ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গার টাকপাড়া থেকে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
  • / ২৩৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার খুদিয়াখালী গ্রামের শাওনের বিরুদ্ধে ঘোলদাড়ি কুটিপাইকপাড়া গ্রামের এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গা থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার কুটিপাইকপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে ইখতিয়ার উদ্দিনের ভাগ্নি (১৬) এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। অনেকদিন ধরে এই স্কুলছাত্রীকে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রামের শাহ আলমের ছেলে শাওন কু-প্রস্তাবসহ নানাভাবে বিরক্ত করে আসছে। সেই ধারাবাহিকতায় গতকাল রোববার আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে ঘোলদাড়ি বাজারের টাকপাড়া মোড়ে অজ্ঞাত ৪-৫ জন মানুষ নিয়ে শাওন আগে থেকেই ওৎ পেতে ছিল। এ রাস্তাদিয়ে ওই স্কুলছাত্রী আলমডাঙ্গা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় এবং টাকপাড়া মোড়ে পৌছালে শাওন ও তার সহযোগীরা ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে বিষয়টি জানার পর ওই স্কুলছাত্রীর মামা ইখতিয়ার শাওনের অভিভাবকদেরকে বিষয়টি জানান। কিন্তু শাওনের অভিভাবকেরা বিষয়টি জেনে উল্টো ওই স্কুলছাত্রীর মামাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে মামা ইখতিয়ার উদ্দিন বাদী হয়ে শাওনসহ তার অজ্ঞাত ৪-৫ জন সহযোগীর নামে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গার টাকপাড়া থেকে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ!

আপলোড টাইম : ০৯:০০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার খুদিয়াখালী গ্রামের শাওনের বিরুদ্ধে ঘোলদাড়ি কুটিপাইকপাড়া গ্রামের এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গা থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার কুটিপাইকপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে ইখতিয়ার উদ্দিনের ভাগ্নি (১৬) এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। অনেকদিন ধরে এই স্কুলছাত্রীকে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রামের শাহ আলমের ছেলে শাওন কু-প্রস্তাবসহ নানাভাবে বিরক্ত করে আসছে। সেই ধারাবাহিকতায় গতকাল রোববার আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে ঘোলদাড়ি বাজারের টাকপাড়া মোড়ে অজ্ঞাত ৪-৫ জন মানুষ নিয়ে শাওন আগে থেকেই ওৎ পেতে ছিল। এ রাস্তাদিয়ে ওই স্কুলছাত্রী আলমডাঙ্গা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় এবং টাকপাড়া মোড়ে পৌছালে শাওন ও তার সহযোগীরা ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে বিষয়টি জানার পর ওই স্কুলছাত্রীর মামা ইখতিয়ার শাওনের অভিভাবকদেরকে বিষয়টি জানান। কিন্তু শাওনের অভিভাবকেরা বিষয়টি জেনে উল্টো ওই স্কুলছাত্রীর মামাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে মামা ইখতিয়ার উদ্দিন বাদী হয়ে শাওনসহ তার অজ্ঞাত ৪-৫ জন সহযোগীর নামে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন।