ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গা সাদাব্রীজের নিকট মুদিদোকানে দুঃসাহসিক চুরি : আহত পাহারাদারকে রেফার্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭
  • / ৩৯২ বার পড়া হয়েছে

পাহারাদারকে কুপিয়ে নগদ টাকাসহ ৩ লাখ টাকার মালামাল লুট

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সাদা ব্রীজের নিকট একটি মুদির দোকানের উপরের চাল কেটে নগদ টাকাসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। দোকানে থাকা নগদ ১ লাখ টাকা ও ২ লাখ টাকার মোবাইল কার্ড চুরি হয়েছে বলে জানিয়েছে ওই দোকানী। গতকাল গভীর রাতে কয়েকজন চোর টিন কাটা কাতানি হাতে দোকানের সামনে এসে দাঁড়ায়। একজন দোকানের চালের উপর উঠে চাল কাটার জন্য প্রস্তুতি নিচ্ছেলো। এমন সময় পাহারাদার আসাননগর গ্রামে মেহের আলীর ছেলে কালাচান ওদের দিকে লাইট মেরে জিজ্ঞাসা করতে গেলে ওরা ছুটে এসে কালাচানের মাথায় উপর্যুপুরি কাতারি দিয়ে আঘাত করলে মাথা ফেটে অজ্ঞান হয়ে পড়ে। এসময় একজন উপরের চাল কেটে ভিতরে ঢুকে পড়ে বাকিরা আশপাশে ওৎ পেতে থাকে। পাহারাদার কালাচান্দের চিৎকারে আশপাশের লোক ছুটে আসলে দোকান মালিক কালিদাসপুর গ্রামের বর্তমান কোর্টপাড়ার মৃত ফরজন আলী মোল্লার ছেলে আশরাফুল ইসলাম পিন্টু রক্তাক্ত কালাচানকে তুলে চিকিৎসা দেওয়ার জন্য স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। তার অবস্থার অবনতি ঘটলে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হয়। এদিকে সকাল বেলা দোকান মালিক আশরাফুল ইসলাম পিন্টু তার নাসিফ জেনারেল ষ্টোর দোকানটির তালা খুলে ভিতরে ঢুকেই হতবাক দেখে উপরে টিনের চাল কাটা। এর পর জিনিসপত্র অগোছালো, ক্যাশবাক্স ভাঙা। এই প্রতিবেদকের সাথে আশরাফুল ইসলাম পিন্টুর কথা হলে তিনি বলেন, তার বিক্রয়কৃত নগদ ১ লাখ টাকা এবং রবি, বাংলালিংক ও গ্রামিনফোনের ২ লাখ টাকার রিচার্জ কার্ড চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে আশরাফুল ইসলাম পিন্টু আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গা সাদাব্রীজের নিকট মুদিদোকানে দুঃসাহসিক চুরি : আহত পাহারাদারকে রেফার্ড

আপলোড টাইম : ১২:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭

পাহারাদারকে কুপিয়ে নগদ টাকাসহ ৩ লাখ টাকার মালামাল লুট

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সাদা ব্রীজের নিকট একটি মুদির দোকানের উপরের চাল কেটে নগদ টাকাসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। দোকানে থাকা নগদ ১ লাখ টাকা ও ২ লাখ টাকার মোবাইল কার্ড চুরি হয়েছে বলে জানিয়েছে ওই দোকানী। গতকাল গভীর রাতে কয়েকজন চোর টিন কাটা কাতানি হাতে দোকানের সামনে এসে দাঁড়ায়। একজন দোকানের চালের উপর উঠে চাল কাটার জন্য প্রস্তুতি নিচ্ছেলো। এমন সময় পাহারাদার আসাননগর গ্রামে মেহের আলীর ছেলে কালাচান ওদের দিকে লাইট মেরে জিজ্ঞাসা করতে গেলে ওরা ছুটে এসে কালাচানের মাথায় উপর্যুপুরি কাতারি দিয়ে আঘাত করলে মাথা ফেটে অজ্ঞান হয়ে পড়ে। এসময় একজন উপরের চাল কেটে ভিতরে ঢুকে পড়ে বাকিরা আশপাশে ওৎ পেতে থাকে। পাহারাদার কালাচান্দের চিৎকারে আশপাশের লোক ছুটে আসলে দোকান মালিক কালিদাসপুর গ্রামের বর্তমান কোর্টপাড়ার মৃত ফরজন আলী মোল্লার ছেলে আশরাফুল ইসলাম পিন্টু রক্তাক্ত কালাচানকে তুলে চিকিৎসা দেওয়ার জন্য স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। তার অবস্থার অবনতি ঘটলে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হয়। এদিকে সকাল বেলা দোকান মালিক আশরাফুল ইসলাম পিন্টু তার নাসিফ জেনারেল ষ্টোর দোকানটির তালা খুলে ভিতরে ঢুকেই হতবাক দেখে উপরে টিনের চাল কাটা। এর পর জিনিসপত্র অগোছালো, ক্যাশবাক্স ভাঙা। এই প্রতিবেদকের সাথে আশরাফুল ইসলাম পিন্টুর কথা হলে তিনি বলেন, তার বিক্রয়কৃত নগদ ১ লাখ টাকা এবং রবি, বাংলালিংক ও গ্রামিনফোনের ২ লাখ টাকার রিচার্জ কার্ড চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে আশরাফুল ইসলাম পিন্টু আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।