ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গার গড়চাপড়ায় ভয়াবহ অগ্নিকান্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩৪১ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালার গড়চাপড়া গ্রামে বিচালীর গাদায় ভয়াবহ অগ্নিকান্ড। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ঘটেছে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের পশ্চিমপাড়ার গবর ধনের ছেলে বাদলের স্ত্রী সকাল ১১টার দিকে বাড়ির সামনে থাকা বিচালীর গাদার পাশে হাসের ফোড় পোড়াচ্ছিলো।এমতাবস্থায় পোড়ানো হলে তিনি বাড়ির ভেতরে চলেছে গেলে তার নাতি ছেলে ৩ বছরের শিশু হুজাইফা খেলার ফাকে আগুন বিচালীর গাদায় ধড়িয়ে দেয়। কিছুক্ষণ পড়ে ভয়াবহ আগুনের পাশাপাশি ধোয়ায় চারিদিক অন্ধকার হয়ে গেলে এলাকার লোকজন ছুঠে আসে। আগুন নিয়ন্ত্রনের আগেই বিচালীর গাদার পাশে মকসেদ আলীর ছেলে নাজের বাড়ির ছাদে বিচালী ও পাটকাটীর গাদাও আগুন ছড়িয়ে পড়ে । এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে জানালে তাদের আসার আগ মুহুর্তে বাদলের বিচালীর গাদার পাশে বাধা অবস্থায় দুইটি গরু মারাত্বক দগ্ধ হয়। দুইটি গরু মূল্য ১ লক্ষ টাকা। এই ভয়াবহ অগ্নিকান্ডের কারণে বাদল ও নাজেরে আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতির আশঙ্কা করছেন তারা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গার গড়চাপড়ায় ভয়াবহ অগ্নিকান্ড

আপলোড টাইম : ১১:১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালার গড়চাপড়া গ্রামে বিচালীর গাদায় ভয়াবহ অগ্নিকান্ড। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ঘটেছে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের পশ্চিমপাড়ার গবর ধনের ছেলে বাদলের স্ত্রী সকাল ১১টার দিকে বাড়ির সামনে থাকা বিচালীর গাদার পাশে হাসের ফোড় পোড়াচ্ছিলো।এমতাবস্থায় পোড়ানো হলে তিনি বাড়ির ভেতরে চলেছে গেলে তার নাতি ছেলে ৩ বছরের শিশু হুজাইফা খেলার ফাকে আগুন বিচালীর গাদায় ধড়িয়ে দেয়। কিছুক্ষণ পড়ে ভয়াবহ আগুনের পাশাপাশি ধোয়ায় চারিদিক অন্ধকার হয়ে গেলে এলাকার লোকজন ছুঠে আসে। আগুন নিয়ন্ত্রনের আগেই বিচালীর গাদার পাশে মকসেদ আলীর ছেলে নাজের বাড়ির ছাদে বিচালী ও পাটকাটীর গাদাও আগুন ছড়িয়ে পড়ে । এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে জানালে তাদের আসার আগ মুহুর্তে বাদলের বিচালীর গাদার পাশে বাধা অবস্থায় দুইটি গরু মারাত্বক দগ্ধ হয়। দুইটি গরু মূল্য ১ লক্ষ টাকা। এই ভয়াবহ অগ্নিকান্ডের কারণে বাদল ও নাজেরে আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতির আশঙ্কা করছেন তারা।