ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ইমামদের আর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্ত হতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯
  • / ২১২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ইফা’র ইমাম সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান
বিশেষ প্রতিবেদক:
ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় এ উপলক্ষে ইফা’র জেলা কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, ‘মসজিদে ইমামগণ জুম্মার নামাজের খুতবার মাধ্যমে সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও মাদকের কুফল সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে পারেন। মসজিদ হলো সামাজিক উন্নয়নের মূলকেন্দ্রবিন্দু। কাজেই ইমামগণ তাদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে খুতবার মাধ্যমে জনসাধারণের মাঝে ছড়িয়ে দিলে বাংলাদেশ সামাজিক ও বৈশি^ক দিক দিয়ে অনেকদূর এগিয়ে যাবে। এ কাজে ইমামদের আর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্ত হতে হবে।’
ইফা’র চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.বি.এম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মীর জান্নাত আলী। আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুর কাদের এমপি’র রোগমুক্তি এবং সুস্থতা কামনা কওে বিশেষ দোয়া করা হয়। এ সম্মেলনে জেলার চার উপজেলা থেকে ৮০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম অংশগ্রহণ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ইমামদের আর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্ত হতে হবে

আপলোড টাইম : ১০:৫৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯

চুয়াডাঙ্গায় ইফা’র ইমাম সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান
বিশেষ প্রতিবেদক:
ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় এ উপলক্ষে ইফা’র জেলা কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, ‘মসজিদে ইমামগণ জুম্মার নামাজের খুতবার মাধ্যমে সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও মাদকের কুফল সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে পারেন। মসজিদ হলো সামাজিক উন্নয়নের মূলকেন্দ্রবিন্দু। কাজেই ইমামগণ তাদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে খুতবার মাধ্যমে জনসাধারণের মাঝে ছড়িয়ে দিলে বাংলাদেশ সামাজিক ও বৈশি^ক দিক দিয়ে অনেকদূর এগিয়ে যাবে। এ কাজে ইমামদের আর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্ত হতে হবে।’
ইফা’র চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.বি.এম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মীর জান্নাত আলী। আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুর কাদের এমপি’র রোগমুক্তি এবং সুস্থতা কামনা কওে বিশেষ দোয়া করা হয়। এ সম্মেলনে জেলার চার উপজেলা থেকে ৮০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম অংশগ্রহণ করেন।