ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গা সাদাব্রীজের নিকট মুদিদোকানে দুঃসাহসিক চুরি : আহত পাহারাদারকে রেফার্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭
  • / ২৯৫ বার পড়া হয়েছে

পাহারাদারকে কুপিয়ে নগদ টাকাসহ ৩ লাখ টাকার মালামাল লুট

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সাদা ব্রীজের নিকট একটি মুদির দোকানের উপরের চাল কেটে নগদ টাকাসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। দোকানে থাকা নগদ ১ লাখ টাকা ও ২ লাখ টাকার মোবাইল কার্ড চুরি হয়েছে বলে জানিয়েছে ওই দোকানী। গতকাল সোমবার দিনগত মধ্যরাত দেড়টার দিকে ৫Ñ৬ জন যুবক ঐ এলাকায় পাহারত আসাননগর গ্রামের কাঁলাচানের নিকট সিগারেট ধরানোর জন্য আগুন চাই। সেসময় পাহারাদার তাদের পরিচয় ও কি উদ্দেশে এতে রাতে এখানে জানতে চাইলে যুবকরা পিকনিক করতে যাচ্ছে বলে জানায়। পাহারাদার তাদেরকে চলে যেতে বললে তারা সে সময় সেখান থেকে চলে য়ায়। তার ১০Ñ১৫ মিনিট পরে কয়েকজন চোর টিন কাটা কাতানি হাতে দোকানের সামনে এসে দাঁড়ায়। একজন দোকানের চালের উপর উঠে চাল কাটার জন্য প্রস্তুতি নিচ্ছেলো। এমন সময় পাহারাদার আসাননগর গ্রামে মেহের আলীর ছেলে কালাচান ওদের দিকে লাইট মেরে জিজ্ঞাসা করতে গেলে ওরা ছুটে এসে কালাচানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে পাহারাদার কালাচাঁন। এসময় একজন উপরের চাল কেটে ভিতরে ঢুকে পড়ে বাকিরা আশপাশে ওৎ পেতে থাকে। পরে পাহারাদার কালাচানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। সংবাদ পেয়ে থানার টহল পুলিশের একটি দলও ঘটনাস্থলে পৌছায়। উপস্থিত সকলেই আহত পহারাদারকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরে হারদী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যবত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এদিকে সকাল বেলা দোকান মালিক আশরাফুল ইসলাম পিন্টু তার নাসিফ জেনারেল ষ্টোর দোকানটির তালা খুলে ভিতরে ঢুকেই হতবাক দেখে উপরে টিনের চাল কাটা। এর পর জিনিসপত্র অগোছালো, ক্যাশবাক্স ভাঙা।
দোকান মালিক কালিদাসপুর গ্রামের বর্তমান কোর্টপাড়ার মৃত ফরজন আলী মোল্লার ছেলে আশরাফুল ইসলাম পিন্টু জানান, তার বিক্রয়কৃত নগদ ১ লাখ টাকা এবং রবি, বাংলালিংক ও গ্রামিনফোনের ২ লাখ টাকার রিচার্জ কার্ড চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে আশরাফুল ইসলাম পিন্টু আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, স্থানীয়দের অনেকেই মন্তব্য করে বলেছেন, সবাই যখন আহত পাহারাদার নিয়ে ব্যস্ত, ঠিক সেই মুহুর্তে চোরচক্র মুদি দোকানের চালের টিন কেটে দোকান ঘরে ক্যাশ টেবিলে সোজা প্রবেশ করে। চোরচক্র দোকানের ভেতরে থাকা সিসি ক্যামেরার সংযোগ বিছিন্ন করে ক্যাশ টেবিলের ড্রয়ার ভেঙ্গে ড্রয়ারে থাকা নগদ টাকাসহ বিভিন্ন মোবাইল কোম্পানীর মোবাইল রিচার্জ কার্ড লুট করে নিয়ে যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গা সাদাব্রীজের নিকট মুদিদোকানে দুঃসাহসিক চুরি : আহত পাহারাদারকে রেফার্ড

আপলোড টাইম : ১১:৫৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭

পাহারাদারকে কুপিয়ে নগদ টাকাসহ ৩ লাখ টাকার মালামাল লুট

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সাদা ব্রীজের নিকট একটি মুদির দোকানের উপরের চাল কেটে নগদ টাকাসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। দোকানে থাকা নগদ ১ লাখ টাকা ও ২ লাখ টাকার মোবাইল কার্ড চুরি হয়েছে বলে জানিয়েছে ওই দোকানী। গতকাল সোমবার দিনগত মধ্যরাত দেড়টার দিকে ৫Ñ৬ জন যুবক ঐ এলাকায় পাহারত আসাননগর গ্রামের কাঁলাচানের নিকট সিগারেট ধরানোর জন্য আগুন চাই। সেসময় পাহারাদার তাদের পরিচয় ও কি উদ্দেশে এতে রাতে এখানে জানতে চাইলে যুবকরা পিকনিক করতে যাচ্ছে বলে জানায়। পাহারাদার তাদেরকে চলে যেতে বললে তারা সে সময় সেখান থেকে চলে য়ায়। তার ১০Ñ১৫ মিনিট পরে কয়েকজন চোর টিন কাটা কাতানি হাতে দোকানের সামনে এসে দাঁড়ায়। একজন দোকানের চালের উপর উঠে চাল কাটার জন্য প্রস্তুতি নিচ্ছেলো। এমন সময় পাহারাদার আসাননগর গ্রামে মেহের আলীর ছেলে কালাচান ওদের দিকে লাইট মেরে জিজ্ঞাসা করতে গেলে ওরা ছুটে এসে কালাচানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে পাহারাদার কালাচাঁন। এসময় একজন উপরের চাল কেটে ভিতরে ঢুকে পড়ে বাকিরা আশপাশে ওৎ পেতে থাকে। পরে পাহারাদার কালাচানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। সংবাদ পেয়ে থানার টহল পুলিশের একটি দলও ঘটনাস্থলে পৌছায়। উপস্থিত সকলেই আহত পহারাদারকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরে হারদী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যবত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এদিকে সকাল বেলা দোকান মালিক আশরাফুল ইসলাম পিন্টু তার নাসিফ জেনারেল ষ্টোর দোকানটির তালা খুলে ভিতরে ঢুকেই হতবাক দেখে উপরে টিনের চাল কাটা। এর পর জিনিসপত্র অগোছালো, ক্যাশবাক্স ভাঙা।
দোকান মালিক কালিদাসপুর গ্রামের বর্তমান কোর্টপাড়ার মৃত ফরজন আলী মোল্লার ছেলে আশরাফুল ইসলাম পিন্টু জানান, তার বিক্রয়কৃত নগদ ১ লাখ টাকা এবং রবি, বাংলালিংক ও গ্রামিনফোনের ২ লাখ টাকার রিচার্জ কার্ড চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে আশরাফুল ইসলাম পিন্টু আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, স্থানীয়দের অনেকেই মন্তব্য করে বলেছেন, সবাই যখন আহত পাহারাদার নিয়ে ব্যস্ত, ঠিক সেই মুহুর্তে চোরচক্র মুদি দোকানের চালের টিন কেটে দোকান ঘরে ক্যাশ টেবিলে সোজা প্রবেশ করে। চোরচক্র দোকানের ভেতরে থাকা সিসি ক্যামেরার সংযোগ বিছিন্ন করে ক্যাশ টেবিলের ড্রয়ার ভেঙ্গে ড্রয়ারে থাকা নগদ টাকাসহ বিভিন্ন মোবাইল কোম্পানীর মোবাইল রিচার্জ কার্ড লুট করে নিয়ে যায়।