ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গার রোয়াকুলিতে চুরির ঘটনায় আটক ৫

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
  • / ২৩৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার রোয়াকুলি বটতলার এক মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার চুরির ঘটনা ঘটলেও গতকাল শনিবার পুলিশ চুরির সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে। এ সময় চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধার হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইউনুস আলী রোয়াকুলি বটতলায় মুদির দোকান দিয়ে ব্যবসা করেন। প্রতিদিনের মতো শুক্রবার ব্যবসা শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। ওই রাতে চোর চক্র দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ইউনুস আলী সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানে থাকা ৩২ ইঞ্চি এলইডি টিভি, বিভিন্ন ব্রান্ডের সিগারেটসহ মূল্যবান সামগ্রী নেই। এ ঘটনায় সংবাদ দেওয়া হয় মুন্সিগঞ্জ ক্যাম্প ও আলমডাঙ্গা থানায়। পরে মুন্সিগঞ্জ ক্যাম্পের আইসি আসের আলী ও এএসআই ইলিয়াস ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশকে ঘটনার বিবরণ দেন ইউনুস আলী। সন্দেহভাজন কয়েক ব্যক্তির নাম বলেন ইউনুস আলী। এ সময় পুলিশ কৌশলে এক সন্দেহভাজনকে আটক করে। তাঁকে জিজ্ঞাসা করলে বেরিয়ে আসে চুরির ঘটনায় জড়িতদের নাম। এ সময় মুন্সিগঞ্জের আইসি ও টুআইসি ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আটক করে রোয়াকুলি গ্রামের খেদের আলীর ছেলে হিদা (৪২), একই গ্রামের মৃত কাদের আলীর ছেলে লালু (২৭), আলী আকবরের ছেলে জামাল (২৮), ইসমাইল হোসেনের ছেলে রোকন আলী (৩০) ও রকি (২৬) নামের ৫ জনকে আটক করে। আটকের পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেহ পুলিশ চুরি যাওয়া সিগারেট ও এলইডি টিভি উদ্ধার করেছে। পরে আটক ৫ জনকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গার রোয়াকুলিতে চুরির ঘটনায় আটক ৫

আপলোড টাইম : ০৯:২০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার রোয়াকুলি বটতলার এক মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার চুরির ঘটনা ঘটলেও গতকাল শনিবার পুলিশ চুরির সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে। এ সময় চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধার হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইউনুস আলী রোয়াকুলি বটতলায় মুদির দোকান দিয়ে ব্যবসা করেন। প্রতিদিনের মতো শুক্রবার ব্যবসা শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। ওই রাতে চোর চক্র দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ইউনুস আলী সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানে থাকা ৩২ ইঞ্চি এলইডি টিভি, বিভিন্ন ব্রান্ডের সিগারেটসহ মূল্যবান সামগ্রী নেই। এ ঘটনায় সংবাদ দেওয়া হয় মুন্সিগঞ্জ ক্যাম্প ও আলমডাঙ্গা থানায়। পরে মুন্সিগঞ্জ ক্যাম্পের আইসি আসের আলী ও এএসআই ইলিয়াস ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশকে ঘটনার বিবরণ দেন ইউনুস আলী। সন্দেহভাজন কয়েক ব্যক্তির নাম বলেন ইউনুস আলী। এ সময় পুলিশ কৌশলে এক সন্দেহভাজনকে আটক করে। তাঁকে জিজ্ঞাসা করলে বেরিয়ে আসে চুরির ঘটনায় জড়িতদের নাম। এ সময় মুন্সিগঞ্জের আইসি ও টুআইসি ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আটক করে রোয়াকুলি গ্রামের খেদের আলীর ছেলে হিদা (৪২), একই গ্রামের মৃত কাদের আলীর ছেলে লালু (২৭), আলী আকবরের ছেলে জামাল (২৮), ইসমাইল হোসেনের ছেলে রোকন আলী (৩০) ও রকি (২৬) নামের ৫ জনকে আটক করে। আটকের পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেহ পুলিশ চুরি যাওয়া সিগারেট ও এলইডি টিভি উদ্ধার করেছে। পরে আটক ৫ জনকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।