ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় দিন-দুপুরে বাসাবাড়ির তালা ভেঙে চুরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
  • / ২৬৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পুরাতন বাজার রথতলাপাড়ায় দিন-দুপুরে ফাঁকা বাড়ির তালা ভেঙে ইটভাটা ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩ টার মধ্যে বাড়িতে কেউ না থাকার সুযোগে এ চুরি সংগঠিত হয়। জানা গেছে, কুষ্টিয়া ইবি থানার নৃসিংহপুর গ্রামের মৃত আইনউদ্দিনের ছেলে ডালিম হোসেন ছেলেদের লেখাপড়ার কারণে আলমডাঙ্গা পুরাতন বাজার রথতলাপাড়ায় বাসা ভাড়া করে থাকেন। গত মঙ্গলবার স্ত্রী ছেলেদের নিয়ে তিনি বাবার বাড়িতে যান। বুধবার সকালে বাসার মালিক ও তাঁর স্ত্রী স্কুলে চলে যান। সকাল ১০টার দিকে ডালিম হোসেনও তাঁর ঘরে তালা লাগিয়ে ইটভাটায় যান। বিকেলে বাসার মালিক শিক্ষক-দম্পত্তি স্কুল থেকে বাড়ি এসে দেখতে পান ডালিমের ঘরের তালা ভাঙা। পরে ডালিমের স্ত্রীকে সংবাদ দেওয়া হয়। ডালিমের স্ত্রী এসে জানান, আলমারিতে ১৫ হাজার টাকা, সোনার লকেট, আঙটি ও কানের দুল ছিল, তা চুরি করে নিয়ে গেছে চোরেরা।’ এ ঘটনার পর সন্ধ্যায় আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় দিন-দুপুরে বাসাবাড়ির তালা ভেঙে চুরি

আপলোড টাইম : ১০:১৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পুরাতন বাজার রথতলাপাড়ায় দিন-দুপুরে ফাঁকা বাড়ির তালা ভেঙে ইটভাটা ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩ টার মধ্যে বাড়িতে কেউ না থাকার সুযোগে এ চুরি সংগঠিত হয়। জানা গেছে, কুষ্টিয়া ইবি থানার নৃসিংহপুর গ্রামের মৃত আইনউদ্দিনের ছেলে ডালিম হোসেন ছেলেদের লেখাপড়ার কারণে আলমডাঙ্গা পুরাতন বাজার রথতলাপাড়ায় বাসা ভাড়া করে থাকেন। গত মঙ্গলবার স্ত্রী ছেলেদের নিয়ে তিনি বাবার বাড়িতে যান। বুধবার সকালে বাসার মালিক ও তাঁর স্ত্রী স্কুলে চলে যান। সকাল ১০টার দিকে ডালিম হোসেনও তাঁর ঘরে তালা লাগিয়ে ইটভাটায় যান। বিকেলে বাসার মালিক শিক্ষক-দম্পত্তি স্কুল থেকে বাড়ি এসে দেখতে পান ডালিমের ঘরের তালা ভাঙা। পরে ডালিমের স্ত্রীকে সংবাদ দেওয়া হয়। ডালিমের স্ত্রী এসে জানান, আলমারিতে ১৫ হাজার টাকা, সোনার লকেট, আঙটি ও কানের দুল ছিল, তা চুরি করে নিয়ে গেছে চোরেরা।’ এ ঘটনার পর সন্ধ্যায় আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।