ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আমি মেয়র হওয়ার পর চাঁদাবাজি বন্ধ করেছি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • / ১৮৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা বড় বাজারে গণসংযোগকালে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে পুনরায় মেয়র প্রার্থী চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু গণসংযোগ শুরু করেছেন। গতকাল সোমবার চুয়াডাঙ্গা শহরের বড় বাজার, স্বর্ণপট্টি, সমবায় নিউ মার্কেট, আলী হোসেন মার্কেট, প্রিন্স প্লাজা, শহীদ আবুল কাশেম সড়কসহ বিভিন্ন স্থানে তিনি এ গণসংযোগ করেন। গণসংযোগকালে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, এই বাজারে এক সময় চাঁদাবাজি হয়েছে। মাকের্টে ঢুকে শুধু বলে যেত ‘ভাইয়ের নামে লিখে রাখেন’। আপনাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুরোনো সেই ইতিহাসকে স্মরণ করবেন। আমি মেয়র হওয়ার পর চাঁদাবাজি বন্ধ করেছি। ভাইয়ের নামে মাল নিয়ে যাওয়া বন্ধ হয়েছে। এখন আপনারা ব্যবসা করেও মজা পাচ্ছেন। শান্তিতে ব্যবসা করছেন। কেন এমন হতো সে কথা আমার বলা লাগবে না। আপনারাই তা ভালো জানেন। তাই সে কথা আমি বলবো না। কিন্তু আমি একটি কথা বলবো, আপনারা শুধু বিবেচনা করবেন। আগের আর বর্তমানের পরিস্থিতি। আপনারা আগামী নির্বাচনে কাকে চান, সেটা অনেক গুরুত্বপূর্ণ কথা। আপনাদের একটি ভোটও অনেক মূল্যবান। তাই সেই মূল্যবান ভোটের মূল্য বুঝে ভোট দিবেন। তিনি আরও বলেন, আমি মেয়র হিসেবে চুয়াডাঙ্গা পৌসভার প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। দিনরাত পরিশ্রম করেছি। সাধারণ মানুষের কথা ভেবেছি, একজন সেবক হিসেবে। আপনারা যারা ব্যবসায়ী আছেন, আমি তাদের কথা ভেবেছি। উন্নয়নে চুয়াডাঙ্গা পৌরসভার আগের দিন আর বর্তমানকে তুলনা করলেই আপনারা সেটি বুঝবেন।
গণসংযোগকালে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর সাথে ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা শ্রমীক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিলন, জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গির, স্বেচ্ছাসেবকলীগ নেতা জনি, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক টোকন, স্বেচ্ছাসেবকলীগ নেতা পাপেল, ছাত্রলীগ নেতা আকাশ, অংকুরসহ জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আমি মেয়র হওয়ার পর চাঁদাবাজি বন্ধ করেছি

আপলোড টাইম : ০৯:০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০

চুয়াডাঙ্গা বড় বাজারে গণসংযোগকালে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে পুনরায় মেয়র প্রার্থী চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু গণসংযোগ শুরু করেছেন। গতকাল সোমবার চুয়াডাঙ্গা শহরের বড় বাজার, স্বর্ণপট্টি, সমবায় নিউ মার্কেট, আলী হোসেন মার্কেট, প্রিন্স প্লাজা, শহীদ আবুল কাশেম সড়কসহ বিভিন্ন স্থানে তিনি এ গণসংযোগ করেন। গণসংযোগকালে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, এই বাজারে এক সময় চাঁদাবাজি হয়েছে। মাকের্টে ঢুকে শুধু বলে যেত ‘ভাইয়ের নামে লিখে রাখেন’। আপনাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুরোনো সেই ইতিহাসকে স্মরণ করবেন। আমি মেয়র হওয়ার পর চাঁদাবাজি বন্ধ করেছি। ভাইয়ের নামে মাল নিয়ে যাওয়া বন্ধ হয়েছে। এখন আপনারা ব্যবসা করেও মজা পাচ্ছেন। শান্তিতে ব্যবসা করছেন। কেন এমন হতো সে কথা আমার বলা লাগবে না। আপনারাই তা ভালো জানেন। তাই সে কথা আমি বলবো না। কিন্তু আমি একটি কথা বলবো, আপনারা শুধু বিবেচনা করবেন। আগের আর বর্তমানের পরিস্থিতি। আপনারা আগামী নির্বাচনে কাকে চান, সেটা অনেক গুরুত্বপূর্ণ কথা। আপনাদের একটি ভোটও অনেক মূল্যবান। তাই সেই মূল্যবান ভোটের মূল্য বুঝে ভোট দিবেন। তিনি আরও বলেন, আমি মেয়র হিসেবে চুয়াডাঙ্গা পৌসভার প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। দিনরাত পরিশ্রম করেছি। সাধারণ মানুষের কথা ভেবেছি, একজন সেবক হিসেবে। আপনারা যারা ব্যবসায়ী আছেন, আমি তাদের কথা ভেবেছি। উন্নয়নে চুয়াডাঙ্গা পৌরসভার আগের দিন আর বর্তমানকে তুলনা করলেই আপনারা সেটি বুঝবেন।
গণসংযোগকালে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর সাথে ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা শ্রমীক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিলন, জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গির, স্বেচ্ছাসেবকলীগ নেতা জনি, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক টোকন, স্বেচ্ছাসেবকলীগ নেতা পাপেল, ছাত্রলীগ নেতা আকাশ, অংকুরসহ জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।