ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষে ১৫ জন আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯
  • / ২১৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ধাওড়া গ্রামের আব্দুর রশিদ জোয়ারদার, তরিকুল জোয়ারদার, আবু দাউদ, আল আমিন, নুর জাহান বেগম, আবুল হাসান ও আশরাফুলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানান। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, উভয় গ্রুপ আওয়ামী লীগের সমর্থক হলেও মিলাদ দেওয়া নিয়ে তুচ্ছ ঘটনায় এ সংঘর্ষ হয়েছে। তাই এটাকে বলা যায় সামাজিক গোলযোগ। সংঘর্ষে আহত ব্যক্তিদের বাড়ি একেবারেই পাশাপাশি। তিনি আরও জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে পুলিশ। গ্রামবাসী জানায়, গত উপজেলা নির্বাচনের সময় নৌকা ও আনারসের সমর্থক তৈরি হয়েছে। সামাজিকভাবে বিভক্ত হয়ে পড়েছে দুই ধারায়। নৌকার প্রার্থী নায়েব আলী জোয়ারদার পরাজিত হয় আনারস প্রতীকের প্রার্থী শিকদার মোশাররফ হোসেন সোনার কাছে। সোনা স্থানীয় ভাবে ব্যাপক প্রভাবশালী ও বর্তমান সাংসদের আস্থাভাজন। তথ্য নিয়ে জানা গেছে, ধাওড়া গ্রামে আনারসের পক্ষে ছিলেন দুনন জোয়ারদার ও নৌকার পক্ষে ছিলেন আবু দাউদ মল্লিক ওরফে মধু। গতকাল মিলাদের দাওয়াত দেওয়া নিয়ে এ দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষে ১৫ জন আহত

আপলোড টাইম : ১১:৩৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ধাওড়া গ্রামের আব্দুর রশিদ জোয়ারদার, তরিকুল জোয়ারদার, আবু দাউদ, আল আমিন, নুর জাহান বেগম, আবুল হাসান ও আশরাফুলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানান। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, উভয় গ্রুপ আওয়ামী লীগের সমর্থক হলেও মিলাদ দেওয়া নিয়ে তুচ্ছ ঘটনায় এ সংঘর্ষ হয়েছে। তাই এটাকে বলা যায় সামাজিক গোলযোগ। সংঘর্ষে আহত ব্যক্তিদের বাড়ি একেবারেই পাশাপাশি। তিনি আরও জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে পুলিশ। গ্রামবাসী জানায়, গত উপজেলা নির্বাচনের সময় নৌকা ও আনারসের সমর্থক তৈরি হয়েছে। সামাজিকভাবে বিভক্ত হয়ে পড়েছে দুই ধারায়। নৌকার প্রার্থী নায়েব আলী জোয়ারদার পরাজিত হয় আনারস প্রতীকের প্রার্থী শিকদার মোশাররফ হোসেন সোনার কাছে। সোনা স্থানীয় ভাবে ব্যাপক প্রভাবশালী ও বর্তমান সাংসদের আস্থাভাজন। তথ্য নিয়ে জানা গেছে, ধাওড়া গ্রামে আনারসের পক্ষে ছিলেন দুনন জোয়ারদার ও নৌকার পক্ষে ছিলেন আবু দাউদ মল্লিক ওরফে মধু। গতকাল মিলাদের দাওয়াত দেওয়া নিয়ে এ দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।