ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গা বণিক সমিতি নির্বাচনে লটারির মাধ্যমে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
  • / ৪৪১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে প্রতিক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বণিক সমিতির কার্যালয়ে এ প্রতিক বরাদ্দ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম ও সহকারি নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রার্থীদের মাঝে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করেন।
সভাপতি পদে আজিম উদ্দিন-চাকা, মকবুল হোসেন-দোয়াত কলম, রবিউল হক পকু-ছাতা প্রতীক পেয়েছেন। সহসভাপতি পদে একেএম এনামুল হক-চশমা, জয়নাল আবেদীন-মাছ, তাইজুল হক তাজু-দেয়াল ঘড়ি, সাইফুল ইসলাম লিটন-গোরুর গাড়ি। সাধারণ সম্পাদক পদে আমিনুল হক বিশ^াস ঘেটু-বাইসাইকেল, জিল্লুর রহমান ওল্টু-রিক্সা, শাহিন রেজা মিল্টন-আনারস। সহ-সাধারণ সম্পাদক পদে খন্দকার আব্দুল্লাহ-বাঘ, মাগরিবুর রহমান-গোলাপফুল, হাজী মীর শফিকুল ইসলাম-হাঁস। সাংগঠনিক সম্পাদক পদে জাহিদুল মজিদ লাভলু-মই, জনি মিয়া-চেয়ার। কোষাধ্যক্ষ পদে আলাউদ্দিন-মোরগ, সমেন্দ্রনাথ সাহা-হাতি। দপ্তর সম্পাদক পদে আমিনুল ইসলাম প্রিন্স-টিয়াপাখি, রেজাউল হক-খেঁজুর গাছ। ক্রীড়া সম্পাদক পদে উজ্জ্বল হোসেন-ডাব, বাবলুর রহমান-আম, মানোয়ার হোসেন-ফুটবল। ধর্ম সম্পাদক পদে দেলোয়ার হোসেন-তারা, মোতালেব হোসেন-মিনার।
সদস্য পদে আ. রাজ্জাক-কাপ পিরিচ, উত্তম কুমার-টেলিভিশন, তুহিন রেজা-বালতী, জয়নুল আবেদীন (ক্যাপ)-হরিণ, জসিম উদ্দিন-হাতপাখা, মীর মতিয়ার রহমান-তালাচাবি, মোহাম্মদ আলী মন্টু-টেবিল, রেজাউল হক তোতা-ঘোড়া, রাজিবুল ইসলাম রাজিব-স্লিং ফ্যান, শরিফুল ইসলাম-হারিকেন, সিরাজুল ইসলাম-ষাড় এবং শেখ সাদী-কবুতর মার্কা প্রতীক পেয়েছেন।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কর্মকর্তা গাংনী সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম ও সহকারি প্রধান নির্বাচন কর্মকর্তা মুন্সিগঞ্জ সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমরা প্রস্তুত রয়েছি। আমরা আপনাদের সহযোগিতা চাই। আশা করি আগামি ৪ নভেম্বর সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গা বণিক সমিতি নির্বাচনে লটারির মাধ্যমে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

আপলোড টাইম : ১০:২৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে প্রতিক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বণিক সমিতির কার্যালয়ে এ প্রতিক বরাদ্দ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম ও সহকারি নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রার্থীদের মাঝে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করেন।
সভাপতি পদে আজিম উদ্দিন-চাকা, মকবুল হোসেন-দোয়াত কলম, রবিউল হক পকু-ছাতা প্রতীক পেয়েছেন। সহসভাপতি পদে একেএম এনামুল হক-চশমা, জয়নাল আবেদীন-মাছ, তাইজুল হক তাজু-দেয়াল ঘড়ি, সাইফুল ইসলাম লিটন-গোরুর গাড়ি। সাধারণ সম্পাদক পদে আমিনুল হক বিশ^াস ঘেটু-বাইসাইকেল, জিল্লুর রহমান ওল্টু-রিক্সা, শাহিন রেজা মিল্টন-আনারস। সহ-সাধারণ সম্পাদক পদে খন্দকার আব্দুল্লাহ-বাঘ, মাগরিবুর রহমান-গোলাপফুল, হাজী মীর শফিকুল ইসলাম-হাঁস। সাংগঠনিক সম্পাদক পদে জাহিদুল মজিদ লাভলু-মই, জনি মিয়া-চেয়ার। কোষাধ্যক্ষ পদে আলাউদ্দিন-মোরগ, সমেন্দ্রনাথ সাহা-হাতি। দপ্তর সম্পাদক পদে আমিনুল ইসলাম প্রিন্স-টিয়াপাখি, রেজাউল হক-খেঁজুর গাছ। ক্রীড়া সম্পাদক পদে উজ্জ্বল হোসেন-ডাব, বাবলুর রহমান-আম, মানোয়ার হোসেন-ফুটবল। ধর্ম সম্পাদক পদে দেলোয়ার হোসেন-তারা, মোতালেব হোসেন-মিনার।
সদস্য পদে আ. রাজ্জাক-কাপ পিরিচ, উত্তম কুমার-টেলিভিশন, তুহিন রেজা-বালতী, জয়নুল আবেদীন (ক্যাপ)-হরিণ, জসিম উদ্দিন-হাতপাখা, মীর মতিয়ার রহমান-তালাচাবি, মোহাম্মদ আলী মন্টু-টেবিল, রেজাউল হক তোতা-ঘোড়া, রাজিবুল ইসলাম রাজিব-স্লিং ফ্যান, শরিফুল ইসলাম-হারিকেন, সিরাজুল ইসলাম-ষাড় এবং শেখ সাদী-কবুতর মার্কা প্রতীক পেয়েছেন।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কর্মকর্তা গাংনী সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম ও সহকারি প্রধান নির্বাচন কর্মকর্তা মুন্সিগঞ্জ সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমরা প্রস্তুত রয়েছি। আমরা আপনাদের সহযোগিতা চাই। আশা করি আগামি ৪ নভেম্বর সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।