ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আল্লাহর কাছে চাওয়ার বিধান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৪৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭
  • / ৪৩২ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: আল্লাহ চান বান্দা প্রতিটি বিষয়ে তার কাছে প্রার্থনা করুক। বান্দা যত চায় আল্লাহ তাতে তত খুশি হন। তবে দোয়া কবুলের জন্য কিছু নির্দিষ্ট শর্ত ও আদব আছে। নির্দিষ্ট কিছু নিয়ম মেনে দোয়া করলে আশা করা যায় আল্লাহ তা কবুল করবেন। আল্লাহর কাছে কিছু চাইতে হলে আগে নিজেকে পবিত্র করতে হবে। কারণ আল্লাহর সত্তা পবিত্র; তিনি পবিত্র অবস্থায় দোয়া করলে তাতে সাড়া দেন। আল্লাহর কাছে চাইতে হবে বিনয়ের সঙ্গে। রাসুল (সা.) বলেন, ‘আল্লাহর কাছে হাত তুলে হাতের তালু সামনে রেখে দোয়া কর। হাত উল্টো কর না। দোয়ার শেষে উত্তোলিত হাত মুখম-লে বুলিয়ে নাও।’ [আবু দাউদ] দোয়া করার সময় আকুতি ভরা কণ্ঠে আল্লাহর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে হবে। কান্না না এলেও অন্তত কান্নার ভান করতে হবে। নিজের অক্ষমতা ও অসহায়ত্ব বান্দা যত ফুটিয়ে তুলতে পারবে আল্লাহ তত দ্রুত সেই ডাকে সাড়া দেবেন। দোয়া করতে হবে হাত তুলে। বিনয়, ন¤্রতা ও দাসত্ব প্রকাশের জন্য দোয়ার সময় দুই হাতের তালু আসমানের দিকে রাখতে হবে এবং হাত সম্পূর্ণ সম্প্রসারিত করে দুই হাতের মধ্যে ২/১ আঙ্গুল পরিমাণ ফাঁক রাখতে হবে। হাত কচলানো, রশি পাকানোর মতো হাতের তালু ঘষাঘষি করা দোয়ার আদবের খেলাপ। আল্লাহর প্রশংসা ও দরুদ শরিফসহ দোয়া করা। এছাড়া ইসমে আজমের সঙ্গে দোয়া করা উত্তম। এক হাদিসে আছে, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি দোয়া করার পূর্বে দরুদ শরিফ পড়ে, তার দোয়া অবশ্যই কবুল হয়।’ হজরত আবু সোলায়মান দারানী (রহ.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করে, তার উচিত, প্রথমে দরুদ পড়া এবং দরুদ পড়ে দোয়া শেষ করা। কেননা আল্লাহ উভয় দরুদ কবুল করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আল্লাহর কাছে চাওয়ার বিধান

আপলোড টাইম : ১২:৪৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭

ধর্ম ডেস্ক: আল্লাহ চান বান্দা প্রতিটি বিষয়ে তার কাছে প্রার্থনা করুক। বান্দা যত চায় আল্লাহ তাতে তত খুশি হন। তবে দোয়া কবুলের জন্য কিছু নির্দিষ্ট শর্ত ও আদব আছে। নির্দিষ্ট কিছু নিয়ম মেনে দোয়া করলে আশা করা যায় আল্লাহ তা কবুল করবেন। আল্লাহর কাছে কিছু চাইতে হলে আগে নিজেকে পবিত্র করতে হবে। কারণ আল্লাহর সত্তা পবিত্র; তিনি পবিত্র অবস্থায় দোয়া করলে তাতে সাড়া দেন। আল্লাহর কাছে চাইতে হবে বিনয়ের সঙ্গে। রাসুল (সা.) বলেন, ‘আল্লাহর কাছে হাত তুলে হাতের তালু সামনে রেখে দোয়া কর। হাত উল্টো কর না। দোয়ার শেষে উত্তোলিত হাত মুখম-লে বুলিয়ে নাও।’ [আবু দাউদ] দোয়া করার সময় আকুতি ভরা কণ্ঠে আল্লাহর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে হবে। কান্না না এলেও অন্তত কান্নার ভান করতে হবে। নিজের অক্ষমতা ও অসহায়ত্ব বান্দা যত ফুটিয়ে তুলতে পারবে আল্লাহ তত দ্রুত সেই ডাকে সাড়া দেবেন। দোয়া করতে হবে হাত তুলে। বিনয়, ন¤্রতা ও দাসত্ব প্রকাশের জন্য দোয়ার সময় দুই হাতের তালু আসমানের দিকে রাখতে হবে এবং হাত সম্পূর্ণ সম্প্রসারিত করে দুই হাতের মধ্যে ২/১ আঙ্গুল পরিমাণ ফাঁক রাখতে হবে। হাত কচলানো, রশি পাকানোর মতো হাতের তালু ঘষাঘষি করা দোয়ার আদবের খেলাপ। আল্লাহর প্রশংসা ও দরুদ শরিফসহ দোয়া করা। এছাড়া ইসমে আজমের সঙ্গে দোয়া করা উত্তম। এক হাদিসে আছে, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি দোয়া করার পূর্বে দরুদ শরিফ পড়ে, তার দোয়া অবশ্যই কবুল হয়।’ হজরত আবু সোলায়মান দারানী (রহ.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করে, তার উচিত, প্রথমে দরুদ পড়া এবং দরুদ পড়ে দোয়া শেষ করা। কেননা আল্লাহ উভয় দরুদ কবুল করেন।