ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ইখলাসহীন আমল অসাড়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯
  • / ২৬৮ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: মুমিনের জীবনে ইখলাস একটি অপরিহার্য বিষয়। ইখলাস মানে আন্তরিকতা ও একনিষ্ঠার সঙ্গে আল্লাহর সামনে নিজের সমগ্র অস্তিত্ব সমর্পণ করে দেয়া। প্রতিটি কাজে ইখলাসের গুণ না থাকলে ফলাফলের দিক থেকে তা বৃথা। ইখলাস ছাড়া কোনো মানুষ পূর্ণাঙ্গ ইমানের অধিকারী হতে পারে না। ইখলাস ইমানের সৌন্দর্য বাড়ায়। ইমানের মূল কাঠামো দাঁড়িয়ে আছে ইখলাসের ওপর। মুমিনের ইবাদতের বিশুদ্ধতায় ইখলাসের ভূমিকা অনন্য। ইবাদত কবুলের জন্যও ইখলাস অপরিহার্য। একবার রাসুলকে (সা.) জিজ্ঞেস করা হলো, ইমান কী? তিনি জবাবে বললেন, ইখলাস। কোরান-হাদিসে ইখলাসের ওপর অত্যধিক গুরুত্বারোপ করা হয়েছে। কোরানে বলা হয়েছে, ‘আর তাদের এটা ছাড়া অন্য কোনো নির্দেশই দেয়া হয়নি যে, তারা আল্লাহর বন্দেগি করবে, নিজেদের দীনকে তারই জন্য খালেস করে, সম্পূর্ণরূপে একনিষ্ঠ ও একমুখী হয়ে। আর নামাজ কায়েম করবে, জাকাত দেবে। মূলত এটিই অতীব সত্য, সঠিক ও সুদৃঢ় দীন।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ইখলাসহীন আমল অসাড়

আপলোড টাইম : ০৯:০৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯

ধর্ম ডেস্ক: মুমিনের জীবনে ইখলাস একটি অপরিহার্য বিষয়। ইখলাস মানে আন্তরিকতা ও একনিষ্ঠার সঙ্গে আল্লাহর সামনে নিজের সমগ্র অস্তিত্ব সমর্পণ করে দেয়া। প্রতিটি কাজে ইখলাসের গুণ না থাকলে ফলাফলের দিক থেকে তা বৃথা। ইখলাস ছাড়া কোনো মানুষ পূর্ণাঙ্গ ইমানের অধিকারী হতে পারে না। ইখলাস ইমানের সৌন্দর্য বাড়ায়। ইমানের মূল কাঠামো দাঁড়িয়ে আছে ইখলাসের ওপর। মুমিনের ইবাদতের বিশুদ্ধতায় ইখলাসের ভূমিকা অনন্য। ইবাদত কবুলের জন্যও ইখলাস অপরিহার্য। একবার রাসুলকে (সা.) জিজ্ঞেস করা হলো, ইমান কী? তিনি জবাবে বললেন, ইখলাস। কোরান-হাদিসে ইখলাসের ওপর অত্যধিক গুরুত্বারোপ করা হয়েছে। কোরানে বলা হয়েছে, ‘আর তাদের এটা ছাড়া অন্য কোনো নির্দেশই দেয়া হয়নি যে, তারা আল্লাহর বন্দেগি করবে, নিজেদের দীনকে তারই জন্য খালেস করে, সম্পূর্ণরূপে একনিষ্ঠ ও একমুখী হয়ে। আর নামাজ কায়েম করবে, জাকাত দেবে। মূলত এটিই অতীব সত্য, সঠিক ও সুদৃঢ় দীন।’