায় অর্থাৎ আল্লাহ আপনাকেও দান করুন। ঘটনাচক্রে কখনো এমন হতে পারে যে-যাকে জাযাকাল্লাহ বলা হলো, তিনি তা বুঝলেন না। সে ক্ষেত্রে আমরা জাযাকাল্লাহুর সঙ্গে ধন্যবাদও বলতে পারি।