ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আন্দুলবাড়ীয়ায় দিনমজুরের বাড়ি থেকে গরু চুরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
  • / ১১৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় রাতের আঁধারে এক দিনমজুরের বাড়ির গোয়ালঘর থেকে এক জোড়া গরু চুরির ঘটনা ঘটেছে। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডুমুরিয়া গ্রামের মাঝের পাড়ার এক হতদরিদ্র দিনমজুর মৃত নজির আহাম্মদের ছেলে আকালে প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। এরই মাঝে সুযোগ বুঝে গত রোববার দিনগত গভীর রাতে একদল চোরচক্র সুকৌশলে বাড়ীতে প্রবেশ করে গোয়ালঘর থেকে একটি গাভী গরু ও একটি ষাড় গরু চুরি করে পালিয়ে যায়। গরু মালিক গভীর রাতে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গরু দেখতে না পেয়ে হতবাক হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়াডের মেম্বার মোসাদ্দেক আলী এ প্রতিবেদকে জানান, তিনি অত্যন্ত গরীব-দুঃখী এবং অসহায় একজন খেটে খাওয়া মানুষ। নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা তার সংসারে। কোন রকম মাঁথা গেজার ঠাই নেই বললেই চলে। তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন গরু দুটি চুরি হওয়ায় তিনি ভেঙ্গে পড়েছেন। গরু দুটি পবিত্র ঈদুল আজহায় বিক্রয় করে সাবলম্বী হওয়ার জন্য লালন-পালন করছিলেন।
এদিকে পবিত্র ঈদুল আজহা (কুরবানী) ঈদকে সামনে রেখে জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে-গ্রামে একের পর এক গরু-ছাগল চুরি দিন-দিন ব্যাপক হারে বৃদ্ধি পেয়ছে। সম্প্রতি আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বাজদিয়া, পাঁকা, শাহাপুর, কর্চাডাঙ্গা, নিধিকুন্ডু, আন্দুলবাড়ীয়ায় গরু চুরির ঘটনা ঘটেছে। একের পর এক গরু- ছাগল চুরি হওয়ায় গরু, ছাগল, লালন-পালনকারী মালিক এবং খামারীদের মধ্যে চুরি আতংক বিরাজ করছে। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলামের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আন্দুলবাড়ীয়ায় দিনমজুরের বাড়ি থেকে গরু চুরি

আপলোড টাইম : ০৯:১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় রাতের আঁধারে এক দিনমজুরের বাড়ির গোয়ালঘর থেকে এক জোড়া গরু চুরির ঘটনা ঘটেছে। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডুমুরিয়া গ্রামের মাঝের পাড়ার এক হতদরিদ্র দিনমজুর মৃত নজির আহাম্মদের ছেলে আকালে প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। এরই মাঝে সুযোগ বুঝে গত রোববার দিনগত গভীর রাতে একদল চোরচক্র সুকৌশলে বাড়ীতে প্রবেশ করে গোয়ালঘর থেকে একটি গাভী গরু ও একটি ষাড় গরু চুরি করে পালিয়ে যায়। গরু মালিক গভীর রাতে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গরু দেখতে না পেয়ে হতবাক হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়াডের মেম্বার মোসাদ্দেক আলী এ প্রতিবেদকে জানান, তিনি অত্যন্ত গরীব-দুঃখী এবং অসহায় একজন খেটে খাওয়া মানুষ। নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা তার সংসারে। কোন রকম মাঁথা গেজার ঠাই নেই বললেই চলে। তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন গরু দুটি চুরি হওয়ায় তিনি ভেঙ্গে পড়েছেন। গরু দুটি পবিত্র ঈদুল আজহায় বিক্রয় করে সাবলম্বী হওয়ার জন্য লালন-পালন করছিলেন।
এদিকে পবিত্র ঈদুল আজহা (কুরবানী) ঈদকে সামনে রেখে জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে-গ্রামে একের পর এক গরু-ছাগল চুরি দিন-দিন ব্যাপক হারে বৃদ্ধি পেয়ছে। সম্প্রতি আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বাজদিয়া, পাঁকা, শাহাপুর, কর্চাডাঙ্গা, নিধিকুন্ডু, আন্দুলবাড়ীয়ায় গরু চুরির ঘটনা ঘটেছে। একের পর এক গরু- ছাগল চুরি হওয়ায় গরু, ছাগল, লালন-পালনকারী মালিক এবং খামারীদের মধ্যে চুরি আতংক বিরাজ করছে। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলামের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।