ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মাদক-সন্ত্রাস ও জঙ্গী বিরোধ সমাবেশে ওসি আবু জিহাদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮
  • / ৩৯৪ বার পড়া হয়েছে

যে কোন মূল্যে মাদককে না বলতে হবে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বাদেমাজু ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান। প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ আবু জিহাদ খান বলেন, যে কোন মূল্যে মাদককে না বলতে হবে। মাকদের কারণে একটি পরিবার, সমাজ তথা একটি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে পরিস্থিতিই আসুক তা মোকাবেলা করে মাদক নির্মূল করা হবে। যারা এর সাথে জড়িত, আমরা তাদের এ অন্ধকার পথ পরিহার করে আলোর পথে আনতে চাই। আমরা সমাজে ভালো সেজে থাকতে চাইনা। ভালো হতে চাই। তিনি বলেন, এই ইউনিয়ন এক সময় সন্ত্রাসের রাজত্ব ছিল। যেভাবে সন্ত্রাস মোকাবেলা করা হয়েছে। ঠিক সেই ভাবেই মাদক নির্মূল করা হবে। আজকে প্রত্যেক ইউনিয়নে মাদকের সাথে জড়িতদের তালিকা করা হচ্ছে। এই ইউনিয়নে কারা জড়িত আমরা তা জানি। এখানো সময় আছে ভালোর পথে ফিরে আসুন। যদি এ পথ পরিহার করে আলোর পথে ফিরে না আসে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক খবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) লুৎফুল কবির, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান অনিস, রোকনুজ্জামান নাহিদ, থানার এসআই সাইফুল,ইসলাম। এছাড়াও আওয়ামী লীগ নেত্রী আনজিরা খাতুন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এমদাদুল হক, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, মসজিদের ইমাম মও. নিজাম উদ্দিন, বক্তব্য রাখেন আফজাল হোসেন টুটুল, নজরুল ইসলাম, নাসিমা খাতুন প্রমূখ। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনুস আলী। অনুষ্ঠানে অফিসার ইনচার্জের নিকট তোফাজ্জেল হোসেন নামের এক মাদকসেবী আত্মসমর্পণ করে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য শপথ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় মাদক-সন্ত্রাস ও জঙ্গী বিরোধ সমাবেশে ওসি আবু জিহাদ

আপলোড টাইম : ০৪:৪৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮

যে কোন মূল্যে মাদককে না বলতে হবে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বাদেমাজু ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান। প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ আবু জিহাদ খান বলেন, যে কোন মূল্যে মাদককে না বলতে হবে। মাকদের কারণে একটি পরিবার, সমাজ তথা একটি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে পরিস্থিতিই আসুক তা মোকাবেলা করে মাদক নির্মূল করা হবে। যারা এর সাথে জড়িত, আমরা তাদের এ অন্ধকার পথ পরিহার করে আলোর পথে আনতে চাই। আমরা সমাজে ভালো সেজে থাকতে চাইনা। ভালো হতে চাই। তিনি বলেন, এই ইউনিয়ন এক সময় সন্ত্রাসের রাজত্ব ছিল। যেভাবে সন্ত্রাস মোকাবেলা করা হয়েছে। ঠিক সেই ভাবেই মাদক নির্মূল করা হবে। আজকে প্রত্যেক ইউনিয়নে মাদকের সাথে জড়িতদের তালিকা করা হচ্ছে। এই ইউনিয়নে কারা জড়িত আমরা তা জানি। এখানো সময় আছে ভালোর পথে ফিরে আসুন। যদি এ পথ পরিহার করে আলোর পথে ফিরে না আসে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক খবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) লুৎফুল কবির, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান অনিস, রোকনুজ্জামান নাহিদ, থানার এসআই সাইফুল,ইসলাম। এছাড়াও আওয়ামী লীগ নেত্রী আনজিরা খাতুন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এমদাদুল হক, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, মসজিদের ইমাম মও. নিজাম উদ্দিন, বক্তব্য রাখেন আফজাল হোসেন টুটুল, নজরুল ইসলাম, নাসিমা খাতুন প্রমূখ। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনুস আলী। অনুষ্ঠানে অফিসার ইনচার্জের নিকট তোফাজ্জেল হোসেন নামের এক মাদকসেবী আত্মসমর্পণ করে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য শপথ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান।