ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় নিষেধাজ্ঞা শিথিলের প্রথম দিনেই রাস্তায় শত শত মানুষ-যানবাহন, স্বাস্থ্যঝুঁকির শঙ্কা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
  • / ৩৩৩ বার পড়া হয়েছে

প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় দোকানপাট ও গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করতেই বেড়েছে জনসমাগম। কেউ মানছে না সামাজিক দূরত্ব। মাস্ক পরিধান করার কথা সরকারিভাবে জানানো হলেও কেউ তোয়াক্কা করছে না । এ যেন বদ্ধ ঘর থেকে মুক্তি মেলার মতো। সকাল থেকে রাত পর্যন্ত আলমডাঙ্গা পৌর শহরে ছিল তীব্র যানজট। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে না আইনগত ব্যবস্থা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, আলমডাঙ্গা পৌর শহরে সামাজিক দূরত্ব ও করোনার প্রতিরোধে স্বাস্থ্যবিধি ভঙ্গ করে রাস্তায় নেমে আসে শত শত মানুষ। ব্যাংকগুলোতে ছিল উপচে পড়া ভিড়। রাস্তায় রাস্তায় দেখা দেয় যানজট। কয়েকদিনের জন শূন্য শহর পূর্বের যানজটের অবস্থায় ফিরে আসে। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অনুরোধ কেউ মানছে না। গত শুক্র ও শনিবার পর্যন্ত সরকারি ছুটি ছিল। তখনও শহরে রাস্তায় মানুষ-যানবহানের চলাচলে ছিল নিয়ন্ত্রণ। কিন্তু সবকিছু স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে শহরে হঠাৎ করে জনসমাগম বেড়ে যাওয়াতে করোনাভাইরাসের হুমকি বেড়ে গিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা নমনীয় হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছেন থ্রি-হুইলার, সিএনজিসহ পাখিভ্যান চালকেরা। রাস্তায় রাস্তায় পুলিশ তাদের সামাজিক দূরুত্ব মেনে চলার অনুরোধ করলেও জনগণকে বোঝানো সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী জানান, কেউ যদি সামাজিক দূরত্ব না মানে অথবা করোনাভাইরাসের শিষ্টাচার না মানে, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় নিষেধাজ্ঞা শিথিলের প্রথম দিনেই রাস্তায় শত শত মানুষ-যানবাহন, স্বাস্থ্যঝুঁকির শঙ্কা!

আপলোড টাইম : ০৯:২৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০

প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় দোকানপাট ও গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করতেই বেড়েছে জনসমাগম। কেউ মানছে না সামাজিক দূরত্ব। মাস্ক পরিধান করার কথা সরকারিভাবে জানানো হলেও কেউ তোয়াক্কা করছে না । এ যেন বদ্ধ ঘর থেকে মুক্তি মেলার মতো। সকাল থেকে রাত পর্যন্ত আলমডাঙ্গা পৌর শহরে ছিল তীব্র যানজট। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে না আইনগত ব্যবস্থা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, আলমডাঙ্গা পৌর শহরে সামাজিক দূরত্ব ও করোনার প্রতিরোধে স্বাস্থ্যবিধি ভঙ্গ করে রাস্তায় নেমে আসে শত শত মানুষ। ব্যাংকগুলোতে ছিল উপচে পড়া ভিড়। রাস্তায় রাস্তায় দেখা দেয় যানজট। কয়েকদিনের জন শূন্য শহর পূর্বের যানজটের অবস্থায় ফিরে আসে। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অনুরোধ কেউ মানছে না। গত শুক্র ও শনিবার পর্যন্ত সরকারি ছুটি ছিল। তখনও শহরে রাস্তায় মানুষ-যানবহানের চলাচলে ছিল নিয়ন্ত্রণ। কিন্তু সবকিছু স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে শহরে হঠাৎ করে জনসমাগম বেড়ে যাওয়াতে করোনাভাইরাসের হুমকি বেড়ে গিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা নমনীয় হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছেন থ্রি-হুইলার, সিএনজিসহ পাখিভ্যান চালকেরা। রাস্তায় রাস্তায় পুলিশ তাদের সামাজিক দূরুত্ব মেনে চলার অনুরোধ করলেও জনগণকে বোঝানো সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী জানান, কেউ যদি সামাজিক দূরত্ব না মানে অথবা করোনাভাইরাসের শিষ্টাচার না মানে, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।