ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮
  • / ৪৮১ বার পড়া হয়েছে

বিদ্রোহী হলেই আজীবন বহিষ্কার
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামী নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নৌকার বিরোধিতা করলে বা বিদ্রোহী হলে তাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।’ নৌকা প্রার্থীর পক্ষে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘আগামী নির্বাচন খুব কঠিন হবে। খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এই সময় সবার ঐক্যবদ্ধ থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই।’ গতকাল বুধবার সকালে গণভবনে একাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে নৌকা প্রতীক পেতে আগ্রহী ৪ হাজার ২৩ জনের সঙ্গে সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগকে ঠেকানোর অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কেউ আওয়ামী লীগকে দমাতে পারেনি। এখনও নির্বাচন নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে ষড়যন্ত্র চলছে। দেশের অগ্রগতির ধারা ব্যাহত করতেই এই ষড়যন্ত্র। তাই সবার সতর্ক থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে গতকাল দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্ পর্ব শেষ হয়। সাক্ষাত পর্বে কারও সঙ্গে ব্যক্তিগতভাবে শেখ হাসিনার আলাপ হয়নি বলে জানান মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে জরিপ চালিয়েছি। এর ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে। এক্ষেত্রে ছোট নেতা, বড় নেতা দেখা হবে না। কোনো প্রার্থীর প্রতি ভোটারের সমর্থন আছে, সেটা বিবেচনায় নেওয়া হবে। জানা গেছে, গতকালও ৪টি জরিপ রিপোর্ট শেখ হাসিনার কাছে এসেছে। জরিপ রিপোর্ট আর মনোনয়ন প্রত্যাশীদের বায়োডাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন শেখ হাসিনা। ‘ঘরের শত্রু বিভীষণ’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্বাসঘাতকদের দলে ঠাঁই হবে না। আওয়ামী লীগ চায় দেশকে উন্নত-সমৃদ্ধ করতে। আর দেশকে এগিয়ে নিতে বিশ্বাসঘাতকদের প্রয়োজন নেই। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। দল করতে হলে দলের সিদ্ধান্ত মানতে হবে। যাকে নৌকা প্রতীক দেওয়া হবে, বৃহত্তর স্বার্থে তাকে বিজয়ী করতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যাকেই মনোনয়ন দেওয়া হবে তাকেই মেনে নিতে হবে। আপনারা কথা দিলেন? আপনারা সবাই নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন? যাকে নৌকা দিয়ে পাঠাব তার হয়ে কাজ করবেন? এ সময় প্রধানমন্ত্রীর কথায় মনোনয়ন প্রত্যাশীদের সবাই সম্মতি জানান এবং নৌকার প্রার্থীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপলোড টাইম : ০৯:৪১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮

বিদ্রোহী হলেই আজীবন বহিষ্কার
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামী নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নৌকার বিরোধিতা করলে বা বিদ্রোহী হলে তাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।’ নৌকা প্রার্থীর পক্ষে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘আগামী নির্বাচন খুব কঠিন হবে। খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এই সময় সবার ঐক্যবদ্ধ থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই।’ গতকাল বুধবার সকালে গণভবনে একাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে নৌকা প্রতীক পেতে আগ্রহী ৪ হাজার ২৩ জনের সঙ্গে সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগকে ঠেকানোর অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কেউ আওয়ামী লীগকে দমাতে পারেনি। এখনও নির্বাচন নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে ষড়যন্ত্র চলছে। দেশের অগ্রগতির ধারা ব্যাহত করতেই এই ষড়যন্ত্র। তাই সবার সতর্ক থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে গতকাল দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্ পর্ব শেষ হয়। সাক্ষাত পর্বে কারও সঙ্গে ব্যক্তিগতভাবে শেখ হাসিনার আলাপ হয়নি বলে জানান মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে জরিপ চালিয়েছি। এর ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে। এক্ষেত্রে ছোট নেতা, বড় নেতা দেখা হবে না। কোনো প্রার্থীর প্রতি ভোটারের সমর্থন আছে, সেটা বিবেচনায় নেওয়া হবে। জানা গেছে, গতকালও ৪টি জরিপ রিপোর্ট শেখ হাসিনার কাছে এসেছে। জরিপ রিপোর্ট আর মনোনয়ন প্রত্যাশীদের বায়োডাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন শেখ হাসিনা। ‘ঘরের শত্রু বিভীষণ’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্বাসঘাতকদের দলে ঠাঁই হবে না। আওয়ামী লীগ চায় দেশকে উন্নত-সমৃদ্ধ করতে। আর দেশকে এগিয়ে নিতে বিশ্বাসঘাতকদের প্রয়োজন নেই। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। দল করতে হলে দলের সিদ্ধান্ত মানতে হবে। যাকে নৌকা প্রতীক দেওয়া হবে, বৃহত্তর স্বার্থে তাকে বিজয়ী করতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যাকেই মনোনয়ন দেওয়া হবে তাকেই মেনে নিতে হবে। আপনারা কথা দিলেন? আপনারা সবাই নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন? যাকে নৌকা দিয়ে পাঠাব তার হয়ে কাজ করবেন? এ সময় প্রধানমন্ত্রীর কথায় মনোনয়ন প্রত্যাশীদের সবাই সম্মতি জানান এবং নৌকার প্রার্থীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।