ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় অজ্ঞান অবস্থায় কিশোরী উদ্ধার!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯
  • / ২২৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা রেলস্টেশন থেকে অজ্ঞান অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলার হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। জ্ঞান ফিরলে ওই কিশোরী জানায়, তার নাম মিষ্টি খাতুন। সে কয়েক বছর যাবৎ রাজশাহীতে রাজ নামের একজনের বাসায় কাজ করত। মিষ্টি খাতুন আরও জানায়, সে ছোটবেলা থেকে ওই বাড়িতে কাজ করত, তাই তাদের ছাড়া সে আর কাউকে চেনে না। এমনকি তার পিতা-মাতার নামও সে জানে না। মিস্টি খাতুন জানায়, গতকাল বুধবার সকালে ওই বাসার মালিক রাজ আলী ও তাঁর পরিবারের লোকজন তাকে জানান, তাঁরা সবাই বিদেশ চলে যাচ্ছেন, তাই অন্য কোনো বাসায় কাজ ঠিক করে নিতে। এ কথা বলে তাঁরা ওই কিশোরীকে কিছু টাকা দিয়ে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তুলে দেন। গতকাল কপোতাক্ষ ট্রেনে করে সে খুলনার দিকে যেতে থাকে। তার শরীর দুর্বল হয়ে পড়লে বেলা সাড়ে ১১টার দিকে সে আলমডাঙ্গা রেলস্টেশনে নেমে পড়ে এবং জ্ঞান হারায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় অজ্ঞান অবস্থায় কিশোরী উদ্ধার!

আপলোড টাইম : ০৮:৩৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা রেলস্টেশন থেকে অজ্ঞান অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলার হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। জ্ঞান ফিরলে ওই কিশোরী জানায়, তার নাম মিষ্টি খাতুন। সে কয়েক বছর যাবৎ রাজশাহীতে রাজ নামের একজনের বাসায় কাজ করত। মিষ্টি খাতুন আরও জানায়, সে ছোটবেলা থেকে ওই বাড়িতে কাজ করত, তাই তাদের ছাড়া সে আর কাউকে চেনে না। এমনকি তার পিতা-মাতার নামও সে জানে না। মিস্টি খাতুন জানায়, গতকাল বুধবার সকালে ওই বাসার মালিক রাজ আলী ও তাঁর পরিবারের লোকজন তাকে জানান, তাঁরা সবাই বিদেশ চলে যাচ্ছেন, তাই অন্য কোনো বাসায় কাজ ঠিক করে নিতে। এ কথা বলে তাঁরা ওই কিশোরীকে কিছু টাকা দিয়ে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তুলে দেন। গতকাল কপোতাক্ষ ট্রেনে করে সে খুলনার দিকে যেতে থাকে। তার শরীর দুর্বল হয়ে পড়লে বেলা সাড়ে ১১টার দিকে সে আলমডাঙ্গা রেলস্টেশনে নেমে পড়ে এবং জ্ঞান হারায়।