ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রনোদনা কর্মসূচী : বিনামূল্যে সার-বীজ ও নগদ টাকা প্রদান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
  • / ৪১৭ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে অনুদান সহায়তার লক্ষে নেরিকা ও উফশী আউশ চাষ সম্প্রসারণ ও কুমড়া জাতীয় ফসলে সেক্স ফেরোমন ব্যবহার ও উৎপাদন বৃদ্ধি কর্মসূচী উপলক্ষে গতকাল বিকাল ৩টায় বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ প্রবীর কুমার বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি হামিদুল ইসলাম আজম। উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নানের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খালিদ আব্দুল্লাহ, আব্দুস সবুর, আহসানুল হক প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য বিনা পয়সায় সার, বীজ ও ভুর্তকীর টাকা বিতরণ করছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম হাসিবুল হাসান। তিনি বলেন, আজ আমরা ৭শ’ কৃষককে ২০ কেজি করে ইউরিয়া, ১০ কেজি টিএসপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করছি। এছাড়াও জমি নিড়ানি বাবদ উপশি ধানের জন্য ৪শ’ টাকা নেরিকা ধানের জন্য ৮শ’ টাকা কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের প্রদান করা হচ্ছে। এছাড়াও ৩০ জন কৃষককে কুমড়া জাতীয় ফসলের জন্য সেক্স ফরমান সার প্রদান করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রনোদনা কর্মসূচী : বিনামূল্যে সার-বীজ ও নগদ টাকা প্রদান

আপলোড টাইম : ০৫:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে অনুদান সহায়তার লক্ষে নেরিকা ও উফশী আউশ চাষ সম্প্রসারণ ও কুমড়া জাতীয় ফসলে সেক্স ফেরোমন ব্যবহার ও উৎপাদন বৃদ্ধি কর্মসূচী উপলক্ষে গতকাল বিকাল ৩টায় বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ প্রবীর কুমার বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি হামিদুল ইসলাম আজম। উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নানের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খালিদ আব্দুল্লাহ, আব্দুস সবুর, আহসানুল হক প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য বিনা পয়সায় সার, বীজ ও ভুর্তকীর টাকা বিতরণ করছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম হাসিবুল হাসান। তিনি বলেন, আজ আমরা ৭শ’ কৃষককে ২০ কেজি করে ইউরিয়া, ১০ কেজি টিএসপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করছি। এছাড়াও জমি নিড়ানি বাবদ উপশি ধানের জন্য ৪শ’ টাকা নেরিকা ধানের জন্য ৮শ’ টাকা কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের প্রদান করা হচ্ছে। এছাড়াও ৩০ জন কৃষককে কুমড়া জাতীয় ফসলের জন্য সেক্স ফরমান সার প্রদান করা হয়।