ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল :“স্বপ্নঘর ফাউন্ডেশন প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
  • / ৩৮৭ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার সুবিধাবঞ্চিত শিশুদরে স্কুল “স্বপ্নঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠার্বাষিকী জাকজমকর্পূণ আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে। আলমডাঙ্গা লন্ডন টাওয়ারে অবস্থিত সৌর্হাদ্য ফাস্টফুড এন্ড রেস্টুরেন্টে আয়োজিত আনন্দঘন অনুষ্ঠানে স্কুলের সুবিধাবঞ্চিত শিশুরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী শুভ সূচনা করে। পরে আলোচনা, খাওয়া-দাওয়া ও ফটোসশেনপর্ব চলে। আলোচনায় অংশ নেন স্বপ্নঘর ফান্ডেশন আলমডাঙ্গার পরিচালক সাংবাদিক রহমান মুকুল, প্রকল্প পরিচালক সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, “উই ফর অল”র আলমডাঙ্গার পরিচালক খন্দকার রাকিবুল ইসলাম রিয়েল, শুদ্ধ সংস্কৃতি র্চচাকেন্দ্র’র সভাপতি আতিকুর রহমান ফরায়েজেী, বিশিষ্ট গল্পকার পিন্টু রহমান, সাংবাদিক আতিক বিশ্বাস, তৌহিদুল ইসলাম, আশরাফুল হক, আওয়ামীলীগ নেতা মাসুদ রানা তুহিন, স্কুলের শিক্ষিকা বীথি খাতুন প্রমুখ। আলোচনাকালে সকল বক্তাই স্বপ্নঘর ফাউন্ডশেন ও উই ফর অল’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের সমাজসেবামূলক এ উদ্যোগকে সাধুবাদ জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ আহমেদ, সজীব আহমদে, পিয়াস, জামিল, সুমন, সোহাগ, মারুফ, ইসানূর কবীর, শিহাদ, জীবন, হারুন, বাপ্পি, টুটুল, বিল্লাল। অনুষ্ঠানে শিশুদের আবৃত্তি, গান কলহাস্য আর প্রাণচাঞ্চল্যে মুখরিত একটা র্দীঘ সময় কাটে অতিথিদের। এ সময় সকলেই যেন নিজেদের শৈশেবে ফিরে খন্ড খন্ড আনন্দ আর সুখস্মৃতি হাতড়িয়ে ফেরেন। শেষে স্বপ্নঘর ফাউন্ডেশন আলমডাঙ্গার সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের হাতে মনোজ্ঞ খেলনা তুলে দেওয়া হয়। উল্লেখ্য, স্বপ্নঘর ফাউন্ডেশন ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে প্রতি বছর স্বপ্নঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ আব্দুল্লহ আল মামুনের জন্মদিনে শিশুদের নিয়ে জন্মদিন উৎসব পালন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল :“স্বপ্নঘর ফাউন্ডেশন প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপলোড টাইম : ০৪:৫৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার সুবিধাবঞ্চিত শিশুদরে স্কুল “স্বপ্নঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠার্বাষিকী জাকজমকর্পূণ আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে। আলমডাঙ্গা লন্ডন টাওয়ারে অবস্থিত সৌর্হাদ্য ফাস্টফুড এন্ড রেস্টুরেন্টে আয়োজিত আনন্দঘন অনুষ্ঠানে স্কুলের সুবিধাবঞ্চিত শিশুরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী শুভ সূচনা করে। পরে আলোচনা, খাওয়া-দাওয়া ও ফটোসশেনপর্ব চলে। আলোচনায় অংশ নেন স্বপ্নঘর ফান্ডেশন আলমডাঙ্গার পরিচালক সাংবাদিক রহমান মুকুল, প্রকল্প পরিচালক সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, “উই ফর অল”র আলমডাঙ্গার পরিচালক খন্দকার রাকিবুল ইসলাম রিয়েল, শুদ্ধ সংস্কৃতি র্চচাকেন্দ্র’র সভাপতি আতিকুর রহমান ফরায়েজেী, বিশিষ্ট গল্পকার পিন্টু রহমান, সাংবাদিক আতিক বিশ্বাস, তৌহিদুল ইসলাম, আশরাফুল হক, আওয়ামীলীগ নেতা মাসুদ রানা তুহিন, স্কুলের শিক্ষিকা বীথি খাতুন প্রমুখ। আলোচনাকালে সকল বক্তাই স্বপ্নঘর ফাউন্ডশেন ও উই ফর অল’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের সমাজসেবামূলক এ উদ্যোগকে সাধুবাদ জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ আহমেদ, সজীব আহমদে, পিয়াস, জামিল, সুমন, সোহাগ, মারুফ, ইসানূর কবীর, শিহাদ, জীবন, হারুন, বাপ্পি, টুটুল, বিল্লাল। অনুষ্ঠানে শিশুদের আবৃত্তি, গান কলহাস্য আর প্রাণচাঞ্চল্যে মুখরিত একটা র্দীঘ সময় কাটে অতিথিদের। এ সময় সকলেই যেন নিজেদের শৈশেবে ফিরে খন্ড খন্ড আনন্দ আর সুখস্মৃতি হাতড়িয়ে ফেরেন। শেষে স্বপ্নঘর ফাউন্ডেশন আলমডাঙ্গার সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের হাতে মনোজ্ঞ খেলনা তুলে দেওয়া হয়। উল্লেখ্য, স্বপ্নঘর ফাউন্ডেশন ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে প্রতি বছর স্বপ্নঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ আব্দুল্লহ আল মামুনের জন্মদিনে শিশুদের নিয়ে জন্মদিন উৎসব পালন করা হয়।