ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় অপহরণের ১০ ঘণ্টার মধ্যে কিশোরী উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
  • / ২৩০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
অপহরণের ১০ ঘণ্টার মধ্যে এক কিশোরীকে উদ্ধার করেছে আলমডাঙ্গা থানার পুলিশ। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে মেহেরপুর সদর থানাধীন গোরস্থানপাড়াস্থ এক বাগান বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পরে তাকে তার পরিবারের নিকট ফিরিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, গত বুধবার বিকেল পাঁচটায় প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বের হয় আলমডাঙ্গা বাবুপাড়ার মোশারফ হোসেনের কিশোরী কন্যা সারাহ খাতুন নিতু (১৬)। এ সময় আলমডাঙ্গা থানাধীন মহিলা কলেজের সামনে থেকে কিছু যুবক তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। এ বিষয়ে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে ওই দিন রাত ১১টার দিকে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায় ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরের সার্বিক তত্বাবধানে ওই কিশোরীকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। শুক্রবার বেলা দুইটার দিকে এসআই সুব্রত বিশ্বাস ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানাধীন গোরস্থানপাড়াস্থ একটি বাগান বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী বিধি মোতাবেক ওই কিশোরীকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় অপহরণের ১০ ঘণ্টার মধ্যে কিশোরী উদ্ধার

আপলোড টাইম : ০৯:১৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০

আলমডাঙ্গা অফিস:
অপহরণের ১০ ঘণ্টার মধ্যে এক কিশোরীকে উদ্ধার করেছে আলমডাঙ্গা থানার পুলিশ। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে মেহেরপুর সদর থানাধীন গোরস্থানপাড়াস্থ এক বাগান বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পরে তাকে তার পরিবারের নিকট ফিরিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, গত বুধবার বিকেল পাঁচটায় প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বের হয় আলমডাঙ্গা বাবুপাড়ার মোশারফ হোসেনের কিশোরী কন্যা সারাহ খাতুন নিতু (১৬)। এ সময় আলমডাঙ্গা থানাধীন মহিলা কলেজের সামনে থেকে কিছু যুবক তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। এ বিষয়ে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে ওই দিন রাত ১১টার দিকে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায় ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরের সার্বিক তত্বাবধানে ওই কিশোরীকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। শুক্রবার বেলা দুইটার দিকে এসআই সুব্রত বিশ্বাস ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানাধীন গোরস্থানপাড়াস্থ একটি বাগান বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী বিধি মোতাবেক ওই কিশোরীকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।