ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আমরা জনগণের সেবাই রাত-দিন কাজ করে যাচ্ছি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
  • / ৩৩৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার জেহালায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনকালে এসপি জাহিদুল ইসলাম
আলমডাঙ্গা অফিস:
‘পুলিশ জনগণের সেবক, শোষক নয়। আমরা জনগণের সেবাই রাত-দিন কাজ করে যাচ্ছি। যেকোনো সমস্যায় পুলিশ আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গা উপজেলার জেহালা ফুটবল মাঠে আলমডাঙ্গা থানা আয়োজিত বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
পুলিশ সুপার জাহিদুল ইসাম বলেন, ‘আমাদের সমাজে অর্ধেক নারী, অর্ধেক পুরুষ, তাই নারীদের পিছনে ফেলে রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সমাজে এখনও পুলিশ দেখলে গ্রামের মেয়েরা ভয়ে মুখ লুকায়, কিন্তু পুলিশ তো বাঘ-ভাল্লুক নয়, আপনাদেরই সন্তান। আপনারা যদি পুলিশকে সহায়তা না করেন, তাহলে আমরা সামাজিকভাবে আপনাদের উন্নয়নমূলক কাজে পাশে থাকব কেমন করে। আপনার ছেলে চাকরি পেলে তার পুলিশ ক্লিয়ারেন্স আমরা দিই। আপনাদের ইউনিয়নের মাদারহুদা গ্রামে ডাকাতি হয়েছিল, আমরা তদন্ত করেছি। কাউকে অহেতুক হয়রানি করি নাই। আমরা সঠিক তদন্ত করে যারা প্রকৃত দোষী, তাদের ছাড়া কোনো ভাল মানুষকে হয়রানি করি না। আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়, তাই আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাদের সেবা করাই আমাদের কাজ।’
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হান্নান শাহ, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুল হান্নান মাস্টার। আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেহালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসের আলী, এএসআই ইলিয়াস হোসেন, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মঈন আহম্মেদ প্রমুখ। সভা শেষে জেহালা ইউনিয়ন ১০ নম্বর বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আমরা জনগণের সেবাই রাত-দিন কাজ করে যাচ্ছি

আপলোড টাইম : ০৯:০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০

আলমডাঙ্গার জেহালায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনকালে এসপি জাহিদুল ইসলাম
আলমডাঙ্গা অফিস:
‘পুলিশ জনগণের সেবক, শোষক নয়। আমরা জনগণের সেবাই রাত-দিন কাজ করে যাচ্ছি। যেকোনো সমস্যায় পুলিশ আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গা উপজেলার জেহালা ফুটবল মাঠে আলমডাঙ্গা থানা আয়োজিত বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
পুলিশ সুপার জাহিদুল ইসাম বলেন, ‘আমাদের সমাজে অর্ধেক নারী, অর্ধেক পুরুষ, তাই নারীদের পিছনে ফেলে রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সমাজে এখনও পুলিশ দেখলে গ্রামের মেয়েরা ভয়ে মুখ লুকায়, কিন্তু পুলিশ তো বাঘ-ভাল্লুক নয়, আপনাদেরই সন্তান। আপনারা যদি পুলিশকে সহায়তা না করেন, তাহলে আমরা সামাজিকভাবে আপনাদের উন্নয়নমূলক কাজে পাশে থাকব কেমন করে। আপনার ছেলে চাকরি পেলে তার পুলিশ ক্লিয়ারেন্স আমরা দিই। আপনাদের ইউনিয়নের মাদারহুদা গ্রামে ডাকাতি হয়েছিল, আমরা তদন্ত করেছি। কাউকে অহেতুক হয়রানি করি নাই। আমরা সঠিক তদন্ত করে যারা প্রকৃত দোষী, তাদের ছাড়া কোনো ভাল মানুষকে হয়রানি করি না। আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়, তাই আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাদের সেবা করাই আমাদের কাজ।’
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হান্নান শাহ, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুল হান্নান মাস্টার। আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেহালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসের আলী, এএসআই ইলিয়াস হোসেন, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মঈন আহম্মেদ প্রমুখ। সভা শেষে জেহালা ইউনিয়ন ১০ নম্বর বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার জাহিদুল ইসলাম।