ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ইমরানকে হঠাতে একজোট ১০ দল!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
  • / ২১০ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য বহুদলীয় বৈঠকের ডাক দিয়েছেন জামেয়াত উলেমা-ই ইসলাম(জেইউআই) দলের প্রধান মাওলানা ফজলুর রেহমান। সরকার বিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচী নিয়ে আলোচনার জন্যই এই বৈঠকের ডাক দিয়েছেন জেইউআই প্রধান। আগামী মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। খবর ‘ডন’ এর। সরকার বিরোধী এই বৈঠকে পাকিস্তানের নয়টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। জামেয়াত উলেমা-ই ইসলামের নেতৃত্বে দেশটির রাজধানী ইসলামাবাদে বৈঠকটি অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মাওলানা ফজলুর রেহমান। জেইউআই প্রধান মাওলানা ফজলুর রেহমান পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি, পিএলএম-এন প্রধান আহসান ইকবাল এবং পাখতুনখাওয়া মিল্লি আওয়ামী পার্টির চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাইকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন এই আলোচনা সভায়। এছাড়া আওয়ামী ন্যাশনাল পার্টি, জামিয়াত উলেমা-ই পাকিস্তান ও জামিয়াত আহলে হাদিতসহ আরও তিনটি দলকে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। জামেয়াত উলেমা-ই ইসলাম সূত্রে জানা গেছে, মাওলানা ফজলুর রেহমান সভায় উপস্থিত সবার নিকট সরকার বিরোধী ‘আজাদী মার্চ’ এর ‘প্ল্যান-এ’ ও ‘প্ল্যান-বি’ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা উপস্থাপন করবেন। এছাড়াও বৈঠকে ইমরান খান সরকারের গদি উল্টানোর জন্য গোপন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ধর্মীয় কট্টরপন্থী দলটি। সূত্র জানায়, ‘মাওলানা সরকারের শেকড় গোড়া থেকে তুলে ফেলার জন্য সমর্থকদের সামনে কর্মপন্থা পেশ করবেন।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ইমরানকে হঠাতে একজোট ১০ দল!

আপলোড টাইম : ০৯:২০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯

বিশ্ব ডেস্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য বহুদলীয় বৈঠকের ডাক দিয়েছেন জামেয়াত উলেমা-ই ইসলাম(জেইউআই) দলের প্রধান মাওলানা ফজলুর রেহমান। সরকার বিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচী নিয়ে আলোচনার জন্যই এই বৈঠকের ডাক দিয়েছেন জেইউআই প্রধান। আগামী মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। খবর ‘ডন’ এর। সরকার বিরোধী এই বৈঠকে পাকিস্তানের নয়টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। জামেয়াত উলেমা-ই ইসলামের নেতৃত্বে দেশটির রাজধানী ইসলামাবাদে বৈঠকটি অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মাওলানা ফজলুর রেহমান। জেইউআই প্রধান মাওলানা ফজলুর রেহমান পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি, পিএলএম-এন প্রধান আহসান ইকবাল এবং পাখতুনখাওয়া মিল্লি আওয়ামী পার্টির চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাইকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন এই আলোচনা সভায়। এছাড়া আওয়ামী ন্যাশনাল পার্টি, জামিয়াত উলেমা-ই পাকিস্তান ও জামিয়াত আহলে হাদিতসহ আরও তিনটি দলকে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। জামেয়াত উলেমা-ই ইসলাম সূত্রে জানা গেছে, মাওলানা ফজলুর রেহমান সভায় উপস্থিত সবার নিকট সরকার বিরোধী ‘আজাদী মার্চ’ এর ‘প্ল্যান-এ’ ও ‘প্ল্যান-বি’ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা উপস্থাপন করবেন। এছাড়াও বৈঠকে ইমরান খান সরকারের গদি উল্টানোর জন্য গোপন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ধর্মীয় কট্টরপন্থী দলটি। সূত্র জানায়, ‘মাওলানা সরকারের শেকড় গোড়া থেকে তুলে ফেলার জন্য সমর্থকদের সামনে কর্মপন্থা পেশ করবেন।’