ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আড়াই বছরেও শেষ হল না মিতু হত্যার তদন্ত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০১৯
  • / ২৫৯ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত আড়াই বছরেও শেষ করতে পারেনি পুলিশ। কবে নাগাদ তদন্ত শেষ হবে তা সুনির্দিষ্টভাবে কিছুই বলতে পারছেন না তদন্ত কর্মকর্তা। তবে নগর পুলিশের এক কর্মকর্তা জানান, এ মামলার তদন্ত প্রায় শেষ হয়েছে। প্রতিবেদন লেখা হচ্ছে। সদর দফতরের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা পেলেই আদালতে প্রতিবেদন জমা দেয়া হবে। বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সাংবাদিকদের বলেন, প্রতিবেদনটি দ্রুত জমা দেয়ার জন্য তদন্ত কর্মকর্তাকে আমি নির্দেশ দিয়েছি। তবে মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার মো. কামরুজ্জামান বলেন, এ ব্যাপারে আইজিপি কিংবা সিএমপির শীর্ষ কর্মকর্তাদের কেউ তাকে কিছুই বলেননি। এখনও তদন্ত চলছে। কবে নাগাদ তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেয়া হবে- এমন প্রশ্নের জবাবে কামরুজ্জামান বলেন, এ ব্যাপারে এখনও সুনির্দিষ্টভাবে কিছুই বলা যাচ্ছে না। ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মিতুকে হত্যা করা হয়। এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরে নগর গোয়েন্দা পুলিশের কাছে মামলার তদন্তভার ন্যস্ত করা হয়। মিতু হত্যার বিচারের দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন মিতুর বাবা মোশাররফ হোসেন ও মা শাহেদা মোশাররফ। দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয়ার দাবি জানান তারা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আড়াই বছরেও শেষ হল না মিতু হত্যার তদন্ত

আপলোড টাইম : ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০১৯

সমীকরণ প্রতিবেদন:
সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত আড়াই বছরেও শেষ করতে পারেনি পুলিশ। কবে নাগাদ তদন্ত শেষ হবে তা সুনির্দিষ্টভাবে কিছুই বলতে পারছেন না তদন্ত কর্মকর্তা। তবে নগর পুলিশের এক কর্মকর্তা জানান, এ মামলার তদন্ত প্রায় শেষ হয়েছে। প্রতিবেদন লেখা হচ্ছে। সদর দফতরের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা পেলেই আদালতে প্রতিবেদন জমা দেয়া হবে। বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সাংবাদিকদের বলেন, প্রতিবেদনটি দ্রুত জমা দেয়ার জন্য তদন্ত কর্মকর্তাকে আমি নির্দেশ দিয়েছি। তবে মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার মো. কামরুজ্জামান বলেন, এ ব্যাপারে আইজিপি কিংবা সিএমপির শীর্ষ কর্মকর্তাদের কেউ তাকে কিছুই বলেননি। এখনও তদন্ত চলছে। কবে নাগাদ তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেয়া হবে- এমন প্রশ্নের জবাবে কামরুজ্জামান বলেন, এ ব্যাপারে এখনও সুনির্দিষ্টভাবে কিছুই বলা যাচ্ছে না। ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মিতুকে হত্যা করা হয়। এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরে নগর গোয়েন্দা পুলিশের কাছে মামলার তদন্তভার ন্যস্ত করা হয়। মিতু হত্যার বিচারের দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন মিতুর বাবা মোশাররফ হোসেন ও মা শাহেদা মোশাররফ। দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয়ার দাবি জানান তারা।