ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গা পৌর নির্বাচন উপলক্ষে আবুল কালাম আজাদের পথসভা ও শোডাউন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
  • / ১৫৯ বার পড়া হয়েছে

ভ্রাম্যমান প্রতিবেদক, আলমডাঙ্গা:
আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা পৌর এলাকায় কর্মী সমাবেশ ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। পথসভায় মেয়র পদপার্থী আরুল কালাম আজাদ গাড়ি বহর নিয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, রেলস্টেশন, কোর্টপাড়া, লালব্রীজ, চারতলা মোড়, হাউসপুর, দোয়ারপাড়া, চাতাল মোড়, গোবিন্দপুর মাঠপাড়া, হরিতলা, বণ্ডবিল প্রদক্ষিণ করে হাজী মোড়ে কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার দেশকে উন্নয়নের স্বর্ণ শেখরে পৌছে দিয়েছে। কিন্তু প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্বেও আলমডাঙ্গার উন্নয়ন দৃশ্যমান নয়। সভায় তিনি অবহেলিত পশুহাট, কাঁচা বাজার ও চাউল পর্টির দূরদশার কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। আমি আপনাদের সন্তান, আগামী পৌর নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমি সুখে দুঃখে আপনাদের পাশে আছি, থাকব ইনশাল্লাহ। এসময় তার সফর সঙ্গী হিসাবে ছিলেন, আসাদুল ইসলাম, সভাপতি কৃষকলীগ আলমডাঙ্গা উপজেলা, হাজী বিস্কুট মিয়া, কাবিল উদ্দিন, চাউল ব্যবসায়ী রাজ্জাক, কাশেম মিয়া, রফিকুল, শিক্ষক শামিম, শিক্ষক রেজাউল, বুলু, খয়ের, আরিফ, বাবুল, মিলন, বাদল, রেজাউল জাহাঙ্গির, শাহিন, সেন্টু, সনি, নিপ্পন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গা পৌর নির্বাচন উপলক্ষে আবুল কালাম আজাদের পথসভা ও শোডাউন

আপলোড টাইম : ০৯:২৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০

ভ্রাম্যমান প্রতিবেদক, আলমডাঙ্গা:
আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা পৌর এলাকায় কর্মী সমাবেশ ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। পথসভায় মেয়র পদপার্থী আরুল কালাম আজাদ গাড়ি বহর নিয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, রেলস্টেশন, কোর্টপাড়া, লালব্রীজ, চারতলা মোড়, হাউসপুর, দোয়ারপাড়া, চাতাল মোড়, গোবিন্দপুর মাঠপাড়া, হরিতলা, বণ্ডবিল প্রদক্ষিণ করে হাজী মোড়ে কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার দেশকে উন্নয়নের স্বর্ণ শেখরে পৌছে দিয়েছে। কিন্তু প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্বেও আলমডাঙ্গার উন্নয়ন দৃশ্যমান নয়। সভায় তিনি অবহেলিত পশুহাট, কাঁচা বাজার ও চাউল পর্টির দূরদশার কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। আমি আপনাদের সন্তান, আগামী পৌর নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমি সুখে দুঃখে আপনাদের পাশে আছি, থাকব ইনশাল্লাহ। এসময় তার সফর সঙ্গী হিসাবে ছিলেন, আসাদুল ইসলাম, সভাপতি কৃষকলীগ আলমডাঙ্গা উপজেলা, হাজী বিস্কুট মিয়া, কাবিল উদ্দিন, চাউল ব্যবসায়ী রাজ্জাক, কাশেম মিয়া, রফিকুল, শিক্ষক শামিম, শিক্ষক রেজাউল, বুলু, খয়ের, আরিফ, বাবুল, মিলন, বাদল, রেজাউল জাহাঙ্গির, শাহিন, সেন্টু, সনি, নিপ্পন প্রমুখ।