ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আমি পৌরবাসীর সেবা করার শপথ নিয়েছিলাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
  • / ৯৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার সিএন্ডবিপাড়ায় রাস্তার নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেছেন, আমি আপনাদের কোনো প্রকার মিথ্যার আশ্বাস দিইনি। বলেছিলাম, নিজের সবোর্চ্চ দিয়ে আপনাদের সেবা করবো। একজন পৌর সেবক হিসেবে আপনাদের জীবনমান আরও বেশি উন্নত করার দায়িত্ব আমার ছিলো। তাই দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। আপনারা পৌরসভার নাগরিক হলেও, দীর্ঘদিন কষ্ট করেছেন। এই এলাকায় তেমন কোনো উন্নয়নমূলক কাজই হয়নি আগে কখনো। এখন রাস্তাটি হলে আর কষ্ট করতে হবে না। আমি যেদিন মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলাম, সেদিন আপনাদের সেবা করার শপথ নিয়েছিলাম। ইনশা-আল্লাহ আমি সেবা করে যাবো। গতকাল শনিবার দুপুর একটায় চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের সিএন্ডবি পাড়ায় আরসিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধকালে এসব কথা বলেন তিনি।
এ সময় পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, আমরা কথায় না কাজে বিশ্বাসী। অন্যের করা কাজকে নিজের নামে চালাতে পারিনা। মিথ্যার আশ্রয় আমরা নিই না। আমরা যেমন কাজ করি, তেমনি কাজের মান সাধারণ নাগরিকদের বুঝে নেওয়া সুযোগও করে দিই। লুকিয়ে কোনো কাজ হয়না। এখন মানুষ অনেক সচেতন। প্রত্যেক এলাকার মানুষ নিজেরা কাজ বুঝে নিচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গির হোসেন, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওয়াশিম, সিএন্ডবি জামে মসজিদের সাধারণ সম্পাদক ওমর মন্ডল, ইমাম আব্দুল গণি, ছাত্রলীগ নেতা শাওন, স্থানীয় বাসিন্দা মহিউদ্দীন, ইসলাম, তুলবুল সাধু, আসাদুল হক, ইছানুল প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আমি পৌরবাসীর সেবা করার শপথ নিয়েছিলাম

আপলোড টাইম : ০৯:০০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০

চুয়াডাঙ্গার সিএন্ডবিপাড়ায় রাস্তার নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেছেন, আমি আপনাদের কোনো প্রকার মিথ্যার আশ্বাস দিইনি। বলেছিলাম, নিজের সবোর্চ্চ দিয়ে আপনাদের সেবা করবো। একজন পৌর সেবক হিসেবে আপনাদের জীবনমান আরও বেশি উন্নত করার দায়িত্ব আমার ছিলো। তাই দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। আপনারা পৌরসভার নাগরিক হলেও, দীর্ঘদিন কষ্ট করেছেন। এই এলাকায় তেমন কোনো উন্নয়নমূলক কাজই হয়নি আগে কখনো। এখন রাস্তাটি হলে আর কষ্ট করতে হবে না। আমি যেদিন মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলাম, সেদিন আপনাদের সেবা করার শপথ নিয়েছিলাম। ইনশা-আল্লাহ আমি সেবা করে যাবো। গতকাল শনিবার দুপুর একটায় চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের সিএন্ডবি পাড়ায় আরসিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধকালে এসব কথা বলেন তিনি।
এ সময় পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, আমরা কথায় না কাজে বিশ্বাসী। অন্যের করা কাজকে নিজের নামে চালাতে পারিনা। মিথ্যার আশ্রয় আমরা নিই না। আমরা যেমন কাজ করি, তেমনি কাজের মান সাধারণ নাগরিকদের বুঝে নেওয়া সুযোগও করে দিই। লুকিয়ে কোনো কাজ হয়না। এখন মানুষ অনেক সচেতন। প্রত্যেক এলাকার মানুষ নিজেরা কাজ বুঝে নিচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গির হোসেন, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওয়াশিম, সিএন্ডবি জামে মসজিদের সাধারণ সম্পাদক ওমর মন্ডল, ইমাম আব্দুল গণি, ছাত্রলীগ নেতা শাওন, স্থানীয় বাসিন্দা মহিউদ্দীন, ইসলাম, তুলবুল সাধু, আসাদুল হক, ইছানুল প্রমুখ।