ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের আসাননগর রাস্তার পাশে যাত্রীদের আপ্যায়ন যাত্রীর জুসপানে অটোচালকের ঘুম : হদিস নেই অটোর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬
  • / ৩৩৯ বার পড়া হয়েছে

aaaaaআলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের আসাননগর রাস্তার পাশ থেকে ১টি অটো রিকশা হারিয়ে গেছে বলে অভিযোগ করেছেন মালিক মনিরুল। জানাযায়, গতকাল দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গার কেদারগঞ্জ সিএ্যান্ডবি পাড়া হতে মৃত হকিকত শেখের ছেলে মনিররুল ইসলামের একটি অটো রিকশায় ৩ জন যাত্রীকে ২ শত ৫০ টাকা মিটিয়ে নিয়ে আলমডাঙ্গার উদ্দেশ্যে আসে। আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের আসাননগর রাস্তার পাশে অটো রিকশা দাঁড় করিয়ে যাত্রী অটো রিকশার ড্রাইভার সিএ্যান্ডবি পাড়ার রমজান আলীর ছেলে রানা (২২) কে বিষ্কুট জুস খেতে বলে। ড্রাইভার রানা আপত্তি করলেও যাত্রীদের জুরাজুরিতে বিস্কুট ও জুস পান করে। এসময় যাত্রী ২ জন নিজস্ব কাজে অনত্র চলে যায়। পাশে একটি মাইক্রো বাস দাড়িয়ে ছিল। তার ড্রাইভারের সাথে কথা বলার সময় ড্রাইভার মোবাইলে বেশ কিছু গানের ভিডিও দেখায়। এসময় রানা কখন ঘুমিয়ে পড়ে টের পায় না। ঘুম ভাঙার পর এসে দেখে তার অটো বাইকটি সেখানে নেই। এ ব্যাপারে তার মালিক মনিরুল ইসলামে ঘটনা খুলে বলেন। মনিরুল গতকাল সন্ধ্যায় ড্রাইভারসহ আলমডাঙ্গা থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের আসাননগর রাস্তার পাশে যাত্রীদের আপ্যায়ন যাত্রীর জুসপানে অটোচালকের ঘুম : হদিস নেই অটোর

আপলোড টাইম : ১১:০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬

aaaaaআলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের আসাননগর রাস্তার পাশ থেকে ১টি অটো রিকশা হারিয়ে গেছে বলে অভিযোগ করেছেন মালিক মনিরুল। জানাযায়, গতকাল দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গার কেদারগঞ্জ সিএ্যান্ডবি পাড়া হতে মৃত হকিকত শেখের ছেলে মনিররুল ইসলামের একটি অটো রিকশায় ৩ জন যাত্রীকে ২ শত ৫০ টাকা মিটিয়ে নিয়ে আলমডাঙ্গার উদ্দেশ্যে আসে। আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের আসাননগর রাস্তার পাশে অটো রিকশা দাঁড় করিয়ে যাত্রী অটো রিকশার ড্রাইভার সিএ্যান্ডবি পাড়ার রমজান আলীর ছেলে রানা (২২) কে বিষ্কুট জুস খেতে বলে। ড্রাইভার রানা আপত্তি করলেও যাত্রীদের জুরাজুরিতে বিস্কুট ও জুস পান করে। এসময় যাত্রী ২ জন নিজস্ব কাজে অনত্র চলে যায়। পাশে একটি মাইক্রো বাস দাড়িয়ে ছিল। তার ড্রাইভারের সাথে কথা বলার সময় ড্রাইভার মোবাইলে বেশ কিছু গানের ভিডিও দেখায়। এসময় রানা কখন ঘুমিয়ে পড়ে টের পায় না। ঘুম ভাঙার পর এসে দেখে তার অটো বাইকটি সেখানে নেই। এ ব্যাপারে তার মালিক মনিরুল ইসলামে ঘটনা খুলে বলেন। মনিরুল গতকাল সন্ধ্যায় ড্রাইভারসহ আলমডাঙ্গা থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেন।