ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আরেকটি সেরার মুকুট উঠছে শাহরুখের মাথায়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮
  • / ৪৬৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন শাহরুখ খান। এবার আরেকটি অ্যাওয়ার্ডে সম্মানিত হতে চলেছেন তিনি। ২৪তম বার্ষিক ক্রিস্টাল অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন বলিউড কিং। চলতি মাসের শেষ দিকে হবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর ৪৮তম বার্ষিক সম্মেলন। ১৯৯৭ সালের পর এই প্রথম এতে উপস্থিত থাকতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী। এ সম্মেলনের অংশ হিসেবে পুরস্কারটি পাচ্ছেন শাহরুখ। পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ২২ জানুয়ারি। এদিনই তার মাথায় এ মুকুট পরিয়ে দেয়া হবে। ভারতজুড়ে নারী ও শিশুদের অধিকার রক্ষায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ সম্মান পাচ্ছেন শাহরুখ। এ বছর অন্য পুরস্কার পাচ্ছেন অভিনেতা-পরিচালক কেট ব্ল্যাংকেট ও গায়ক এলটন জন।
দাতব্য প্রতিষ্ঠান মীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহরুখ। অ্যাসিড আক্রান্ত নারীদের চিকিৎসা, আইনি সহায়তা, কারিগরি প্রশিক্ষণ, পুনর্বাসন ও বাঁচার অনুপ্রেরণা জুগিয়ে থাকে এ ফাউন্ডেশন। এ ছাড়া রোগাক্রান্ত শিশুদের হাসপাতালে চিকিৎসা ও ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আরেকটি সেরার মুকুট উঠছে শাহরুখের মাথায়

আপলোড টাইম : ১২:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮

বিনোদন ডেস্ক: দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন শাহরুখ খান। এবার আরেকটি অ্যাওয়ার্ডে সম্মানিত হতে চলেছেন তিনি। ২৪তম বার্ষিক ক্রিস্টাল অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন বলিউড কিং। চলতি মাসের শেষ দিকে হবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর ৪৮তম বার্ষিক সম্মেলন। ১৯৯৭ সালের পর এই প্রথম এতে উপস্থিত থাকতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী। এ সম্মেলনের অংশ হিসেবে পুরস্কারটি পাচ্ছেন শাহরুখ। পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ২২ জানুয়ারি। এদিনই তার মাথায় এ মুকুট পরিয়ে দেয়া হবে। ভারতজুড়ে নারী ও শিশুদের অধিকার রক্ষায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ সম্মান পাচ্ছেন শাহরুখ। এ বছর অন্য পুরস্কার পাচ্ছেন অভিনেতা-পরিচালক কেট ব্ল্যাংকেট ও গায়ক এলটন জন।
দাতব্য প্রতিষ্ঠান মীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহরুখ। অ্যাসিড আক্রান্ত নারীদের চিকিৎসা, আইনি সহায়তা, কারিগরি প্রশিক্ষণ, পুনর্বাসন ও বাঁচার অনুপ্রেরণা জুগিয়ে থাকে এ ফাউন্ডেশন। এ ছাড়া রোগাক্রান্ত শিশুদের হাসপাতালে চিকিৎসা ও ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।